![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমার নামঃ No Mercy ( নো মারসি)
বাংলা অর্থঃ কোন ক্ষমা নাই !
সতর্কতাঃ- মুভিটি সম্পর্কে বলার আগে একটি সতর্কবাণী দেয়া খুবই জরুরী ! আর তা হল , মুভিটি দেখার পর যদি তা হজম করতে না পারেন অথবা হজম করতে কষ্ট হয় অথবা ৩ থেকে ৪ ঘণ্টা মাথা অবিরত ঘুরতে থাকে অথবা এমন ভাবে মুখ হা করে বসে আছেন যে ১০ থেকে ১৫ টা মাছি খেয়ে ফেলছেন তাহলে আমার কিন্তু কোন দোষ নাই ।
কি এখনো আছেন ( আশ্চর্য বোধক চিহ্ন ) ………।
মারাত্মক সাহস আপনার ।
ফ্রান্সের সিনেমা Incendies বা কোরিয়ান টুইস্টের সিনেমা Oldboy দেখেছেন । মারাত্মক মুভি তাই না । হজম করতে কতটুকু কষ্ট হয়েছিল আপনার ? যদি এই দুই মুভিই আপনার হজম সীমা ছাড়িয়ে যায় তাহলে No Mercy মুভিটা আপনার জন্য না ।
আবার আপনি যতই Incendies বা Oldboy দেখেননা কেন অথবা যতই আপনি মুভি খোর হননা কেন এই মুভিটার ক্ষেত্রে আপনি আগে থেকে একফোঁটাও ধারনা করতে পারবেন না যে শেষটা কি হবে ।
অনেক বক বক করলাম এইবার একটু মুভির কাহিনীর দিকে যাই -
বেশ নামডাকওয়ালা একজন বিখ্যাত ফরেনসিক ডাক্তার, নিজের কাজে সিদ্ধহস্ত বলে বেশ সুনাম তার । স্ত্রী অনেক আগেই মারা গেছেন, এক মেয়ে আছে, সেও বোর্ডিং স্কুলে । খুশির খবর হল ১৩ বছর পর তার মেয়ে তার কাছে ফিরে আসছে । ডাক্তার ভাবছেন- “মৃত” শরীরের সাথে তো অনেক বছরই কাটানো হল, এবার নাহয় শুধু নিজের মেয়েকে একটু সময় দিবেন । এমন সময়ই একটা খুনের ঘটনা ঘটে । জঙ্গলে একটি মেয়ের লাশ পাওয়া যায়, যার শরীর থেকে তার মাথা, দুটি পা এবং দুটি হাত বিচ্ছিন্ন করে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে । ডাক পড়ে সেই ফরেনসিক ডাক্তারের । এই কেসের ইনভেস্টিগেশন এর দায়িত্ব পড়ে এক সদ্য জয়েন করা লেডি পুলিশ অফিসারের ঘাড়ে, যিনি কিনা আবার এই ডাক্তারেরই প্রাক্তন ছাত্রী । খুনিকে বের করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়না তাদের, নিজের দোষ স্বীকারও করে নেয় খুনি । খুনির সাথে ডাক্তার যখন প্রিজন সেলে একা দেখা করতে যান, তখন তিনি জানতে পারেন, খুনি আগেই তার একমাত্র মেয়েকে অপহরণ করেছে, নিজের মেয়েকে বাঁচানোর একটাই উপায় ডাক্তারকে বাতলে দেয় খুনি- “আমার বিরুদ্ধে যত প্রমাণ পেয়েছ, তার সবগুলোকে নিশ্চিহ্ন করে আমাকে সম্পূর্ণ নির্দোষ ব্যক্তি হিসেবে জেল থেকে বের করো, তানাহলে তোমার একমাত্র মেয়ের চেহারা তোমার আর জীবনেও দেখা হবে না !” রাগে, দুঃখে, ক্ষোভে দিশেহারা হয়ে যান ডাক্তার !
কি করবেন এখন তিনি ?
নিজে আইনের লোক হয়ে কীভাবে তিনি একজন দোষী ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করবেন ? কিন্তু না করতে পারলে যে নিজের মেয়েকে আর ফিরে পাবেন না !
এই খুনিই বা কেন তার সাথে এমন করছে ?
এত সহজে আইনের কাছে নিজেকে ধরা দেয়ার পিছনে কি তার কোন উদ্দেশ্য আছে ?
খুনি কি চায় আসলে ?
এই সব প্রশ্নের উত্তর জানতে চান , তাহলে দেখুন No Mercy ( নো মারসি) ।
ভালো স্ক্রিপ্ট, ভালো অভিনেতা, মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সর্বোপরি একজন ভালো পরিচালক থাকলে যে কতটা দুর্দান্ত একটা টানটান উত্তেজনার সিনেমা বানানো যায়- তার উদাহরণ হল নো মারসি । অভিনয়ে সবাই ভালো- তবে ফাটিয়ে দিয়েছেন ডাক্তারের চরিত্রে অভিনয়কারী ।
এটি একটি রিভেঞ্জ থ্রিলার । প্রতিশোধ যে কি পরিমাণ নির্মম হতে পারে, কতটা ভয়ানক আর নির্মম হতে পারে, কোরিয়ানদের থিঙ্কিং লেভেল যে কোন পর্যায়ের তা কোরিয়ান রিভেঞ্জ থ্রিলার গুলো দেখলেই বুঝবেন- নো মারসি এক্ষেত্রে আপনার জন্য হবে মাস্ট সি একটি সিনেমা । “প্রতিশোধ” শব্দটা সম্ভবত নিজেও ভয় পেয়ে যাবে কোরিয়ান সিনেমার প্রতিশোধের নির্মমতা দেখলে !
সব শেষে আর একটি কথা , নো মারসি সিনেমার প্রায় শুরুর দিকেই নগ্নতার দৃশ্য রয়েছে । সুতরাং, এটা মাথায় রেখেই সিনেমা দেখতে বসবেন ।
আর মুভিটা শেষ করে খিঁচ খায়ে মাথায় হাত দিয়ে বসে চিন্তা করতে থাকেন ” এইটা কি দেখলাম ” ।
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩
আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন: করুন করুন ।
নিজ দায়িত্বে দেখবেন । কোন কিছুর জন্য আমি কিন্তু দায়ী না ।
২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২২
আমি তুমি আমরা বলেছেন: ঠিক আছে। মুভি ডাউনলোড লিস্টে যোগ হল। আর পোস্টে দিলাম প্লাস
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯
আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন: দেখা শেষ করে অনুভুতি জানায়েন ।
৩| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৪
নতুন বলেছেন: দেখতেছি...
উইটিউবেও প্রিন্ট খারাপ না...
৪| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে পাইরেটেড ডাউনলোড লিংকটি সরিয়ে নিন। কপি রাইট সংক্রান্ত ব্যাপারে বর্তমানে আমরা এই ধরনের লিংক অনুমোদন করছি না।
ধন্যবাদ।
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৬
আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন: ওকে ।
৫| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২১
বটের ফল বলেছেন: তাইলে তো দেখতেই হয়। এইটা মিস করা ঠিক হবেনা। ++++
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৭
আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন: হুম দেখে ফেলুন ।
৬| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
আছিফুর রহমান বলেছেন: হুম, ওয়াচ লিস্টে রইলো
৭| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮
হাসান মাহবুব বলেছেন: একদম ঠিক। এরকম অসাধারণ আর শকিং ফিনিসিং কল্পনাও করতে পারি নাই! চরম ধাক্কা খাইসি।
৮| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬
রিকি বলেছেন: এইটা এমন একটা সিনেমা যা বহু সেয়ানা মানুষকেও (predict করতে পারে যারা সিনেমার ending) ৩০ মিনিট memory blackout করে দিবে...আমার দেখা one of the most outstanding revenge thriller made by Koreans..আর ভিলেনটা যে কোন material দিয়ে তৈরী ভাই....একেবারে মাথা নষ্ট বানিয়ে ফেলে.
৯| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯
হাসান রাজু বলেছেন: হ ভাই দেখছিলাম। মাথা নষ্ট মুভি। ভাই কোরিয়ান পরিচালকদের মাথায় কি যে চলে ওরাই জানে। আসলে ওদের একটা না সবকয়টা তারই ছিড়া।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৭
নতুন বলেছেন: ঐ দিনই দেখেছিলাম...
শেষের ঘটনাটাই একটু জটিল...
কিন্তু কাহিনির বুননে ফাক আছে...
শেষের টুইস্টাই বেশি জটিল... শেষটা কোন মতেই প্রডিক্টিবেল না...
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
কেএসরথি বলেছেন: ডাউনলোডিং!