![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
আমার এই দুঃখ বিলাসী মুখ,
দেখবে না বলেই চলে গেছে কেউ;
যেতে দিয়েছি জীবন ভর -
শুধু ফিরে আসে সেই সুখ-
যা দুঃখ নামে অতীতের ঢেউ।
আমার এই জীবন-
মাঝে মাঝে মনে হয় জ্বালিয়ে দেই;
মাঝে মাঝে মনে হয় অগ্নির মুখে বসে দেখি
ঘোর অন্ধকারে-
এই জন্মে আমার যত ভুল;
এই জন্মকে বার বার অস্বীকার করি আমি,
সুখ তুমি সুখে থেক, তুমি নির্ভুল।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩
সনজিত বলেছেন: বিজিন দা কবিতায় প্লাস দেবার জন্য অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। অনেক ভালো থাকবেন।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮
বিজন রয় বলেছেন: যে নির্ভুল সে সুখি হোক।
কবিতায় প্লাস।