![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে জি এস পি কি?
GSP: Generalized System of Preferences,
জি এস পি এমন এক সুবিধা যার মাধ্যমে আমাদের মত উন্নয়নশীল দেশের পণ্য উন্নত দেশে বিনা শুল্কে প্রবেশাধিকার পায়। আর আমাদের জি ডি পি র
প্রধান খাত হচছে গার্মেন্টস শীল্প । জি এস পি সুবিধার কারনে যুক্তরাজ্যের তৈরি পোশাকের বাজারে আমরা যত সহজে রাজত্ব করতে পারতাম তা এখন ভারত দখল করে নিবে। আর সরকারতো ভারতের চামচামি করতেছে ক্ষমতায় আসার পর থেকেই। এ দেশ আমার আমি এর প্রতিবাদ জানচ্ছি। এদেশ আপনার আপনিও প্রতিবাদী হউন।
জি এস পি বাতিল হল কেন? এসব প্রশ্ন এখন সবার মনে,
ব্যক্তিগত ভাবে এটা আমার কাছে খুব ই খারাপ লাগটাছে যখন শুনেছি তখন থেকেই। এর অনেক গুলো কারণ আছে তার মধ্যে যে কারণ টা আমার কাছে বেশী মনে হচছে সেটা হল সরকারের অমনযোগিতা। কারন আমাদের দেশের সরকার কখনও দেশ নিয়েই ভাবেনা । আমরা যদি কিছুদিন পুর্বে যাই তাহলে দেখতে পারবো সাভার ট্রাজেডি কথা, সেই সময় থেকে অ্যামিরিকা আমাদের সরকার কে বেশ কিছু পরামর্শ দিতাছে আর আমাদের সরকারের কিছু গন্ড মূর্খ মন্ত্রী বলে কিনা অ্যামিরিকার কথা কেন শুনবে তারা। আসলে ঐ সব মন্ত্রীর কথা বলাটা তখন ঠিক হত যদি সত্যিকার অর্থে তারা দেশকে ভালবাসতো, অ্যামিরিকা যুদ্ধ করুক আর কি করে করুক তবুতো তারা অর্ধেক পৃথিবীকে বিভিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছে। আর আমাদের দেশ যেহেতু এখন ও সয়ং সম্পুর্ন না তাই আমাদের কে তো তাদের কথা শুনতে হবে। এখনে আমরা যদি লক্ষ করি তাহলে দেখব যে সরকার দেশের কথা দেশের মানুষের কথা না ভেবে ব্যক্তি ইমেজ বা দলের ইমেজ রক্ষায় ব্যস্ত। তাই আমরা সাধারণ মানুষ আমাদের কেওতো আমাদের টা চিন্তা করতে হবে। আমাদের প্রতিবাদী হতে হবে চোখের সামনে যা অনিয়ম হবে তার ই প্রতিবাদ করতে হবে।আমি জানি প্রতিবাদ করা কত কঠিন কিন্ত এ ও বিশ্বাস করি এটা অসম্ভব না যে ,এক দিন আসবে দেশে প্রতিবাদী জনতার অভাব থাকবেনা।
আমি শুধু সরকারের দোষ দেবনা দোষতো আমাদের জন গনের।কারণ সরকারের কোন কাজের হিসাব আমরা চাই না। আজ আমরা সচেতন হলে আমাদের জন্য কাজ করতে বাধ্য হবে সরকার। তাই সবার প্রতি আমার আকুল আবেদন আর ঘুমায় থাকিয়েন না, এটা ঘুমানোর সময় না। আমাদেরকেই আমাদের সমস্যার সমাধান বের করতে হবে। আমাদের প্রতিবাদ করা শিখতে হবে প্রতিবাদী হইতে হবে।
আমি দেশকে ভালবাসি তাই আমার কণ্ঠে প্রতিবাদ , আপনি কি দেশকে দেশের মানুষকে ভালবাসেন না?
তাহলে আপনি কি করবেন একটু ভাবেন।
©somewhere in net ltd.