নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই অক্ষরজীবী অক্ষরে বেঁচে থাকে না। অক্ষর লিখাতে বেঁচে থাকে।

অক্ষরজীবী

নিজের পরিচয় আর কি দিব ! ! আমি হলাম আমি। কারণ, দিন দিন অথবা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছি। পড়তে ভাল লাগতো একটা সময়। এখন খুব কম পড়া হয়। অথচ একটা সময় ভাবতাম না পড়ে আমি থাকতে পারব না। আর লিখতে তো সবসময়ই ভাল লাগতো, এখনও লাগে। খুব বেশি ভাল লিখি না আমি। ভুল-ক্রুতি খুব বেশি থাকার কথা। অভিমান করে নিজেকে কষ্ট দেয়ার জন্যে অনেক বছর পড়া বা লিখা থেকে দূরে ছিলাম। ভেবেছিলাম জীবন গড়তে তাহলে আরও মনোযোগ দিতে পারব। কিন্তু ভুল ভেবেছিলাম। নিজের জীবন কি আর নিজের অস্তিত্ব ছাড়া পূর্ণ হয় ! আর আমার অস্তিত্ব হয়তো পড়াতে , কিছুটা লেখা-লেখিতে। অনেকটা ক্ষতি হয়েছে এই কয়েক বছর নিজের থেকে দূরে থেকে। তবে আর না।

অক্ষরজীবী › বিস্তারিত পোস্টঃ

রোদে তপ্ত হৃদয়

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

রিকশা করে যাওয়ার সময় তাকে দেখি। প্রতিদিন বাসাটার নিচে দেখব দাড়িয়ে আছে। মনে হয় যেন মাত্র স্নান করে বেরিয়েছে। সাদামাটা চেহারা কিন্তু কেমন একটা স্নিগ্ধতার আভা ছড়ায়। আর সদ্য জলে ভেজা কৃষ্ণ কালো চুল। তখনও বিন্দু বিন্দু জল গড়াচ্ছে।
সেখানটিতে এসে দাড়ায় আর হতচ্ছাড়া রোদ হামলে পড়ে। চুল থেকে গড়িয়ে পড়া জলকণা রোদে ঝিকমিক করে দূর থেকেই জানান দেয় আমাকে। আমি তখন গলির আরেক প্রান্তরে। দূর থেকেই তাকিয়ে থাকি অম্লানবদনে। জানিনা কেন, কিন্তু সেই জলকণার ঝিকমিক, তার সদ্যস্নাত চুল আর চোখের বেশি আমি দেখতেই পারি না। রিকশা এগিয়ে যায় তার মাঝেই।
আমি তাকিয়ে থাকি আর সে কেবল এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়।
মাঝে মাঝে ভাবি, বিরক্ত হচ্ছে না তো আমার বেহায়া কাণ্ড দেখে। কাল থেকে আর তাকাব না। নাহ, এই গলি দিয়েই আর যাব না।
আবার ভাবি, আমি দেখার আগে কখনও সে রিকশা পায় না কেন? অপেক্ষা করে না তো- কোনদিন আমি রিকশা থামাব আর ছাতা নিয়ে এসে তাকে রোদ থেকে বাঁচাব।
ভাবি কোনদিন সেই জায়গায় এসে রিকশার প্যাডেলের চেইন পড়ে যায় যেন। তার পাশেই যেন রিকশাওয়ালা রিকশা থামায়। রিকশা থেকে নেমে আমি বলব- দয়া করে আর দাঁড়াবেন না এখানে। এখন তো শুধু আমার চোখ ঝলসে যায়। কোনদিন হৃদয় ঝলসে গেলে আমি দায়ী থাকব না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

মুসাফির নামা বলেছেন: বুঝতে পারলাম না। কোন গলিতে ডুকলেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

অক্ষরজীবী বলেছেন: হবে একটা না একটা, বলা যাবে না। আপনি যদি ছাতা নিয়ে চলে যান !

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ভালো লিখেছেন~

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

অক্ষরজীবী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.