নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহাদ জুবায়ের

ফাহাদ জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

আহত!

১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৪২

স্বপ্নঝরা বাদলের শেষ ফোঁটায় ভেজা একটি ক্ষণ।
হঠাৎ পড়ে যাওয়া হাতের স্পর্শ ফের কুড়িয়ে নেয়া,
অচেনা সমীরণ ধরে হেঁটে চলা পথের মিলিয়ে যাওয়া,
আগন্তুক রঙধনুর ওপাশে দাঁড়ানো প্রতীক্ষায় দু’নয়ন।

স্বপ্নঝরা বাদলের শেষ ফোঁটায় ভেজা একটি ক্ষণ।
হাজারো মাঝরাত পেরোনো এক বার্তার আঁখি মেলা,
অশান্ত কলেবরে শেষ আক্ষেপটুকুও ছুঁড়ে ফেলা,
আগন্তুক রঙধনুর ওপাশে দাঁড়ানো প্রতীক্ষায় দু’নয়ন।

স্বপ্নঝরা বাদলের শেষ ফোঁটায় ভেজা একটি ক্ষণ।
প্রথম কদমের গা বেয়ে ঝরে পড়া কয়েকটি সুরের আবেশ,
যেথায় দিগন্তের মিলন বেলা সেথায় স্বপ্ন শেষ,
আগন্তুক রঙধনুর ওপাশে দাঁড়ানো প্রতীক্ষায় দু’নয়ন।

স্বপ্নঝরা বাদলের শেষ ফোঁটায় ভেজা একটি ক্ষণ।
আধা ভেজা একটি চাহনি সুদূর নীল হতে নেমে আসা,
কল্পনার বাঁকে নির্বাক কোন শুষ্কতার একা বসা,
আগন্তুক রঙধনুর ওপাশে দাঁড়ানো প্রতীক্ষায় দু’নয়ন।

স্বপ্নঝরা বাদলের শেষ ফোঁটায় ভেজা একটি ক্ষণ।
বেলা শেষে গোধূলির বুকে আকুতি আবার ডুবে যাবার,
ঠোঁটের স্পন্দনবিহীন কথামালায় শব্দগুলো শুধুই একার,
আগন্তুক রঙধনুর ওপাশে দাঁড়ানো প্রতীক্ষায় দু’নয়ন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:০৬

ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: ভাল লাগলো

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৫

ফাহাদ জুবায়ের বলেছেন: ধন্যবাদ :)

২| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৫

ফাহাদ জুবায়ের বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.