নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিছু নাই

I cant

ইজাজ শাহ্‌

আমি আমার জন্য বাঁচি, আর দেশের জন্য ভাবী, মানুষের জন্য লড়াই করি।

ইজাজ শাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭

আজকের প্রথমআলো পত্রিকায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শুনে মোটেও বিশ্মিত হইনি আমি , এর একটা কারনতো আছেই। আর তা হল আমিও মানুষ কাজেই মানুষ হিসাবেও মানুষের প্রতি যেটু দায়িত্ত সবার থাকা দরকার সেটুকু আমার ও আছে।

পৃথিবী কোন সভ্য দেশে সরকার সাধারন মানুষের উপর এরকম অত্যাচার করে কিনা আমার জানা নাই। সরকার মানুষ খুন করে আবার উল্টা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাখে। যেমন আমরা কিছুদিন পুর্বে তাকাইলে দেখতে পারবো লিমন কে, যাকে সরকার (I mean) র‌্যাব গুলি করলো কোন কারন ছাড়া , হ্যা ভুল হইতেই পারে এর জন্য ক্ষমা চাইলেই লিমন অথবা লিমনের মা ক্ষমা করে দিত, না দিয়ে করত বা কি?

সেখানে এখন লিমন ই হাজার বার ক্ষমা চাইতাছে যে ,আমার পা গেছে যাক আমাকে মামলা থেকে মুক্তি দেওয়া হোক!

আশ্চার্য লাগে, এসব সাধারণ মানুষের কথাতো তাই বুঝি সরকারের কানে যায় না।

যে দেশে আমার ভাই লিমনের পংগু কারির বিচার হয়না, যে দেশের সরকারী দলের চামচারা বিশ্বজিৎকে জনসম্মুখে কুপুয়ে হত্যা করলে সরাস্ট্রমন্ত্রী রা বলে অপরাধী সরকারের লোক না।

সে দেশের সাধারন জনগনের কাতারে থেকে আপনি কি মনে করেন না যে এই সব অপরাধের দায়ভার সব কিছু প্রধানমন্ত্রীর। আপনি মনে না করতে পারেন , কিন্তু আমি মনে করি সর দায়ভার প্রধানমন্ত্রীর। উপরে বর্নিত অপরাধ গুলি যদি মানবতা বিরোধী অপরাধ না হয় তাহলে প্রধানমন্ত্রীর অবশ্যই নিরপরাধ।



প্রধানমন্ত্রীর আরো কত বেশী নিচু রাজনৈতিক মনোভাবাপন্ন তা আমরা দেখতে পাই সাভার ট্রাজেডির সময় সংসদে তার বক্তব্যে। তিনি কোথাকার কি লিস্ট নিয়ে এসে সংসদের মত সম্মানিত জায়গায় বসে তিনি বলেন কি না সোহেল রানা আওয়ামিলীগ এর কেউ না।

আমার মনে হয় সবারেই সাভার ট্রাজেডীর কথা মনে আছে , ঐ সময় সব থেকে বড় ব্যাপার ছিল যেই অপরাধি হোকনা কেন তাকেই গ্রেপ্তার করা কিন্তু প্রধানমন্ত্রীর যদি ১২০০ + মানুষের মৃত্যু কে অসম্মান করেন তখন তা মানবতার অবমাননা ছাড়া আর কিছুই না। তাই আমি মনে করি প্রধানমন্ত্রীর মানবতা বিরোধি অপরাধ করেছেন কাজেই তাকে অপরাধী করাটা খারাপ কিছু বা অস্বাভাবিক কিছুই না। [link|প্রধানমন্ত্রীর আরো কত বেশী নিচু রাজনৈতিক মনোভাবাপন্ন তা আমরা দেখতে পাই সাভার ট্রাজেডির সময় সংসদে তার বক্তব্যে। আরো জানতে ক্লিক করুন

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.