নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পড়ে থাকা এক লোক এবং সামুর ব্লগারগণ!

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭


সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কলার ছিলকায় পা পিছলে পড়ে গেলাম। আমি তারস্বরে চিৎকার করছি, হঠাৎ দেখি হাসান কালবৈশাখী ভাই এসে উপস্থিত। তিনি বেশ উত্তেজিত। আমি আশার আলো দেখলাম। কিন্তু তিনি আমাকে ওঠার সুযোগ না দিয়ে বলতে থাকলেন, "হঠাৎ করে এই খটখটে রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে আপনি কী প্রমাণ করতে চাইছেন? এতে কিছুই প্রমাণ হয় না। দুই একটা সিসিটিভি ফুটেজ থাকতে পারে। তাতে মেলোড্রামাটিক মিউজিক দিয়ে অনেকেই হয়তো ঘটনায় রঙ চড়াতে পারে। কিন্তু এতে করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না।" আমি তখন কোমড় ব্যথায় কোঁকাচ্ছি। সেই সময় ট্রাক্টরে চড়ে এলেন চাঁদ্গাজী ভাই। আমি বললাম, "আমাকে একটু হাত ধরে উঠাবেন?"। চাঁদ্গাজী নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আমার দিকে। তারপর জিজ্ঞাসা বললেন, "ত্রিশ বছর বয়স হওয়ার পরেও যাহারা রাস্তায় ঠিকমত চলাফেরা করতে পারে না, উহাদের রাস্তায় গার্বেজের মত পড়ে থাকাই উচিত।" বলে তিনি ট্রাক্টর চালিয়ে চলে গেলেন। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত নূর মোহাম্মদ নূরু ভাই। তিনি আমাকে দেখে বেশ উৎসাহিত হলেন। "আরে, আপনি এখানে পড়ে আছেন? আজকের এই দিনে একশ বছর আগে মাদাগাস্কারের সম্রাট মিজটার নিম্ফো কলার ছিকলায় পা পিছলে পড়ে যাওয়া মানুষদের জন্যে বিশেষ ডাকটিকিটের ব্যবস্থা করেন। আপনাকে এই বিশেষ দিবস উপলক্ষ্যে জানাই ফুলেল শুভেচ্ছা"। এই বলে তিনি ফুল আনতে চলে গেলেন।

এর মাঝে কাজী ফাতেমা ছবি চলে এসেছেন। তিনি এসে আমার ছবি তুললেন। কলার ছিকলার ছবি তুললেন। ডাস্টবিনের ছবি তুললেন। ফুলের ছবি তুললেন। তারপর "ইনশাল্লাহ,আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য করে দেবে" বলে চলে গেলেন। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আরেক ফটোবিশারদ রাজীব নুর। তিনি বললেন "আপনি পড়ে গেছেন, উঠেও দাঁড়াবেন এতে চিন্তার কিছু নেই। তবে আপনাকে ওঠাতে পারছি না বলে দুঃখিত। আমি এখন ঢাকার প্রতিটি রাস্তায় যেতে হবে। গিয়ে দেখতে হবে কোন কোন জায়গায় কে কে পড়ে আছে। তাদের সবাইকে ভালোমন্দ দুই-একটানা অন্তত ৯২০০০টা কথা তো বলতেই হবে"।

তিনিও চলে গেলেন। ব্লগার অজ্ঞ বালক এসব দেখে বেশ বিমোহিত। তিনি উঁকিঝুঁকি মেরে দেখতে লাগলেন রক্ত লেগে আছে না কি। রক্ত নেই দেখে তিনি অত্যন্ত হতাশ হলেন। বললেন, "বললেন, আমি এইটা আগেই প্রেডিক্ট করছিলাম যে আপনের কোন রক্ত বাইর হইবো না। যাউজ্ঞা শুভকামনা আপনার লিগা"।
মনিরা সুলতানা এই অবস্থা দেখে বেশ আবেগাপ্লুত। তার অতীতের কথা মনে পড়ে গেলো। আবৃত্তি করতে লাগলেন, "এইসব পড়ন্ত উণমানুষ দেখতে গিয়ে মনে পড়ে যায় ছোটবেলার শিউলি কুড়োবার সেই বাউলা দিনগুলির কথা, যখন রঙধনুর মেহেদি লাগাতাম কমলার খোসায় করে"। আমার অবস্থা ততক্ষণে খুবই করুণ। ভাবছি এ কেমন জায়গা রে বাবা! আমাকে উদ্ধার করার কি কেউ নেই? সেই সময় নাচতে নাচতে চলে এলেন শায়মা! সে তো আমাকে দেখে খুবই উদ্বিগ্ন! "ভাইয়ামনি, তোমার কী হয়েছে! খেলতে খেলতে দুষ্টুমী করতে গিয়ে পড়ে গিয়েছো বুঝি!" বলে জিভ কাটলেন। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই বুড়ো বয়সে খেলতে খেলতে পড়ে যাওয়ার অবস্থা আমার নেই। আমার যা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা। কিন্তু ততক্ষণে তিনি স্কুলবাসে করে ক্লাস নিতে চলে গেছেন। কী আর করা আমি অবশেষে নিজের চেষ্টায় অনেক কষ্টে উঠে দাঁড়াতে সক্ষম হলাম। কিন্তু সেই মুহূর্তে এসে উপস্থিত কাল্পনিক ভালোবাসা। সে আমাকে নীতিমালার কীসব ভুজুং ভাজুং বুঝিয়ে গ্রেফতার করে নিয়ে গেলো।

আসি তবে ভাই ও বোনেরা! ছাড়া পেলে আবার দেখা হবে!

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



শুরুতে দেখলাম, "একজন লোক পড়ে গেছেন, আপনি তোলার চেষ্টার করছেন"; লেখার শেষে দেখি, আপনি উঠে চলে গেলেন; কি ব্যাপার?

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৬

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: লেখায় বেশ কয়েকবার বিরতি পড়ার কারণে এই দূরবস্থা। ঠিক করে নিয়েছি।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



আমার আগে ২১ জন পড়েছিলেন, তাঁরা কি পড়লেন? দেখছেন, ব্লগারেরা লেখা কিভাবে পড়েন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কী
তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই ফাঁকি!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২

শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!

কি করে পড়ে গিয়েছিলে???

কার সাথে দুষ্টুমী করে পড়লে!!!!!!!!!!


সেই পপাৎ ধরণীতল হতে কাভা ভাইয়ু তোমাকে গ্রেফতারও করলো!!!!

একেই বলে মরার উপর না না পড়ার উপর খাড়ার ঘা!! :) :) :)

তবে নামেই পরিচয় প্রবলেমো ভাইয়াজী..... প্রবলেম ছাড়া চলিবেক কেমনে!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: যত মুশকিল তত আসান! B-)

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫

ঢুকিচেপা বলেছেন: “ সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা লোক কলার ছিলকায় পা পিছলে পড়ে গেলো। আমি তাকে উঠাতে গেলাম,”

এখানে শুরু হলো একভাবে শেষে গিয়ে আপনিই সেই লোক হয়ে গেলেন ?

যাইহোক গল্প দারুণ হয়েছে।

“সে আমাকে নীতিমালার কীসব ভুজুং ভাজুং বুঝিয়ে গ্রেফতার করে নিয়ে গেলো।”
রিমান্ডে কেমন আপ্যায়ন হলো ফিরে এসে জানায়েন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ঠিক করে নিয়েছি।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



এইসব ব্লগারেরা বইয়ের পর বই রিভিউ করছেন, বই নিয়ে উহ: আহ: করছেন; আমি জানি না, ব্লগারেরা কি প্রশ্নফাঁসের নিয়ম অনুযায়ী বই পড়ছেন নাকি?

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: উহাদের নিয়া জ্বালাময়ী পুস্ট দেন। ব্লগ গরম হওয়া দরকার।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩০

সোনালি কাবিন বলেছেন: :) :D B-) ;) :P :#) 8-| B-)) :> :-B B:-/ :-0 !:#P =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: B:-) :-B B:-/

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

প্রামানিক বলেছেন: চমৎকার লাগল

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫০

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। ব্লগে নিয়মিত হন।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো !! মানেই সমস্যা !!
এত সমস্যা নিয়ে কেন যে রাস্তায় বের হতে
গেলেন বুঝিনা বাপু !! যা হোক আপনার
এহেন সমস্যাকে সেলিব্রেট করার জন্য
পুস্প অতীব জরুরী !! একটু সবুর করেন
আমি আইতাছি !!

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫০

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কই, আইলেন না তো আর?

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: আমি একজন মানবিক মানুষ।
কেউ পড়ে গেলে তাকে অবশ্যই তুলবো।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: অবশ্যই। এ ব্যাপারে সন্দেহ নেই। শুধু আপনি না। অন্য সবাই ও একই কাজ করবে।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৬

নেওয়াজ আলি বলেছেন: পড়ে থাকলেই ভালো হতো আরো বগ্লার আসতো উঠাতে

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনি পাষাণ! :(

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৮

অজ্ঞ বালক বলেছেন: ডায়লগ খারাপ লেহেন নাই। কমবেশী এইরকমই কইতাম মনে হয়। তবে তার আগে পেট চাইপ্পা যেই অট্টহাসিডা দিতাম সেইটা তো লিখলেন না। পুস্টে পিলাচ প্লাস আমার নাম এই পরথম কুনু বলোগারের বলোগে আইলো দেইখা প্রিয়তে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আমার পুস্ট এই পরথম কেউ পিওতে নিলো। আভেগে চৌখে জল। :((

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৮

সোহানী বলেছেন: আহারে এতোটা নির্দয় সামু ব্লগাররা :P :P :P :P .. সেটা হতেই পারে না। বিশেষ করে আপুনিরা আপনাকে না তুলে চলে গেছেন তা বিশ্বাস করি না। সেখানে মনিরা, ছবি, শায়মা আপুদের মতো দয়াবানরা ছিলেন!!! আর সেই কারনেই কাভা ভাই আপনারে গ্রেফতার করছে সামু ব্লগারদের মানহানির মামলায়!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এখন আপনি আমারে জামিনে উদ্ধার করেন!

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সম্ভবত আপনি "জুন" মাসে কলাবাগান বা তার আশেপাশের কোথাও গিয়েছিলেন এবং কলার ছিলকায় পা পিছলে পড়ে গিয়েছিলেন। বোকা মানুষ বলতে চেয়েছিলেন যে তিনি এই ঘটনাটি সচক্ষে দেখেছেন, কিন্তু তার আগেই আপনি নিজেই ফাঁস করে দিলেন। =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: মন্তব্যটি ভালো লাগলো। কমেন্টে পিলাচ।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: সুপ্রিয় পাঠকদের জ্ঞাতার্থে ..।

এল এর মানসিক বিপর্যস্ততায় আমি চেস্টা করিয়াছি উনাকে শৈশব স্মৃতির মত মহার্ঘ অনুভব ফিরিয়ে আনতে। যখন দেখলাম যে উনি নিজের রাস্তায় নিজেই চম্পা কলার ছিলকা ছিটাইয়া পপাত ধরনীতল হইয়াছেন! তখন বুঝলাম ইহা এক্কেবারে সিম্পল মডু কেস। বাঘে ছুঁলে ১৮
পুলিশে ৩২
আর মডু !!
মাই গড বলে নিজের পথ খুজিঁয়া নিয়েছি। চিল্লাইয়া বলেন ঠিক করিয়াছি কিনা :||

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: চিল্লাইয়া মার্কেট ফাওন যাইবো?

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৩

জুন বলেছেন: @স্বামী বিশুদ্ধানন্দ জুন মাসে কলাবাগানের আশেপাশেও যাওয়া ঠিক না =p~

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৪

শায়মা বলেছেন: ১২. ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৮০

সোহানী বলেছেন: আহারে এতোটা নির্দয় সামু ব্লগাররা :P :P :P :P .. সেটা হতেই পারে না। বিশেষ করে আপুনিরা আপনাকে না তুলে চলে গেছেন তা বিশ্বাস করি না। সেখানে মনিরা, ছবি, শায়মা আপুদের মতো দয়াবানরা ছিলেন!!! আর সেই কারনেই কাভা ভাই আপনারে গ্রেফতার করছে সামু ব্লগারদের মানহানির মামলায়!!!


সোহানীআপু আসল কথা আমরা মহা দয়াবান ছিলাম বটে ........
তবে এই গ্যাসটিক প্রবলেমো ভাইয়াজান ছিলেন মহা মহা মটুবান...... তাই তাকে মডুভাইয়া ওরফে মটুভাইয়া ছাড়া কেউ আর তোলার সাহস করেক লাই ......... :P

তাও কি আর পেরেছে??? ক্রেইন দিয়ে টেনে তুলেছে জীপে......

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিচ্ছন্ন শহরে আপনি কলার ছিলকা পাইলেন কই?
সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনি এসব রটাচ্ছেন!
আসলে গ্যাস্টিকের প্রবলেমে আপনি মাথা ঘুরে পড়ে গেছিলেন

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: গেশটিকের বড়ি আছে আপনার কাছে?

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬

ভুয়া মফিজ বলেছেন: সামু'র কতিপয় ব্লগারের হৃদয়হীনতায় আমি দুঃখিত, ব্যথিত, ভারাক্রান্ত! তবে সবাই এমন না। আমার মতো হৃদয়বান ব্লগারও এই ব্লগে আছে। :P

তবে, রাস্তাঘাটে দেখেশুনে পথ চলা ভালো। চোখের সমস্যা কিন্তু গেসটিকের সমস্যা থেকে ভয়াবহ। চোখের চিকিৎসার জন্য আপনার নিউইয়র্কে যাওয়ার দরকার নাই। দেশেই ভালো ডাক্তার আছে। ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: গেশটিকের সমস্যাই সব সমস্যার উৎস।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২২

কবিতা ক্থ্য বলেছেন: পুরা টাই বিরোধী দলের ষড়যন্ত্র।
আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাথে, ডিগিটাল আইনে আপনার গ্রেফতারের দাবী সরকারের কাছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আমি বিএনপি থেকে আইজকাই ওলামা লীগে যোগ দিমু।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগারদের হৃদয়হীনতার পরিচয় পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। আহারে! ভয়ংকরভাবে পড়ে গেছেন কিন্তু রক্ষে যে আপনার কোথাও কেটে কুটে যায়নি বা শরীরের কোনো অংশে চিড় ধরেনি। আপনার এমন পদস্খলন যদিও ভালো লেগেছে। আগামীতেও এমন আরো মোহনীয় পদস্খলন ঘটে সেই আশারাখি। তবে আগামীতে যদি পদস্খলন না চান তাহলে চলুন আপনাকে বরং ভ্যাকসিন দিয়ে নিয়ে আসি‌।
শুভেচ্ছা জানবেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৯

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভ্রাতা!

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১

স্থিতধী বলেছেন: হাসান কালবৈশাখী, নূর সাহেব আর মনিরা সুলতানা আপারটা বেস্ট । তবে চাঁদগাজী সাহেব শুকনো খটখটা রাস্তায় ট্রাক্টর চালিয়ে কেন এলেন সে তো আরেক রহস্য মনে হচ্ছে। এর সমাধানে ব্লগে রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প লেখা ব্লগারেরা থাকলে ওনাদের নিয়োগ দেয়া যেতে পারে। আমার ধারণা তিনি আপনাকে বলতে চেয়েছিলেন যে পিগমি, ডোডো পাখিদের এসব ম্যাওপাও কান্ডকারখানাতে তিনি কখনো সাহায্যের হাত বাড়ান না। কিন্তু যেহেতু তিনি আগেই জানতেন আশপাশে কাভা ভাই ওঁত পেতে আছে তাই আর সেসব শব্দ না বলে আপাতত কেবল গারবেজ বলেই চলে যান। আর সেদিন রাজীব নূর ভাই হয়তো সত্যিই খুব অন্য মুডে ছিলেন। নয়তো সচরাচর ওনার বলার কথা এজাতীয় কিছু একটা; “ আপনি রাস্তায় পরে গেছেন সেটা আগেই দেখেছি , এখন আবার আপনার রাস্তায় বসে থাকাটা দেখতে এলাম । সেই সাথে জানতে এলাম অন্যান্য ব্লগারেরা আপনার পিছলা খাওয়া নিয়ে কি কি বলে গেলো” ।

ব্লগে রম্য জাতীয় লেখা বাড়ছে দেখে ভালো লাগতেছে। চালায়ে যান। হাসলে আর হাসাতে পারলে নাকি আল গ্যাস্ট্রিকর যাবতীয় প্রব্লেমো দূর হয়ে যায় ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনি তো সব সিরিয়াস টাইপ পোস্ট দেন। আপনারও রম্য লেখা উচিত। কমেন্টে রস আছে।

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: লিকা সেইরকম অইছে+++.৷৷ তয় লাগতাছে এ দেশদ্রোহী (ব্লগ বিরোধী) বিশ্বাসঘাতক দের ষড়যন্ত্রের অংশ বা ছরকারের (ব্লগের মডারেটর) বদনাম করার জন্য আঈছিউ দলের পয়সা দিয়ে তৈরী করা নাটকের অংশ। আফনেরা বলেন ইরকম ফরিস্কার রাস্তায়, ফকফকা দিনের আন্ধারে কলার কোয়া কইত্তুন আইব, আর যদি কলার কোয়া আইয়াও থাহে তাইলেই এইরহম দিনের আন্ধারে কোন মানুষ ফইড়া যাইতে পারেনা। ই সবই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ছড়যন্ত্র।৷ সকল চেতনার (ব্লগের) প্রেমিকগন কে এর তীব্র প্রতিবাদ জানানোর মাধ্যমে নিজের আখের গুছানোর ( অবস্থান শক্ত করার) আহব্বান জানানো যাচ্ছে।৷ আর যে হড়ি গেছে তারে ৪৫ দিনের রিমান্ডের সাথে সাথে তার সক্কল কিছু রাস্টের অনুকূলে বাজেয়াপ্ত (জেনারেল) করার আহব্বান জানাচ্ছি এ ঘৃন্য কাজের জন্য।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: অয় অয়। তবে চেতনা নিয়ে আপনার ক্ষোভ আছে মনে লয়। চেতনা না থাকলে কেম্নে কী?

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগের প্রেমে পড়েছেন বুঝাই যাচ্ছে।

ছাড়া পেলে নতুন কি অভিজ্ঞতা হলো জানাবেন। ++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: জ্বী। ব্লগের মজা জানলে আরো আগেই আসতাম ধন্যবাদ।

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০২

মিরোরডডল বলেছেন:




এরকম পোষ্ট করলে যে সাথে পেইন কিলার দিতে হয় !
হাসতে হাসতে গালদুটো ব্যাথা করছে :)

প্রশ্ন : শায়মাপু কি করে জানলো যে প্রবলেমো ভাইয়াজান ??? :P #:-S
আমিতো বলবো এই ট্রাবল মেকার এক আপু :)

মাদমোয়াজেল প্রবলেমো, কবিতা হয়েছে, রম্য হয়েছে এবার যে গল্প চাই ।
রোম্যান্টিক কমেডি সিরিজ হলে মন্দ হয়না । এটা হতে পারে আমাদের নতুন আড্ডাস্থল :)





১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৬

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনি যা ভাববেন, আমি তাই!
আড্ডা দিতে খুব ভালো লাগে? হ্যাঁ, সবই কালক্রমে দেয়ার ইচ্ছা আছে। তবে গল্প লিখতে যে ধৈর্য্য দরকার সেটা আমার খুব কম। তারপরেও চেষ্টা করে দেখাই যেতে পারে! :)

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২২

মিরোরডডল বলেছেন:

ছবির বানরটা কিন্তু অনেক কিউট :)

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বানর মাত্রই কিউট!

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৩

ঢাবিয়ান বলেছেন: সব জামাত শিবিড়ের ষঢ়যন্ত্র। আপনার যাতে পিছলায়ে পড়েন তাই রাস্তায় ফেলে রাখসে =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৬

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কন কী! জামাত দেখলেই গদাম দিমু। :-B

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৫

করুণাধারা বলেছেন: গেসটিক সাহেব... (চোখ বুঁজে গভীর ভাবে কিছু মনে করার ইমো হবে)!
আশাকরি একদিন মনে করতে পারব।

চমৎকার রম্য। লিখতে থাকুন নিয়মিত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ধন্যবাদ করুণাধারা। শুভকামনা রইলো।

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই। এ ব্যাপারে সন্দেহ নেই। শুধু আপনি না। অন্য সবাই ও একই কাজ করবে।

না সবাই একাজ করবে না। অনেকেই পাশ কাটিয়ে চলে যাবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: তাদের গেশটিক হউক।

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪

মপোতোস বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা .........
আচ্ছা, চাঁদগাজী ভাইকে একটা প্রাইভেট কার কিনে দেয়া যায় না? বেচারা সেই কোন যুগ থেকে ট্রাক্টরই চালাচ্ছে, তাও যেখানে সেখানে ট্রাক্টর নিয়েই চলে যাইতেছে, বিষয়টা কেমন যেন!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনি দেন কিনে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে গিফট করেন।

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৬

আখেনাটেন বলেছেন: শেষে কা_ভা ভাই নীতিমালার ভুজুং ভাজুং দেখিয়ে গ্রেফতার করে কই নিয়ে গেল......। :P

ব্লগার শায়মা সত্যিই নাচতে নাচতে এসেছিল......এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? :P

মজা পেলুম পড়ে...........এগিয়ে যান প্রবলেমো ব্রো.....আমরা আচি আফনার সাথে......। :D

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ধন্যবাদ আখেনোটেন ভাই, সাথে থাকার জন্যে।

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: গ্যাস্ট্রিকভাইয়া জেইল থেকে কি ছাড়া পেয়েছো???

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: জ্বী, জামিনে ছাড়া পেলাম :#)

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

রানার ব্লগ বলেছেন: এর পর চোখ খুলে হাটবেন, কলার ছোলায় পিছলে পরা টা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তারপরেও যদি পরে যান নিজ দায়িত্বে উঠে দাঁড়াবেন তারপর পাছা ঝাড়বেন, আসে পাসে ভালো করে দেখবেন কোন যুবতি দেখে ফেললো কি না, না দেখলে অপেক্ষা করবেন আবার পরে যাওয়ার ভান করবেন তারপরেও দৃষ্টি আকর্শিত না হলে কপালের দোষ দিতে দিতে খুশি মনে প্রস্থান করবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: চোখ খুলে ফেললে হাঁটবো কেবা কইরে? B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.