![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
কত বার নোনা সমুদ্রে ভেসে গেছি তুমি জান!
ভেবেছি হৃদয়ের সব রঙ একেবারে ফেলেছি -
অতীত ইতিহাস চোরের কাছে,
আর কোন রঙ নেই;
প্রতিকৃতি হৃদয় আজ কেবল অন্ধকার।
মানে নেই আর কোনদিন ডুবে মরার।
আমি পারিনি -
হৃদয়ের ও কূল থাকে;
সমুদ্র যেমন সৈকতে ঠেলে দেয় বার বার ঢেউ -
সময়ে ফিরে আসে
জীবনে ফিরে আসে,
আনন্দে আসে আঁধারে ফিরে আসে কেউ।
তুমিও তো জান;
অপেক্ষার বিষাক্ত নিঃশ্বাস টেনে হৃদয় করে মৃত্যু বরণ -
তবু,তোমাকে অপেক্ষার বাইরে বার বার করেছি গ্রহন।
আর কত আরও কত!
হৃদয়ের পথে
কষ্টের শবযাত্রা রাত থেকে দিন..........
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
সনজিত বলেছেন: বিরহ যাকে বুকে আলিংগন করে, সুখ তো তার সোভা না- ধন্যবাদ আমার লেখা টা পরে আমাকে মহিমান্নিত করার জন্য,।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন:
বিষাদ মাখা কবিতা। অপেক্ষার বাইরে কী পাওয়ার আকুতি থাকে !
কবিতা ভাল লেগেছে ।
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
সনজিত বলেছেন: কেন যেন হ্রদয় টা ব্যকুল হয়ে আছে বিষাদে-
আর অপেক্ষা! হ্যা অপেক্ষায় আছি- কখন আসবে সেই ডাক!
ধন্যবাদ আমাকে মহিমান্নিত করার জন্য।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
সনজিত বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়
৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: ছেলেটা আর মেয়েটা মুখোমুখি বসে আছে।
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
সনজিত বলেছেন: রাজীব ভাই- প্রেমাঞ্জলী
৫| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
খায়রুল আহসান বলেছেন: বিষণ্ণতার অপর নাম মধুময়তা।
কবিতা ভাল লেগেছে। + +
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
সনজিত বলেছেন: স্যার এটা আপনাদের অনুপ্রেরণা, আর আমার একটু চেষ্টা মাত্র। শুভাশীষ জানবেন ।
৬| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতা আমার সবসময় ভালো লাগে
৭| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
সনজিত বলেছেন: শুভাশীষ জানবেন
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
চাঙ্কু বলেছেন: এত বেদনা কেন?