নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

জাবি নিয়ে তোলপার ব্লগ জগৎ ও ফেসবুক, ন্যাক্কার জনক র‍্যাগ আর হুজুগে বাঙ্গালীর পজেটিভনেস, অস্থির এক রাত আর পরদিন দু ফোটা স্বস্তি

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

রাতে শোবার আগেও বার বার ব্লগে চোখ রাখছিলাম, যদি কোন খবর পাওয়া যায়। যেন কোন বিপদ না হয়। জাবি তে আমার কোন পরিচিত জন ও নেই, যার কাছে খবর নিব যে ঘটনা সত্যি না মিথ্যা, বা এখন কি পরিস্থিতি। স্বর্ন্মৃগের ব্লগে স্বাধীকার ভাইয়ের তৎপরতা দেখে ভেবেছিলাম তার কাছে তার ফোন নাম্বার টা জেনে ফোন দিয়ে জানি কিছু করতে পারলেন কিনা। কিন্তু আবার চিন্তা করলাম যদি নাম্বার না দেয় (হতেই পারে, কারন তিনি আমাকে চিনেন না)। যাই হোক অনেকটা অস্থিরতা মনে নিয়েই ঘুমোতে গেলাম। সকালের অফিসের প্রাথমিক চাপ সেরেই ব্লগে গেলাম আপডেট নিতে। যাই হোক এখনো পুরো ব্যাপারটা ক্লীয়ার না আমার কাছে। কে করলো , কেন করলো, কি লাভ হলো ? অনেক প্রশ্ন মনে।



তবে যদি সত্যি এটা গুজব হয় আর তারপর খোঁজ খবর নেবার পর জানা যায় যে এটা একটা প্রপাগান্ডা, তাহলে আমার প্রশ্ন -



১) কেন এমন মিথ্যা রটনা করা হলো ?



২) এতে করে সারারাত ধরে ফেসবুক, ব্লগ তথা অনলাইন জুড়ে একটা পক্ষ বা অনেকেই জাবির ছাত্র ছাত্রীদের ইচ্ছামত গাল মন্দ করেছে, তাদের চরিত্র নিয়ে নানা রকম কমেন্ট করেছে, কিন্তু এখানে যেসব শিক্ষার্থীরা নিজের জীবনের স্বপ্নপথ রচনা করতে এসেছে তাদেরকে ঢালাও ভাবে বদনাম করা কি ঠিক? তারা তো আমাদেরি ভাই বোন।



৩) অপরাধ- অসঙ্গতি তো প্রায় সব সরকারী / বেসরকারী বিশ্ববিদ্যালয়েই হয় (যা মোটেও কাম্য নয়) । তাই কোন ঢালাও ভাবে কমেন্ট করার আগে সবারই একটু চিন্তা করা উচিৎ। কারন এমন ঢালাও মন্তব্যের কারনে একজন নিরীহ একজন মেয়েকে যে জাবিতে পড়েছে তাকে হয়তো সমাজ থেকে ছিটকে পড়তে হতে পারে। ইডেন কলেজ নিয়েও এমনটা হতে দেখেছিলাম



৪) তবে অনেককেই দেখেছি সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এবং সত্য অনুসন্ধানে তৎপর ছিলেন, এটা আমার কাছে খুব ই পজেটিভ মনে হয়েছে। তাদের ধন্যবাদ।



*** এগুলো নিতান্তই আমার ব্যাক্তিগত চিন্তা-ভাবনা।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

স্বাধীকার বলেছেন:
ফাহিম ভাই,

সেখানে আপনাকেই কেবল দায়িত্বশীল আচরণ করতে দেখেছি। আপনি আন্তরিক ছিলেন বিষয়টির সুরাহা দেখতে। অনেকেই এই সুযোগে আমাদের আক্রমন করার প্রয়াস চালিয়েছে, অনেকেই জাবির হয়ে জাবিকে ভালো দেখাতে চেয়েছে। আমি সর্বাত্মক চেষ্টা করেছি বিষয়টি উদঘাটন করতে। কিন্তু বিশ্বাস করুন সেরকম কিছুই বিশ্ববিদ্যালয়ের কেউ জানতেন না এবং অনেকেই আমার উপর বিরক্তও হয়েছে। আমার সিরিয়াসনেসের কারণ রাত ১২টার আমার দুজন বন্ধুকে রাতেই ক্যাম্পাসে শীতের মধ্যেও মুভ করতে হয়েছে। সিকিউরিটি অফিসারকেও কষ্ট দিয়েছি। কিন্তু সক্ষম হলাম না কিছু পেতে। সকালে আবারো প্রক্টর অফিসে ফোন করলাম। ছাত্রলীগের এক ছোট ভাইকে পাঠালাম, ছাত্রদলে দুজনের সাথে কথা বললাম। দুজন দোকানদারকে, এবং ক্যাফেটেরিয়ার পরিমলদাকেও ফোন করলাম-কিন্তু কেউ এমন তথ্য দিতে পারলোনা। আর এতক্ষনে তো আপনি স্বর্ণমৃগ(জাহিদ হাসান) ভাই তার স্ট্যাটাস সরানোর পর নতুন স্ট্যাটাস দেখতে পেয়েছেন।

এমন নয়, যে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং হয়না, হয়নি। তানাহলে কর্তৃপক্ষকে নোটিশ দিতে হতোনা। তার মানে অবশ্যই তা মাত্রা ছাড়িয়েছিলো বলেই কর্তৃপক্ষ অনেকটাই সচেতন হয়েছেন। কিন্তু কেন এমন গুজব-এক্ষেত্রে জাহিদ ভাই পরিকল্পিতভাবে সেটা করেছেন তা বলছিনা, তিনি মিসগাইডেড হয়েছেন সেটা কালকেও বলেছি, এখনো বলছি। অনলাইনে অনেকেই হিরো সাজতে চেয়ে নিজের দায়িত্বশীলতার কথা ভুলে যায়। কিন্তু একটি ম্যাসেজ দেওয়ার আগে নুন্যতম দায়িত্বশীলতা আমরা আশা করতে পারি। কারণ এজন্যই ছোটবোনটির আগামী বিশ্ববিদ্যালয় জীবন ‍দুর্বিসহ হয়ে উঠতে পারে। ইডেনের ছাত্রীরা সাংবাদিক সম্মেলন করে দাবী করেছিলো, আম্লীগের নেতাদের মনোরঞ্জনের জন্য মেয়েদের পাঠানো হয় নেতাদের বাসায়। এরকম কথায় আমরা কি বলতে পারি ইডেনে যারা পড়ে সবাই চরিত্রহীন, নষ্ট হয়ে গিয়েছে? আজ যদি ছাত্রলীগের কোনো নেতার নামে এরকম কোনো র‌্যাগিংয়ের অভিযোগ আনতো কোনো মেয়ে-সেটা গুজব হলেও কিছু মানুষ সেটাকে কিতাবের বানী হিসাবে বিবেচনা করতো। গুজব হলেও সেই ছেলেটির জীবনটা ধ্বংস হতো কেবল আমাদের হিরো সাজার খায়েশের কারনে।

ভালো থাকবেন ভাই। শুভ কামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

ফাহীম দেওয়ান বলেছেন: স্বাধীকার ভাই যা কিছু বলার আপনিই বলে দিয়েছেন।

আমি বুঝিনা, ব্লগার হলেই যে আমি যা বলি তাই ঠিক আর আমি যা বুঝি তাই সঠিক এমন কি হতেই হবে !!! অনেকেই দেখি তেমনটাই ভেবে থাকে। তাদের অতি কথন আর অতি বকনে অনেক পোষ্টের আসল উদ্দ্যেশ্যটাই ব্যার্থ হয়।

যাই হোক যে যার জায়গা থেকে সম্ভব সহযোগীতাটুকু করলে অনেক প্রচেষ্টাই সফল হয়। আর কোন কিছু করার না থাকলে অন্তত প্রতিবন্ধকতা বা কনফিউসন তৈরী না করাই উত্তম।

অন্তত আমি আপনি নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করে যাবো, বিশ্বাস করি সব বিবেকবানদের পাশে পাবো।

ভালো থাকবেন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: স্বচ্ছ চিন্তাভাবনা।

+++++++++++++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ, চেষ্টা করি। ভালো থাকবেন।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

রেজোওয়ানা বলেছেন: কয়েকদিন আগে ঘটে যাওয়া বিভৎস র‌্যাগিং প্রপাগান্ডার বিষয়ে বলছিলাম, বিষয়টা গুজব প্রমাণিত না হলে অবশ্যই জাবি প্রাক্তন বর্তমান সকল ছাত্ররাই এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতো, 'প্রতিবাদ' আমাদের ঐতিহ্য।
আমরা মানিক বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা কিলার গ্রুপের বিরুদ্ধেও আন্দোলন করেছি, আমরাই প্রথম সকল শিক্ষাঙ্গনে যৌননিপিড়ন বিরোধী আইনের জন্য সোচ্চার হয়েছি! সুতরাং যারা বলে বেড়াচ্ছেন এটাকে গুজব বলে জাবি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, তাদের জন্য করুনা! সেটা হলে জাবির প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীরা এই ঘটনার শুরু থেকেই কথিত ভিক্টিমকে সাহায্য করার জন্য এগিয়ে আসতো না!
ধামাচাপা নীতিতে জাবি বিশ্বাস করে না, করলে এই সব ঘটনা আপনারা কোনদিনই জানতে পারতেন না, ধামাচাপাই হয়ে থাকতো।

মূল বিষয় হলো জাশিদের পরম গুরু গোলাম আযমের পুত্রকে জাবির ছাত্ররা ১৯৭২ গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, জামাত শিবির কোনদিনই জাবির ধারে কাছে ঘেষতে পারে নাই! সেই ক্ষোভ এখন তারা ঝাড়ে অনলাইনে, তারা মানুষকে ইমোশনাল ব্ল্যাক মেইল করে, মানুষের মধ্যে আতংকের সৃষ্টি করে। আমার দীর্ঘদিনের ব্লগিং জীবনে দেখেছি প্রতি বছরই ভর্তি পরীক্ষার এবং ক্লাস শুরুর আগে তারা এই ধরনের কাজ করে! ভাবখানা এমন জাবি অপবিত্র হয়ে গিয়েছে, সেখানে মওদুধী কিতাব বাস্তবায়ন না করা পর্যন্ত পবিত্র করা যাচ্ছেনা। তবে আমরাও কিন্তু আছি অনলাইনে এটা আপনারা মনে রাইখেন। এবং আরও আশার কথা এখন ইন্টারনেট ব্যাবহারে সুনির্দষ্ট আইন আছে, কারো কোন উদ্দেশ্য মূলক মন্তব্যে, কথায় কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা রাস্ট্র অফেন্ডেড মনে করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা আইনগ্রন্থে অন্তর্ভূক্ত করা হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ফাহীম দেওয়ান বলেছেন: জ্বী আপা, জাবির ষ্টূডেন্ট না হলেও আমি আছি আপনাদের সাথে।
খালি জাবি না, এখনই শ্রেষ্ঠ সময়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই শিবির নামক নরকীট নিধন করতে হবে, নইলে এদের বীজ তলে তলে চুল্কানির মতো প্রদাহ সৃষ্টি করতেই থাকবে, যা এক সময় ভয়াবহ চর্ম রোগের ন্যায় আবারো ছড়িয়ে পড়তে পারে।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

বিপদেআছি বলেছেন: রেজোওয়ানা বলেছেন:মূল বিষয় হলো জাশিদের পরম গুরু গোলাম আযমের পুত্রকে জাবির ছাত্ররা ১৯৭২ গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় থেক , সত্যি?!!

বাপের কুকর্মের শাস্তি ছেলে পায় , আবার বাপ বেচে অনেকে খায় , যেমন তারেক, হাসিনা। বিষয়টা আমায় ভাবায় ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: এই বেয়াদব নিজেরে জ্ঞানি ভাবছ অল্প বিদ্যা ভয়ংকর
মাফ চা হারামি

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

ফাহীম দেওয়ান বলেছেন: কারে কইলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.