![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই ভালো পাই না
তুমিও কিছুই ভালো পাও না
তাতে কার কী!
আমি মারি রাজা উজির
তুমি খাও দধি আর ক্ষীর
লোকে কয় কী!
আমার মনে বেজায় ব্যথা
তোমার শুধুই নীরবতা
মাসে চারদিন
সন্ধ্যাবেলায় গেলাসে তরল
বুকের ভেতর ঢালি গরল
যাক এভাবেই দিন!
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এত আলো দিয়া কী হবে!
২| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ ।
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: মোয়ে মোয়ে।
৩| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: না না এমনে কেরে দিন যাইতো। বিষ খায়েন না। দুইনাইত মানুষের অভাব পড়ছে নি
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আ হয় প্রিয় কবি এবং আলোকচিত্রশিল্পী।
৪| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: সিরিয়াসলি!
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৫
ইসিয়াক বলেছেন: এমনি করে যায় যদি দিন যাক না!
তবু তো বেঁচে থাকা, এই বা কম কি!
আলো আসবেই।