নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
অক্ষির গভীরে বারি ধরে,
হেসে উঠে মুক্তির সুখ,
একাকাশ বুক থেকে ঝরে পড়ে-
শশীর জ্যোৎস্না মাখা মুখ।
এক পৃথিবীর একটাই-
বুক জুড়ে হেঁটে যাই-
আমি যতদূর,
কখনও মলিন বেশে হাসি-
অবশেষে পথে- পথে;
দেখি তার রুপ।
একাকাশ দেখিনি কভু –
একা অথবা সবুজ;
কোন রঙ -রামধনু নেই,
কোন ফুল বসন্ত নেই,
কোন গান যা হৃদয়ের সুখ –
বা ভগ্ন হৃদয়ের উদাস দুপুরে দুঃখ সমুদ্দুর।
তোকে নিয়ে আমি এতটা অবুঝ।
হয়ত আমার অভিমান তোর অভিমানে-
আমার প্রতিটি নিস্বাস,
মস্তিষ্কের রক্তক্ষরণ গাঙে;
তুই কি ছিলি না বল?
জোয়ার ভাটার প্রানে!
তুই ছাড়া কবি কাব্যেহীন –
কাব্যের নেই কোন মানে।
১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০০
সনজিত বলেছেন: ভালোবাসা রেখে গেলাম
২| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০০
সনজিত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
৩| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৪
শায়মা বলেছেন: ঠিক ঠিক কবির কাব্যের পিছে কাউকে থাকতেই হয়!!!!!!!
১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৬
সনজিত বলেছেন: পিছে কেও না থাকলে যে আসলেই কবি কাব্যহীন।
ভালোবাসা রেখে গেলাম ম্যডাম
৪| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১৪
মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল ।
কবির জন্য শুভকামনা জানিয়ে গেলাম।
১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৬
সনজিত বলেছেন: ভালোবাসা রেখে গেলাম নত মস্তকে।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১১
আকতার আর হোসাইন বলেছেন: সহজ সুন্দর প্রাঞ্জল। বেশ ভাল লাগল