নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো › বিস্তারিত পোস্টঃ

এ কেমন নিহিলিস্ট?

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬

ব্লগে দেখলাম একজন নিজেকে নিহিলিস্ট দাবী করে ফাঁপড় নিতেছে। ওরে আমার নিহিলিস্ট! সারাদিন ব্লগে হাহাহিহি করার সময় নিহিলজম কই থাকে? পেট ভর্তি নিহিলিজম থাকলে এরকম মান-অভিমানের চুঁয়া ঢেকুর কেউ তোলে? কেন তারে বেশি কেয়ার করে না, কেন তারে কোলে লইয়া আদর করে না এই নিয়া কথা কহে? নিহিলিস্ট শব্দটা মনে লয় নতুন শিখছে। ভালো লাগছে, তাই ইউজ করতেছে। যেমন বাচ্চা পোলাপান নতুন কিছু পাইলে করে অথবা যেমনে মুরগী ডিম পাড়ার পর কক কক কইরা সবতেরে জানায়, তেমনে সে সবাইরে জানাইতাছে সে কত্ত বড় নিহিলিস্ট!

তুমি যদি বাছা আসলেই নিহিলিস্ট হয়ে থাকো, Just go and never come back here in any form.

কিন্তু তুমি সেইডা করবা না। তুমি আলাদা বা বিশেষ কিছুই না। অফলাইনে বইসা বইসা এখন ক্যাচাল দেখতেছো। ভবিষ্যতে আবার অন্য নিকে ফিরে অন্যভাবে কাইজ্জা করবা। তাই না বাজান?

কাঁচা হাতে কবিতা লেখার চেয়ে পাকা পাছা দিয়ে টিকটক করো, কামে লাগবো।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

বাকপ্রবাস বলেছেন: ব ল গে এমনিতে মন মরা, কেচাল লাগাইলে দেখি চাঙ্গা হইয়া আসে, আর পে রে ম মহব্বত দেখি ভিতরে ভিতরে ভালই চলতাছে, বিনুদুন, মহা বিনুদুন

২| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১

দি এমপেরর বলেছেন: আচ্ছা আপনার নিকনেমটা এমন কেন? আপনার কি খুব গ্যাস্ট্রিকের প্রবলেম?

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: গেশটিকের পোবলেম ছাড়া বাঙ্গাল আছে নাকি?

৩| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১০

অধীতি বলেছেন: আপনার স্প্যানিশ নামটার ধারণা কইত্থেকে পাইলেন?

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: স্পেনে যাওয়ার পর।

৪| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৬

অধীতি বলেছেন: স্প্যানিশ শিখতে নিয়েছিলাম পরে আর হয়নি। স্প্যানিশ সাহিত্যের উপর ঝোঁক আছে প্রচুর।

৫| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গেশটিকের পোবলেম ছাড়া বাঙ্গাল আছে নাকি?
...........................................................................
গেশটিকের ভাষায় একটুসখানি কবিতা লিখুন দেকি ???

৭| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: :D :) B-) :P :-P =p~

৯| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪

করুণাধারা বলেছেন: এ কেমন পোস্ট!!!!

এতদিন পর যখন পোস্ট দিলেন এমন "ফেই বুক" মার্কা পোস্ট দিলেন কেন!!!

২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১০

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: সিচুয়েশন ডিমান্ডস ম্যাম।

১০| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬

করুণাধারা বলেছেন: পোষ্টের প্রতিটা বাক্যের সাথে সহমত জানাচ্ছি। যদি একটা নিহীলিস্ট ধরে জালি বেত দিয়ে পিটাতে পারতাম!!

২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনি কি ব্লগের বর্তমান ক্যাচাল সম্পর্কে ওয়াকিবহাল?

১১| ২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

করুণাধারা বলেছেন: ক্যাচাল শুরু হয় দুজনের মধ্যে, তারপর সেই দুজনের পিছনে কিছু উৎসাহ দাতা মদদ দিতে থাকেন। এখন ব্লগে একজন ব্লগার আরেকজন ব্লগারের উদ্দেশ্যে কুৎসিত ভাষায় ঘৃণা ছড়ালেন। প্রথম ব্লগার তার কোন উত্তর না দিয়ে চুপচাপ চলে গেলেন‌। একে ক্যাচাল বলা যায়?

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনার সাথে আমার অবস্থানগত কোনো পার্থক্য নেই এক্ষেত্রে। শব্দপ্রয়োগ যেটাই হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.