নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

বাচ্চাদের কথা শেখানোর জন্য স্কুলের তথ্য দরকার, সাহায্য করুন প্লিজ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

আমার সাড়ে তিন বছরের ভাগ্নের সবকিছুই স্বাভাবিক শুধু তেমন কথা বলে না। সব কিছুই শুনতে পারে বলেই মনে হয়, ডাক দিলে রেসপন্স করে, টুক টাক কথা যেমন দাদা, মা এমন দুই একটা কথা বলে, হৈ চৈ, চিৎকার চেচামেচি সবকিছুই স্বাভাবিক ভাবেই করে, খুবই চঞ্চল। কিন্তু আর কোন শব্দ বা কথা উচ্চারন করে না বা করতে পারেনা। এমনিতে চিৎকার, চেচামেচি, খেলাধুলা, হাসি কান্না, রাগ সব কিছুই স্বাভাবিক।

মহাখালীতে সম্ভবত “সায়েক” নামের একটা সেন্টারে নেয়া হয়েছিলো। ডাক্তার ডাক দিলে সে সড়া দেয়, কিন্তু তবুও হেয়ারিং টেষ্ট দিয়েছেন। বুঝলাম না।

কেউ কি একটা ভালো স্কুল বা ডাক্তারের তথ্য দিবেন যেখানে আমার এই ফুলের মতো ভাগ্নেটার মুখে কথা ফুটাবো আর ওর মুখে শুনবো মিষ্টি করে “মাচ্চু” ডাক।

বিঃ দ্রঃ আমি ওর একইসাথে মামা আবার চাচা। ওর বাবা আমার মামাতো ভাই। আর ওর মা আমার মামাতো বোন (মানে আর এক মামার মেয়ে)। তাই আমি ওকে ডাকি “মাচ্চু” বলে (মামা + চাচ্চু)।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

ইকবাল১৫০২ বলেছেন: আমি সাইক’র কথায় আপনাকে সাজেস্ট করতাম। আপনি অব্শ্য সাইক’র কথা বলেছেন। আমার বাচ্চার একই সমস্যা ছিল, সাইক’র ওখানে গিয়েই ভাল হয়েছে। সেখানে স্পিচ থেরাপিস্ট-র আন্ডারে ও ছয় মাস ছিল। আপনি অবশ্য হিয়ারিং টেস্টের ফলাফল লেখেননি। ধরে নিচ্ছি ভাস্তার স্পিচ ঠিক আছে। সেক্ষেত্রে ওর দীর্ঘমেয়াদে স্পিচ থেরাপি লাগবে। সাইক’র পাশাপাশি আপনি সিআরপিতেও খোজ নিতে পারেন। ওদের মিরপুর ১৪ এবং সাভারে অফিস আছে। আমি অনুরোধ করবো দেরি না করার জন্য। আমি শিওর ওর স্পিচ এসে যাবে তবে নির্ভর করছে বড়দের এ্যাকশনের উপরে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

ফাহীম দেওয়ান বলেছেন: ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনার পরামর্শের জন্য।
আমি আজই খোঁজ নিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.