| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনজিত
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
তোর মত আর হবে না-
কেউ এ জন্মে আমার;
এই জীবনে সবখানে-
তোর স্বপ্ন বাহার,
স্বপ্নচাষে করে যাব, স্বপ্ন আহার
ফুলদানিতে রাখিস ধরে-
ইচ্ছেগুলো একটু আমার ।
আমি যদি আসি ফিরে! হয়ত আবার-
চিনবি কি আর?
থাকবি হয়ে লক্ষ্য তাহার ।
হয়ত যাব আবার চলে চলতি পথে
একলা হতে,
তোকে দেখার সাধ টা আমার নিয়ে সাথে।
এভাবে আর আসব নারে! অকারনে-
তোর বাগানে;
শ্রাবন গানে, যাই চলে-
তোর সুখেরি দাবি রেখে আমার প্রানে ।
তোর মত আর কেউ-
হবে না এ জন্মে আমার,
ঝগড়া করার ।
কাব্যে লেখার ।
০৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১২
সনজিত বলেছেন: শুভাশীষ জানবেন
২|
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৩
সনজিত বলেছেন: ভালোবাসা রইলো ভাই...
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কারো মত কেউ হয়না কখনও।