![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর এবং আমি
খুব ভোরে যখন নামাজ পড়ে
বাসায় ফিরছি আবার ঘুমাবো বলে
হঠাৎ 'ভোর' বলে 'তুমি আবার ঘুমাতে যাচ্ছো?
আমার এই সৌন্দর্য ছেড়ে তুমি ঘুমাবে?
এসো না, আমার যত সুন্দর সব তোমাকে দেখাবো!
ভোরের এই আহব্বানে আমি ভোরের সাথে চললাম
তার সৌন্দর্য দেখাবো বলে
আমি আর ভোর হাটছি, আপছা কুয়াশা ভরা ভােরে
হঠাৎ ভোর বলে আমার সৌন্দর্য দিয়ে একটা গান বানাও না
আমি বললাম: না ভোর গান গাইতে ইচ্ছে করছে না
ভোর বলে: ও বুঝেছি বৃষ্টি লাগবে?
নাও তোমাকে বৃষ্টি উপহার দিলাম
আর তখনি ঝম ঝম করে এক পশলা
বৃষ্টি আমার মনকে ভিজিয়ে দিলো
আমার অনুভতি গুলো গানে পরিনত হল
আমি গাইলাম ভোর এর জন্য
ভোরকে জিজ্ঞেস করলাম
আচ্ছা ভোর
তোমার জগতে থাকে কি তারা?
ভোর বললো 'না রে ভাই.. তারা সেতো রাতের'
'আমার কাছ থেকে বিদায় নেই শুধু'
আমি বললাম:
আচ্ছা ভোর
তোমার জগতে বহে কি ঝরনা ধারা
ভাের বলে ' হ্যা সে ঝরনা ধারায় তোমার
মন ভিজালাম
আবার জিজ্ঞেস করলাম
আচ্ছা ভোর
তোমার জগতে কেউ কি স্বপ্ন হারা!
হঠাৎ দেখি ভোর নাই, সে চলে গেছে
পুবে- সূর্য উদয় হল
হয়তো এই প্রশ্নের উত্তর ভোর এর জানা ছিল না!
আবার একটি নতুন দিনের শুরু
আবার মিথ্যে স্বপ্নের জালবোনা
আবার উদ্দেশ্যহীন পথ চলা!!
২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: ভোরের কথা ভালো লাগা ।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভোরের কথা পড়লাম।
ছবিটিও সুন্দর
৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২
প্রবাসী একজন বলেছেন: ধন্যবাদ সবাইকে
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
সুলতানা রহমান বলেছেন: উদ্দেশ্যেহীন পথ চলা ……না, বোধ হয়।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭
প্রবাসী একজন বলেছেন: সুলতানা আপু- এ কবিতা যখন লিখেছিলাম- তখন উদ্দেশ্যহীন পথ চলায় ছিল। এখন অবশ্য- উদ্দেশ্য স্পষ্ট।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ- ওহে ভোর