নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন আমার বাউলা

আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

আদিম রাজা

পোড়ামন

আদিম রাজা › বিস্তারিত পোস্টঃ

শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশে করনীয়

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯



১. গর্ভকালীন সময়ে মাকে পুষ্টিকর খাবার ও বিশ্রাম প্রদান, নিরাপদ ও আনন্দময় পরিবেশের যোগান দেয়া।
২. আপনি যে শিশুকে ভালবাসেন তা তাকে আদর ও প্রকাশ্যে বার বার বলার মাধ্যমে বুঝাতে হবে, তার বিপরিতটি হলে শিশুর মস্তিস্কে তা বিরূপ হয়ে জমা হবে।
৩. শিশুটিকে নিয়ে আপনাদের গর্ব এবং সে পরিবারের একজন গুরুত্বপূর্ন সদস্য এ কথা তাকে সুযোগ এলেই বলতে হবে।
৪. শিশু কোন কিছুতে উৎসাহিত হলে তাকে সেই সুযোগ করে দিতে হবে, তার প্রসংসা করতে হবে।
৫. শিশুর কথা মনযোগ দিয়ে শুনতে হবে, যত বেশী সম্ভব তার সাথে কথা বলুন। যত বেশী এবং যত বারে বারে তা করা যাবে ততই ভাল।
৬. আপনার দৈনন্দিন কাজ গুলি করার সময়ও শিশুর সংগে কথা বলুন, পারলে খেলুন।
৭. দেখা, শোনা, ছোঁয়া,গন্ধ,স্বাদ ইত্যাদীর জন্য শিশুকে বিভিন্ন জিনিষ দিন, অর্থাৎ শিশুর পন্চ ইন্দ্রিয়ের মতা বারাবার ব্যাবস্থা করুন।
৮. অন্য শিশুদের সংগে মিশতে দিন, নিরাপদে একক ও দলীয় ভাবে খেলার ব্যাবস্থা করুন।
৯. দৈনন্দিন বিভিন কাজে শিশুকে অংশ গ্রহনের সুযোগ দিন ও তাকে উৎসাহিত করুন।
১০. প্রকৃতির বিভিন্ন জিনিষ ও মানুষের সাথে শিশুর পরিচয় করিয়ে দিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.