নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আব্দুল্লাহ আল ফাহিম

আব্দুল্লাহ আল ফাহিম › বিস্তারিত পোস্টঃ

আপনি এমন এক গল্পের মুখমুখি হবেন যা আপনার কল্পনার বাইরে ( মুভি রিভিও )

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৮







চাঁদ সবসময় আশ্চর্য এবং রহস্যের একটি উৎস । চাঁদ সম্পর্কে অনেক তথ্য এখনো মানুষের অজানা । এই চাঁদকে ঘিরে নানা সময়ে তৈরি হয়েছে সিনেমা । তেমনি এক সিনেমার নাম Moon (2009) । ব্যতিক্রম এক কাহিনী নির্ভর মুভি এটি ।







যা আপনাকে হারিয়ে নিয়ে যাবে চাঁদের নিস্তব্ধতায় ।



যা দেখে আপনি হবেন আশ্চর্য ।



আপনি এমন এক গল্পের মুখমুখি হবেন যা আপনার কল্পনার বাইরে ।











স্থান: চাঁদ



সময়: ভবিষ্যতের কোন এক সময়







পৃথিবীর সবচেয়ে বড় FUSION ENERGY PRODUCER যারা কিনা চাঁদের গায়ে প্রতিফলিত হওয়া সূর্যের আলো থেকে শক্তি উৎপন্ন করে পৃথিবীর প্রয়োজনীয় ৭০% এনার্জি প্রডিউস করে । স্যাম বেলকে ( মুভির নায়ক ) তারা ৩ বছরের জন্য কনট্রাক করে । তিন বছরের জন্য স্যাম চলে যায় চাদের বেসে । সমগ্র বেসে, নিরসঙ্গ স্যাম এর এক মাত্র বন্ধু GERTY নামের এক রোবট । তার চুক্তি প্রায় শেষের দিকে , আর মাত্র ১৪ দিন বাকি । কন্যা আর স্ত্রী কে দেখার জন্য বেকুল হয়ে আছে স্যাম ।













- স্যাম আর রোবট Gerty -









হঠাৎ একদিন বেসে কাজ করার সময় অপ্রত্যাশিত এক দুর্ঘটনার সম্মুক্ষিন হয় স্যাম । এরপরই শুরু হয় টুইস্ট । স্যাম তখন দাড়িয়ে নির্মম এক বাস্তবতার সামনে । বলতে গেলে মুভিটির শুরু এইখান থেকেই ।











স্যাম আস্তে আস্তে আবিষ্কার করে সে আসলে কে !



তাঁর আসল পরিচয় !



তাঁর অতোদিনের আশা মুহূর্তেই উধাও হয়ে যায় ।



স্ত্রী আর কন্যাকে ফিরে পাবার আশাও মুছে যায় তার মন থেকে !!



























মুভির কিছু সংলাপ যা থেকে ঘোরলাগা কাহিনি শুরু হয়….........











[ Sam is making a video phone call from the Moon to his home on Earth, while covering the camera with his hand ]



Eve: Hello ?



Sam Bell: Is this the Bell residence ?



Eve: This is the Bell residence. Could you call back? There’s something wrong with the picture.



Sam Bell: I’m trying to reach Tess Bell.



Eve: I’m sorry, she passed away some years ago. [ long pause ]



Sam Bell: Are you sure ?



Eve: Yeah, I think so. I’m her daughter. Can I help you ?



Sam Bell: …Eve ?



Eve: Yeah .



Sam Bell: Hi! Hi, Eve. How old… How old are you now ?



Eve: I’m 15 . Do I know you ?



Sam Bell: Sweetheart… How did mommy die, sweetheart ? How did mommy die ?



Eve: [ turns around and calls to someone off-screen ] Dad !



Dad: Yeah.



Eve: There’s someone asking about mom. Dad: Who’s asking about mom ?



[ Sam immediately breaks off the call ]









স্যাম চরিত্রে ছিলেন Sam Rockwell ।

রোবট GERTY - ভয়েস দিয়েছেন - Kevin Spacey ।



ডিরেক্টর - Duncan Jones ।



মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: দেখার ইচ্ছা জাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০০

আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন: হুম দেখে ফেলুন । :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: মনে হয়, মুভিটি দেখেছিলাম।

রিভিউ মোটামুটি লাগল।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এটা কি হলো? সংলাপ গুলো পড়ে খুব অদ্ভূত লাগছে। দেখারও ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে যে আসল স্যামকে সম্ভবত চাঁদে পাঠানোই হয়নি। অনেকটা মুহাম্মদ জাফর ইকবালের একটা উপন্যাসের মতো।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন: দেখুন মুভিটি , আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে হয়তো । :)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫০

আমি কাল্পনিক সজল বলেছেন: মুভিটা গতকাল রাত্রে দেখলাম। হা হয়ে গিয়েছিলাম। তবে খারাপ লেগেছে মাত্র দু লাইন সংলাপে মুভিটির চূড়ান্ত অংশটি শেষ করে দিয়েছে। অন্তত আরো কিছু দেখালে ভালো হতো। যেটা দেখানোর জন্য পুরো সিনেমা দেখালো, যেটাই সিনেমায় দেখাল না।

অনেক অনেক ভালো লেগেছে। এটা দেখে টম ক্রুজ এর অবলিভিওন দেখলে মানুষ প্লটগত মিল বেশ ভালোভাবেই খুঁজে পাবে।

আরেকটি ডিটেইলে লিখতে পারতেন।
আমার একটা মুভি রিভিউ দেখতে পারেন।

মুভি রিভিউঃ মুলান I

শুভকামনা রইলো। :)

৫| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দেখার ইচ্ছা রইল।==

রিভিই ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.