নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ চিন্তা , জটিল সমীকরণ

ফরহাদ ৪৬

আমি মেজবাউল খাঁন ফরহাদ । পেশায় একজন চিকিৎসা বিজ্ঞানী । বিষয় সাইকিয়াট্রি ।ভাল লাগে ভাবতে আর বিশ্লেষণ করতে ।

ফরহাদ ৪৬ › বিস্তারিত পোস্টঃ

শেখসাব

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩


আমি বঙ্গবন্ধুকে ঠিক কবে থেকে জানতে শুরু করছি মনে নেই । তবে তার প্রতি আমার আগ্রহ খুব ছোটবেলা থেকেই শুরু হয়ছে এবং তার অন্যতম কারন আমার বাবা । বাবা মারা যান আমার যখন সাড়ে চার বছর বয়স । আমার বুদ্ধি হওয়ার পর বাবা শারীরিক ভাবে অনুপস্থিত থাকলেও , গ্রামের যেকোন মানুষের সাথে কথা বললে, বাবার প্রসঙ্গই বেশি থাকতো । আর বাবার সেই প্রসঙ্গে থাকতো রাজনীতি আর বঙ্গবন্ধু । আমার গ্রাম হাজী শরীয়তুল্লাহর বাড়ির পাশে, যারা পীর বংশ হিসেবে খ্যাত । সত্তরের নির্বাচনে আমাদের গ্রামের সবাই পীর বংশের সম্মান রক্ষার্থে এবং ধর্মীয় কারনে মুসলীম লীগে ভোট দেয় । ভোট গণনা শেষে দেখা যায় দুইটা ভোট নৌকায় পরছে । তার একটা নাজেম খাঁর(আমার বাবা) আর আরেকটা হাশেম ডাক্তারের(বাবার ঘনিষ্ঠ বন্ধু) । এর জন্য এই দুইজনকে হুজুরদের ভয়ে বাড়ি থেকে পালিয়েও থাকতে হইছে । পরবর্তীতে, মুক্তিযুদ্ধের সময় রাজাকারের হিট লিস্টে এদের নাম উপরের দিকেই ছিল এবং যুদ্ধের প্রায় পুরোটা সময় পালিয়ে ছিলেন আর গোপনে যুবকদের যুদ্ধে পাঠাতেন আর সাহায্য করতেন । আবার পঁচাত্তরের ১৫ আগস্টের পর যখন আওয়ামীলীগের নাম নেয়া অপরাধ , তখনো বাবা গোপনে আওয়ামীলীগ করতেন আর বঙ্গবন্ধুর কথা বলতেন ।
বাবা আর বঙ্গবন্ধু র এরকম গল্প শুনে শুনেই তার প্রতি এক গভীর শ্রদ্ধা আর ভালবাসা তৈরি হয় । বই পত্রে জানার পাশাপাশি যখনি গ্রামে যেতাম , তখনি বয়স্কদের থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাইতাম । দেখতাম বঙ্গবন্ধুর কথা বলার সময় কেউ শেখ মুজিবও বলছে না, বঙ্গবন্ধুও বলছে না । তারা বলছে "শেখসাব" আর শেখ হাসিনাকে বলছে "শেখের বেটি" । আমার পুরানা দাদাবাড়ি ছিল ছোট একটা নদীর ঠিক ওপাড়ে, আর নানাবাড়ি ছিল তার থেকে এক গ্রাম পরে । নদীর ওপাড়ে সব গৃহস্থবাড়ি । দাদাবাড়ি আর নানাবাড়ি বেড়াতে গেলে , মুরুব্বীদের থেকে শেখসাবের গল্প শোনার পাশাপাশি শেখসাবের জন্য যে দরদ দেখতাম, তা ছিল অকৃত্তিম । শেখসাবের জন্য হাহাকারের পাশাপাশ্‌ শেখের বেটির জন্য তাদের থাকতো শঙ্কা । কবে যেন, এদেরকেও মেরে ফেলে !
আওয়ামীলীগের কর্মকান্ডে তারা মাঝে মাঝে অসন্তুষ্ট থাকলেও শেখসাবের প্রতি ভালবাসার কোন কমতি ছিলোনা , এখনো নাই । তারা তখনো শেখসাবকে ভোট দিছে , এখনো শেখসাবকেই দেয়, শেখ হাসিনাকেও না , নৌকাতেও না ।

শেখসাবের ৪২তম শাহাদত বার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা আর ভালবাসা ।


-এম.কে ফরহাদ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.