নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো › বিস্তারিত পোস্টঃ

অত্যন্ত দুঃখজনক ঘটনা- আমেরিকায় ছাগল চুরি করে নীল রং করে দেয়া হয়েছে

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৮



ছাগল একটি উপকারী প্রাণী। ছাগল একটি ডোমেস্টিক এনিমেল। ছাগলের মাংস সুস্বাদু। তবে ছাগলের একটা বাজে স্বভাব আছে। সেটা হলে সে স্থান-কাল-পাত্র বুঝে না। সে হাটে-মাঠে-ঘাটে চড়ে বেড়ায়। আরে ব্যাটা ছাগল, তোর কাজ ঘাস খাওয়া। তুই কেন নীল আকাশে সাদা মেঘ দেখে ব্যা ব্যা করতে যাবি?

যাই হোক, ছাগল নিয়ে আমাদের প্রায়ই সমিস্যায় পড়তে হয়। এরকম এক ঘটনা ঘটেছে আমেরিকায়। আমেরিকার আলাবামায় এক ব্যক্তি অভিযোগ তুলেছেন তার ছাগলকে প্রতিবেশী চুরি করে নীল রং করে দিয়েছে। শুধু তা না নীল রঙের ছাগলের ছবি সোশাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। ছাগলের মালিক সোশাল মিডিয়ায় ছবিগুলি দেখে অত্যন্ত ক্ষিপ্ত হন, এবং এ্যানিমেল ক্রুয়েলটির দায়ে মামলা করেন।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। লিংক- US goat owner files charges against neighbour for stealing and painting goat blue

ছাগলকে নীল রং করা দণ্ডনীয় অপরাধ। তাই আপনারা সাবধানে থাকুন। ছাগল সে নীল হোক বা লাল, তাকে তার মত চড়ে বেড়াতে দিন। পৃথিবীতে ছাগাধিকার প্রতিষ্ঠা হোক।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অত্যন্ত সুঃখজনক ঘটনা।

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ছাগল কেন নীল?

২| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: রং উঠে যায় না?

১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: রং উঠে যায়। তবে নীল রঙের স্মৃতি থেকে যায়। ছাগল হতে চায় নীল।

৩| ১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

সভ্য বলেছেন: মজার খবর পেলাম।

১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: যে ছাগল নীল।

৪| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে ছাগলের গায়ে রঙ দেওয়া হয় না। বরং ভেড়ার মাংস কে ছাগলের মাংস বলে বিক্রি করা হয়।

১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে।

৫| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৬

ছদকার ছাগল বলেছেন: হুম, ঘটনা গুরুতর, ছাগলের গায়ে নীল রং দেওয়া ঠিক না।

১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ধন্যবাদ। আপনি বুঝবেন কষ্টটা।

৬| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: লাল ছাগল, কালো ছাগল দেখি হরদম । দেখিছি কিছু ডোরাকাটা (বাঘ নয় ) বা মিশ্র রংয়ের ছাগল । তবে নীল রংয়ের ছাগল এই প্রথম দেখলাম।

তার জন্য আপনাকে একটা নীল রংয়ের গোলাপের শুভেচছা রইলো ভাইজান।

১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৮

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ধন্যবাদ। নীল ছাগলের বিচরণ নির্বিঘ্ন হোক।

৭| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৩

শায়মা বলেছেন: ৫. ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৬০

ছদকার ছাগল বলেছেন: হুম, ঘটনা গুরুতর, ছাগলের গায়ে নীল রং দেওয়া ঠিক না।
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৪০

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি বুঝবেন কষ্টটা।



হা হা মরে গেলাম হাসতে হাসতে :)

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনি মরে গেলে আপনার কেক আর কোকগুলিকে কে দেখে রাখবে?

৮| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০১

মনিরা সুলতানা বলেছেন: কি এগুলি !
হাহাহা
ছছা এর মন্তব্যে অন্তঃ বেদনা অসীম।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ছাগলের দুঃখে হাসা আপনার এ কেমুন বিচার?

৯| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৫

জ্যাকেল বলেছেন: এই ধরণের ব্লগিং সামুর কোয়ালিটি নষ্ট করতেছে।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: স্যরি।

১০| ২৯ শে মার্চ, ২০২২ ভোর ৪:১৭

অধীতি বলেছেন: ছাগাধিকার বাংলাদেশে পুর্নাঙ্গরুপে প্রতিষ্ঠিত আছে। এখানে আবার রং করলেও সমস্যা হয় না। যাক আমেরিকায় ছাগল নিয়ে মাতামাতি হয় এটাও একটা সংবাদ।

১১| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা ছাগাধিকার সচেতন জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.