নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
আমি কখনও ভাবিনি -
কবিতার লাইন হব...
বন্ধু আমি তোকে নিয়েই
এক কবিতায় অস্ত যাব।
তোকে নিয়েই-
গোধূলির আলো আঁধারির পাশার বেদীতে...
আশার নিটোল রঙ ছড়াব,
তোকে নিয়েই
এক জোছনার শান্ত মেঘে
মদিরায় মুখ ডুবাব।
নিতুই হাওয়ায় তোর,
শাড়ীতে ক্লান্তি যত-
সব হারাব...
একটি রাতের এক আকাশে -
আকাশ ভরা তারা হব।
আবার আমি তোকে নিয়েই,
এক হৃদয়ের জমাট যত
ভালবাসার ভাব মাখাব,
তোর হৃদয়ে-
হৃদয় রেখে রাতের বুকে ফুরিয়ে যাব।
এক কবিতার লাইন হব।
২০.১২.২০১৮
সকাল ৯.০০-৯.৩০ মিনিট
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
সনজিত বলেছেন: ধন্যবাদ মামা
২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেগেছে।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
সনজিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
সনজিত বলেছেন: প্রতিদিন কি এক তরকারি ভালো লাগে ভাইয়া , মাঝে মাঝে ভিন্ন স্বাদ তো দরকার নাকি?
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১২
ইসিয়াক বলেছেন: ভালো
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০
সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা ।