![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। হেফাজতের সশস্ত্র বিতাড়ণের সমালোচনা ঘুরিয়ে দিতে মঞ্চস্থ করা হয়েছিল রানা প্লাজায় রেশমা নাটক,
২. মন্ত্রী আর সংসদ সদস্যদের দূর্ণীতি আড়াল করতে ব্যস্ত রাখা হয়েছিল খালেদার বন্দীত্বের উত্তেজক প্রতিক্রিয়ার আলোচনায়,
৩. নির্বাচনী জালিয়াতির প্রতিক্রিয়া সামলাতে বলির পাঠা বানানো হয়েছে হিন্দু ভাই বোনদের।
আমরা পশু নই, আমরা মানুষ। এটা আমরা জেনো না ভুলি। আমাদের আছে বুদ্ধিমত্তা, বিবেক আর ধর্ম।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
হরিসূধন বলেছেন: আম্বালীগ প্রয়োজনে নিজের পাছায় বাশ ডুকিয়ে দিয়ে দিল্লিতে যেয়ে কান্না কাটি করবে মোরে রক্ষা করো। বাশটা জামাত শিবির মৌলবাদী।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১
হাসিব০৭ বলেছেন: খালেদারে বাড়ি থেকে তাড়ানো হয়েছিল ঈদের আগের দিন যাতে তারা আন্দোলন করতে না পারেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
রাজীব বলেছেন: যদি নির্বাচনে বিএনপি জয় লাভ করত ও তার পর সংখ্যালঘুদের উপর নির্যতন হতো তাহলে কাকে দায়ী করা হতো??
নিশ্চয়ই বিএনপিকে!
এখন মহাজোট জিতেছে ও সংখ্যালঘুদের উপর নির্যতন হচ্ছে, তাহলে কাকে দায়ী করা হচ্ছে??
নিশ্চয়ই বিএনপিকে!
কারন যত দোষ নন্দ ঘোষ!