![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
ঝিঁ ঝিঁ পোকা ডাকে নিশীথ মাগে
দুরু দুরু হয় বুক
আলোর ভেলায় উঁকি দিয়ে যায়
চাঁদের বুড়ীর মুখ।
দুপুর গড়ায় তন্দ্রা সাজে
বিকেলের অপেক্ষায়
রবির অালো মুচকি হাসে
বেলা যে চলে যায়।
গাঁয়ের ছেলে গাঁয়ের মেয়ে
সাথী মোরা চিরকাল
সেদিনের হাসি, হাসি নাতো অামি
হাসিনি বহুকাল।
ঋতুর বদল জানি না অামি
গুনিয়া ধারাপাত
এতোটুকু জানি অামি ছাড়া হেতু
অাসিবে না বৈশাখ।
মায়ের কোলে গল্প শুনে
কেটেছে শিশুকাল
মায়ের কোলে ঘুমাবো অামি
হয়ে যাবো মহাকাল।
©somewhere in net ltd.