নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আব্দুল্লাহ আল ফাহিম

আব্দুল্লাহ আল ফাহিম › বিস্তারিত পোস্টঃ

সিনেমার নাম- Devil (2010) । ভয় পাবেন না তবে অবাক হবেন ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

After my mother would finish her story, she would always comfort us.
"Don't worry," she'd say. "If the Devil is real, then God must be real, too."



Devil (2010) মুভির শেষ ডায়লগ উপরের দুইটি লাইন । ২০১০ সালে মুক্তি পাওয়া মাত্র ৮০ মিনিটের এই সিনেমাটি দুর্দান্ত একটি সুপারন্যাচারাল থ্রিলার যার পরিচালনায় ছিলেন John Erick Dowdle ।

এখন একটা কাজ করেন imdb তে গিয়ে মুভিটার রেটিং দেখে আসুন ।
.
.
.


.
.

.
.
.
.
.
.
কি নিশ্চয়ই আপনি হতাশ । আসলে সুপারন্যাচারাল থ্রিল ক্যাটাগরীর মুভির প্রতি মানুষের কেন জানি এলারজি থাকে , সেই কারনেই রেটিং এর এই অবস্থা । যাই হোক আপনি যদি আইএমডিবির রেটিং এর ভক্ত হয়ে থাকেন তাহলে বলব মুভিটা দেখুন তারপর বিচার করুন । বাকিটা আপনার ইচ্ছা ।


স্টোরি লাইন - শহরের বহুতল এক ভবন। অন্যান্য দিনের মতই একটা কর্মব্যস্ত সকাল। বহুতল ভবনে সহজে আর দ্রুত ওঠা নামার উপায় একটাই- লিফট। সেই লিফটেই উঠলেন পাঁচজন মানুষ। দুইজন নারী, তিনজন পুরুষ। উঠার সময় তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেন নি- আজকে তাদের কপালে কি আছে !

চলন্ত অবস্থায় হঠাৎ মাঝপথে থেমে যায় লিফট! প্রথমে লিফটের সবাই ভাবেন যান্ত্রিক গোলযোগ- ব্যাপার না, একটু পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু না- সেই "একটু পর" আর আসে না! অবশেষে সবাই বুঝতে পারেন- পাঁচজন আটকা পড়েছেন এই লিফটে!
এটাও সমস্যা ছিল না। একটু পর লিফটে ইলেক্ট্রিসিটি চলে গেল। ফিরে আসতেও খুব বেশি সময় নিল না। তবে আলো ফিরে আসার পর দেখা গেল তাদের পাঁচজনের মাঝে একজন খুন হয়েছেন! আর যেহেতু লিফট বন্ধ- তাই খুনি তাদের মাঝেই একজন !



ওদিকে পুলিশ আর বিল্ডিং এর অন্য লোকদের কাছে খবর চলে গেছে লিফট আটকানোর। লিফটে একটি সিসি ক্যামেরা আর একটি স্পীকার ছিল। সিসি ক্যামেরা দিয়ে লিফটের ভেতরের অবস্থা দেখে স্পীকার দিয়ে পুলিশ ভিতরের মানুষদের ইন্সট্রাকশন দিচ্ছিল, কিন্তু ভিতরের লোকদের কথা শুনার কোন উপায় তাদের কাছে ছিল না। শুধু একমাত্র ভরসা সিসি ক্যামেরা- যেটা দিয়ে ভিতরের অবস্থা দেখা যাচ্ছিল। কিন্তু প্রতিবার কারেন্ট যাওয়ার পর একজন করে মারা যেতে থাকলো! আর লিফটের ভিতরে শুরু হয়ে গেল চরম অবিশ্বাসের এক খেলা ! বাধ্য হয়ে এই পাঁচজনের অতীত ইতিহাস ঘাঁটা শুরু করলেন পুলিশ, আর তখনই বেরিয়ে এল সেই ভয়ঙ্কর সত্য...! কি সেই সত্য ? জানতে চান, দেখুন তাহলে মুভিটা । ইহা এমন এক সত্য যার জন্য আমি অন্তত প্রস্তুত ছিলাম না । আপনি কি প্রস্তুত ( প্রশ্ন বোধক চিহ্ন )

শেষ একটি কথা, ৮০ মিনিট না করে দৈর্ঘ্য আরেকটু বাড়ালে সিনেমাটা আরও ভাল হত হয়ত ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার রিভিউ!
মুভিটার পোস্টার দেখেই দেখার ইচ্ছা জাগসিলো, কিন্তু হরর মুভি ভয় লাগে তাই দেখি নাই।এবার দেখে নিবো ||

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

তার আর পর নেই… বলেছেন: দারুণ গল্প!! এ ধরণের গল্প পড়েছিলাম, তবে লিফটে নয়, একটা দ্বীপে ছিল।
দেখতে হবে।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

আরণ্যক রাখাল বলেছেন: দারুন রিভিউ| দেখতে হচ্ছে

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: রিভিউ পড়ে দেখার ইচ্ছা হলো.....

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.