নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

সীমান্ত হত্যা নিয়ে রাজনীতি

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

একটা কপি পোস্ট - ফেসবুক থেকে সংগৃহীত ---------





ভারতীয় বিএসএফ এর গুলিতে কুড়িগ্রাম সীমান্তে নিহত ফেলানির কাঁটাতারে ঝুলন্ত লাশের মর্মান্তিক ছবি - গত আড়াই বছর ধরে এই জিনিস নিয়ে জামাত বিএনপি কম জল ঘোলা করে নাই আওয়ামীলীগ বিরোধিতা করতে গিয়া ।ফেলানির ছবি দিয়া আওয়ামীলীগ ভারতের দালাল ,দেশ ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে ,এজন্য নির্বিচারে সীমান্তে হত্যা করতেসে বিএসএফ...ম্যা ম্যা ম্যা ...জামাত বিএনপির সর্বাধিক রাজনৈতিক ব্যাবসা করার সেই ইস্যু ফেলানি হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিচার গতকাল ভারতে শুরু হয়েছে ।বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন অবৈধ সীমান্ত হত্যার বিচার শুরুর মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মচিত হতে যাচ্ছে ।এই বিচারের মাধ্যমে পরবর্তীতে সিমান্তে বিএসএফের স্বেচ্ছাচারিতার অবসান ঘটবে বলেই আশা করা যায় ।



এবার একটা পরিসংখ্যান দেখি - ২০০১-২০০৬ সাল পর্যন্ত মানে বিএনপি-জামাত জোটের দুঃশাসনের ৫ বছরে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা হয় ৫৬৪ জন ,গড়ে প্রতি বছর ১১৩.৬০ জন ।আর ২০০৯-২০১৩(জুন) পর্যন্ত মানে বর্তমান আওয়ামীলীগ সরকার আমলে সীমান্তে বিএসএফ কর্তৃক মোট ১৫২ জন বাংলাদেশী নিহত হয় ,গড়ে প্রতি বছর ৩০.৪ জন ।অর্থাৎ বিগত বিএনপি জামাত জোটের আমলে বর্তমান আওয়ামীলীগ সরকার আমলের চেয়ে প্রায় ৪ গুণ বেশি বাংলাদেশীকে সীমান্তে হত্যা করেছে বিএসএফ ।তো দেখা গেলো হতদরিদ্র নিরীহ সীমান্তবাসি বাংলাদেশিদের মৃত্যু জামাত বিএনপির কাছে নিছকই একটি আওয়ামীলীগ বিরোধী ইস্যু ,আওয়ামীলীগকে ভারতের দালাল প্রমাণ করার জন্য কথায় কথায় যার উদাহরন তারা টানে ,যেখানে তারাই সন্দেহাতীতভাবে এই দোষে সবচেয়ে বেশি দোষী পরিসংখ্যান ও প্রমাণ সাপেক্ষে ।ব্যাপারটা এমন - চোরের মায়ের বড় গলা !!



এখন একটা চ্যালেঞ্জ -পারলে কেউ বলেন দেখি, যেই সীমান্ত হত্যাকে জামাত বিএনপি আওয়ামীবিরোধী ইস্যু হিসেবে ব্যাবহার করে আসতেসে ,সেই তাদের সময়কার সর্বাধিক সীমান্ত হত্যা বন্ধে তারা বিশেষ কি উদ্যোগ নিয়েছিল ??সীমান্তে অবৈধ হত্যা বন্ধ প্রচেষ্টার কোন নজির কি তারা দেখাতে পারবে আজকের এই ফেলানি হত্যার বিচার শুরুর মতো ??



‪#‎হায়রে‬ হতভাগী ফেলানি ,তোর ঝুলন্ত লাশের মর্মান্তিক ছবি নিছকই একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার করে গেলো নষ্টরা !তবুও আজকের এই বিচার শুরু হওয়াতে যদি তোর আত্মা একটু শান্তি পায় !



-Rafsan Salman Mahmud

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১

জাহাজ ব্যাপারী বলেছেন: Click This Link

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

ফাহীম দেওয়ান বলেছেন: কঠিন লেখা। পড়ে দেখছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.