নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
তথাগতকে বললাম, 'অমিতাভ, বয়স তো ঢের হলো
এখনো সুন্দরী রমণী টানে
কারো বা মুখ—কারো বা হলুদাভ ত্বক—
কারো স্নিগ্ধ কোমল পা— কারো উজ্জ্বল হাসি—
কারো বর্তুল স্তন— কারো উন্নত পাছা—
কারো কদলীবৃক্ষ ঊরু— কারো লোহিতাভ ঠোঁট—
কারো বা শরীরের আপাদমস্তক প্রতি লোমকূপ।'
তথাগত বললেন, 'সমস্যা কী তাতে?'
বললাম, 'সুন্দরী স্ত্রী রেখে
এই যে বিবিধ নারীর প্রতি বিবিধ শিহরণ
এ কি কখনো হতে পারে আপনার পরিনির্বাণের পথ?'
তথাগত বললেন, 'শুনো তবে
যৌবন যতদিন রবে
শরীরে খেলেই যাবে দু চার ফোটা মোটা পানির জোয়ার জোয়ার খেলা
আমার মতো বোকামি করে তার করো না অপচয়
ভাটা আসলে বুঝবে জোয়ারেই ভাসাতে হয় কামসূত্রের ভেলা।'
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: ভালো।