![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
তুই অভ্যন্তরীণ পৃথিবী আমার,
একান্ত আমার নির্জলা সুখ,
তুই যে কতটা দামি? কেউ জানে না,
জানে আমার বুক।
তুই তো আমার গোপন সুনীল আকাশ -
তুই যে আমার একটি নারীমুখ,
তুই ছাড়া যে আমার মুখে কালি,চাঁদ হাসেনা ;
তুই হলে বিমুখ।
কেন এমন আমি তোকে ছাড়া-
মনে হয় দিকভ্রান্ত হাওয়া;
তুই যে আমার তৃষ্ণা গলায় কত টুকু চাওয়া?
কেউ জানে না কেবল তুই সর্বশ্রেষ্ঠ পাওয়া।
যেদিন আমি হারাবো সেই ধন,
হবে আমার বিপন্ন জীবন;
তুই যে আমার কতখানি মন
মিথ্যা কোন বাটখারাতে করিনি ওজন।
তুই যে আমার হৃদয় নিয়ে আলো,
কেউ বলেনি ভালবাসি তুই বেসেছিস ভালো।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩২
সনজিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভাশীষ রইলো। ভালোবাসা জানবেন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩২
সনজিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভাশীষ রইলো। ভালোবাসা জানবেন।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১০
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩
সনজিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভাশীষ রইলো। ভালোবাসা জানবেন।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩
সনজিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভাশীষ রইলো। ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৯
বিজন রয় বলেছেন: ভালবাসার আকুলি-বাকুলি কবিতা।
সুন্দর ও আবেগী।