![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
একদিন তোমাকে কবিতার বাগান বাড়িতে নিয়ে যাব-
যেখানে ফুল বলে কিছু নেই;
না বলা কথাগুলো স্বপ্ন কলি হয়ে
বুকের ভিতর অস্ফুট রয়ে গেছে।
তুমি চোখে দেখলে বুঝবে
এক অরণ্যের ভিতর -
এক বসন্ত হাহাকার;
যেখানে বসন্ত কেবল তোমার জন্য থমকে আছে।
তুমি চাইলেই পাতাগুলো সবুজ অঙ্গ হয়ে যাবে -
তুমি কথা বললেই পুলকে কত কথার জন্ম হবে,
জানি সেসব সম্ভাবনাময়।
হয়ত একদিন অপেক্ষায় থেকে থেকে।
জিহ্বা টা শুকিয়ে যাবে,
তারপর আগুন পেলে-
কি দেখাব আর !
হৃদয় পোড়া গন্ধ নিতে -
এসো না কবিতার।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
সনজিত বলেছেন: শুভাশীষ জানবেন দাদু।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
আকিব হাসান জাভেদ বলেছেন: হ্নদয় পুড়তে পুড়তে ছাই হয়ে গেলেও পোড়া গন্ধ ঠিকয় রয়ে যাবে । সুন্দর কবিতা ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০
সনজিত বলেছেন: সেই গন্ধটাই টো পাগল পড়া জাভেদ ভাইয়া, ধন্যবাদ পাঠ করার জন্য।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর কবিতা। +
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১
সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: হতাশ, হতাশা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
সনজিত বলেছেন: হতাশ না ভাইয়া ভালবাসা এটা
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
নজসু বলেছেন:
হৃদয় পোড়া গন্ধ।
উহু! কবিদা একি শোনালেন।