![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I don't care if you're black, white, straight, bisexual, gay, lesbian, short, tall, fat, skinny, rich or poor. If you're nice to me, I'll be nice to you. Simple as that.
সালমান শাহ
(জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭১ --- মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬)
বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।
৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।
জীবনী
সালমান শাহ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তাঁর রাশি ছিল বৃশ্চিক। তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর মুল নাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে 'সালমান শাহ' বলেই পরিচিত ছিলেন। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন, এবং তাঁর স্ত্রীর নাম সামিরা।
শিক্ষাজীবন
সালমান শাহ খুলনা বয়রা মডেল হাইস্কুল শেষে ১৯৮৭ সালে ধানিমন্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ, ধানমন্ডি থেকে স্নাতক শেষ করেন।
অভিনয় জীবন
ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান (সজীব) হাত ধরেই তিনি অভিনয় জগতে আসেন । কিন্তু পরবর্তী জীবনে নাহিদ হাসান (সজীব) এর সাথে তার সম্পর্ক ভাল ছিল না ।
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩) >>
Click This Link
অন্তরে অন্তরে (১৯৯৩) >>
দেন মোহর (১৯৯৪) >>
Click This Link
তোমাকে চাই (১৯৯৪) >>
Click This Link
বিক্ষোভ (১৯৯৪) >>
Click This Link
বিচার হবে (১৯৯৪) >>
Click This Link
চাওয়া থেকে পাওয়া (১৯৯৪) >>
আনন্দ অশ্রু (১৯৯৫) >>
আশা ভালবাসা (১৯৯৫) >>
জীবন সংসার (১৯৯৫) >>
Click This Link
মহা মিলন (১৯৯৫) >>
স্বপ্নের পৃথিবী (১৯৯৫) >>
স্বপ্নের ঠিকানা (১৯৯৫) >>
এই ঘর এই সংসার (১৯৯৬) >>
আঞ্জুমান (১৯৯৬) >>
কন্ন্যাদান (১৯৯৬) >>
মায়ের অধিকার (১৯৯৬) >>
প্রেম যুদ্ধ (১৯৯৬) >>
স্নেহ (১৯৯৬) >>
সত্যের মৃত্যু নাই (১৯৯৬) >>
সুজন সখী (১৯৯৬) >>
তুমি আমার (১৯৯৭) >>
প্রিয়জন (১৯৯৭) >>
স্বপ্নের নায়ক (১৯৯৭) >>
বুকের ভিতর আগুন (১৯৯৭) >>
Click This Link
প্রেম পিয়াসী (১৯৯৭) >>
Click This Link
টিভি নাটক
পাথর সময় >>
ইতিকথা >>
আকাশ ছোঁয়া >>
দোয়েল >>
সব পাখি ঘরে ফেরে >>
সৈকতে সারস >>
নয়ন >>
স্বপ্নের পৃথিবী >>
এখানে এখনও সব লিঙ্ক এড করা হয়নি, আস্তে আস্তে সব এড করা হবে।
সূত্র: সংগ্রহিত
লিঙ্ক: http://www.supermoviezone.com
২| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫
নকি৬৯ বলেছেন: আমারও পছন্দের ছিল।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫
সাদা রং- বলেছেন: পুরানো দুঃখ বুকে জাগাই দিলেন, আমাদের স্বপ্নের নায়ক ছিল ১৯৯৬ সালের দিকে।