নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম , এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।

অসমাপ্ত কবিতা

আমি এক সাধারন মানুষ , যদিও পড়ি ব্যাবসা প্রশাসন , ভালবাসি কম্পিউটার আর বাদ্যযন্ত্র। পড়াশোনা, ইন্টারনেট, আড্ডাবাজী করে দিনগুল খারাপ কাটে না!

অসমাপ্ত কবিতা › বিস্তারিত পোস্টঃ

UK, Great Britain , England এর পার্থক্য কোথায়?

১৭ ই জুন, ২০১১ ভোর ৬:৪৩

অনেকেই হয়ত জানেন না যে .UK, Great Britain , England এর পার্থক্য কোথায়। অনেকে এগুলুকে একি দেশের বিভিন্ন নামও মনে করেন। কিন্ত আসলে তা নয়। চলুন জেনে নেই এদের পার্থক্য।



England



একটা সার্বভৌম দেশ । এটি গ্রেট ব্রিটেনের দুই তৃতীয়াংশ জুড়ে অবস্থিত। এই দেশের পতাকা সাদা জমিনে লাল ক্রস সাইন।



Great Britain



তিন দেশ নিয়ে গঠিত। এই দেশ গুল হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস।



United Kingdom



উপরের তিন দেশ এবং আয়ারল্যান্ড এর কিছু অংশ নিয়ে গঠিত। তার মানে UK হল ইংল্যান্ড, স্কটল্যান্ড , ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ড। সমনে রাখতে হবে আয়ারল্যান্ড এর সাউদার্ন অংশ একটি স্বাধীন দেশ (যার সাথে বাংলাদেশ ক্রিকেটে হাড্ডাহাড্ডী লড়াই করে:D)। এর পতাকা হল বিখ্যাত ইউনিয়ন জ্যাক।



আর ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস , আয়ারল্যান্ড এবং আশে পাশের কিছু ছোট দ্বীপ কে একত্রে বলে British Isles.





দেখুন ওদের পতাকা বিভিন্ন হওয়ার কারনঃ



ধন্যবাদ:)

মন্তব্য ১৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১১ ভোর ৬:৫৫

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১৭ ই জুন, ২০১১ সকাল ৭:২২

একলা চাঁদ বলেছেন: ভাবতাম গ্রেট ব্রিটেন আর ইউকে একই কথা । তবে ইংল্যান্ড আর ইউকের পার্থিক্য জানতাম । কনফিউশন দূর হল :D

৩| ১৭ ই জুন, ২০১১ সকাল ৭:২৭

আশীষ কুমার বলেছেন: তথ্য, শিক্ষা এবং গবেষণামূলক পোস্ট

৪| ১৭ ই জুন, ২০১১ সকাল ৭:৪১

শাহাদাত রুয়েট বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:০৯

ডাইনোসর বলেছেন:
আগেও এটা নিয়ে পোষ্ট হয়েছে।

৬| ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:২৫

নুরুল আলম৯ বলেছেন: ধন্যবাদ, অনেক কিছু পরিষ্কার হলো। এই ধরনের পোষ্টই আশা করি ব্লগে।

৭| ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:৩১

স্বাধীন ভাবুক বলেছেন: ভাল লাগল। লেখার জন্য ধন্যবাদ।

৮| ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:৫৩

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:৫৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: ইউকে ফ্ল্যাগ যে এভাবে এসেছে জানতাম না , দারুণ লাগল।

ইউকে এবং ব্রিটেনকে এক ভাবতাম

১০| ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:৫৮

এরিস আফ্রোদিতি বলেছেন: বিয়াপক পোস্ট

১১| ১৭ ই জুন, ২০১১ সকাল ১০:০৯

তর্কেবহুদূর বলেছেন: ৫ তারকা!

১২| ১৭ ই জুন, ২০১১ সকাল ১০:৫১

আর.হক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৩| ১৭ ই জুন, ২০১১ সকাল ১০:৫৭

অবয়ব বলেছেন: ব্যাপক কনফিউশন ছিল। আপনারে ধন্যবাদ। :)

১৪| ১৭ ই জুন, ২০১১ সকাল ১১:০৪

মেঘলা মানুষ বলেছেন: বাহ!
এতকিছু জানতাম না

১৫| ১৭ ই জুন, ২০১১ সকাল ১১:২৩

উপদেশ গুরু বলেছেন: জানা ছিল নাহ..। জানার জন্য ধন্যবাদ আপনাকে।

১৬| ১৭ ই জুন, ২০১১ দুপুর ১:৫৯

উণ্মাদ তন্ময় বলেছেন: হায়রে..............এত্ত দিন ধইরা কী ভুলই না জানতাম.............আফনেরে অনেক ধইন্যা ফাতা.........লগে কাচামরিচ ফিরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.