নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বনেতারা মুল্যায়ন করেছেন কিন্তু আমার পারিনা, শতধিক নিজের উপর এই অকৃতজ্ঞ জাতির উপর।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১২

১৯৭৫ এর ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে কুচক্রী মহলের হাতে নিহত হবার পর বিশ্ব নেতৃবৃন্দ ও সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া :



* বঙ্গবন্ধু হত্যাকান্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তান ।

-জেমস ল্যামনঞ্জড, ব্রিটিশ এমপি ।



*শেখ মুজিবকে চতুর্দশ লুই এর সাথে তুলনা করা যায়, জনগণ তার কাছে এতই প্রিয় ছিল যে লুই এর মত তিনিও বলতে পারতেন আমিই রাষ্ট্র ।

-পশ্চিম জার্মানি পত্রিকা ।



*আওয়ামীলীগ নেতা শেখ মুজিবের মত তেজী এবং গতিশীল নেতা আগামী ২০ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবেনা ।

-হেনরি কিসিঞ্জার ।



*শেখ মুজিব নিহিত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে, অথচ তাকে হত্যা করতে পাকিস্তানি সেনাবাহিনী সংকোচবোধ করেছে ।

-বি.বি.সি ১৫/০৮/১৯৭৫ ।



* বাংলায় জাতির মহান নেতা আমাদের অনন্য সম্মানের পাত্র ছিলেন ।তার মৃত্যুতে পৃথিবী এক শান্তির সৈনিক ও রাষ্ট্রনায়ক হারালো এবং জোট নিরপেক্ষ আন্দোলন হারালো এক মহান নেতাকে ।

- যুগোস্লাবিয়ার পররাষ্ট্রমন্ত্রী ।



*মুজিব ছিলেন একজন মহান নায়ক, নির্যাতিত মানুসের বন্ধু, তার রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম সবার জন্য অনির্বান রাখবে প্রেরণার উজ্জ্বল আলোক, তার হত্যাকান্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারালো একজন সন্তানকে । তিনি যদি আরো ৫ বছর দেশকে নেতৃত্ব দিতে পারতেন তবে সে দেশের ইতিহাস ভিন্নতর হতো, দেশ হতো আরো সুন্দর ও শান্তিময় ।

-জেম্সল্যান্দ, ব্রিটিশ এমপি



*এই করুন মৃত্যুই যদি মুজিবের ভাগ্যে ছিল তাহলে বাংলাদেশ সৃষ্টির কোনো প্রয়োজন ছিলনা ।

-ডেইলি টেলিগ্রাম, ১৬/০৮/১৯৭৫ ।



*জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্দি, ডি ব্যালেরার চেয়েও শেখ মুজিব এক অর্থে বড় নেতা ।

-মনীষী লর্ড ফেনার বকোয়ে ।



* বাঙ্গালীর হাজার বছরের ইতিহাসে শেখ মুজিব একমাত্র নেতা যিনি রক্তে, বর্ণে, ভাষায়, কৃষ্টিতে এবং জন্মসুত্রে ছিলেন খাটি বাঙালি ।তার দীর্ঘ দেহ, বজ্ব্রকন্ঠ, মানুষকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা, অসীম সাহস ও নেতৃত্বদানের ক্ষমতার জন্য তিনি মহানায়কে পরিনত হন

-সিরিল ভান (সাংবাদিক)



* শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুস হারালো তাদের মহান নেতাকে আর আমি হারালাম এক অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে ।

- ফিদেলকেস্ট্র ।



* আপোষহীন সংগ্রামী নেতৃত্ব এবং কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট ।

- ইয়াসির আরাফাত ।



* শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত । তিনি একজন মহান নেতা ছিলেন । তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগনের জন্য প্রেরনাদায়ক ।

-ইন্দিরা গান্ধী ।



* বঙ্গবন্ধু শেখ মুজিব হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রথম শহীদ ।

- সাদ্দাম হোসেন



* শেখ মুজিব ভিয়েতনামি জনগনকে অনুপ্রাণিত করেছিলেন ।

- গিয়াস, ভিয়েতনাম ।



* আজকের বিশ্বের মুক্তি সংগ্রামীরা মুজিবকে স্মরণ রাখবে চিরদিন ।

-কেনেথ কাউন্ত্রা ।

মন্তব্য ১৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩

খেয়া ঘাট বলেছেন: আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি।
ফিডেল ক্যাস্ট্রো।- একথায় শেষ।

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

ফাহীম দেওয়ান বলেছেন: বংগবন্ধু মরে নাই, সেই হিমালয়ের মতোই উচু তার কীর্তি।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তিনি যদি আরো ৫ বছর দেশকে নেতৃত্ব দিতে পারতেন তবে সে দেশের ইতিহাস ভিন্নতর হতো, দেশ হতো আরো সুন্দর ও শান্তিময় ।
-জেম্সল্যান্দ, ব্রিটিশ এমপি

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

ফাহীম দেওয়ান বলেছেন: একমত।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৯

বাঙ্গালীর কুঠার বলেছেন: বঙ্গবন্ধুকে হত্যা করা যায়না/যেতেপারে না।
"আমি শেখ হাছিনার সমর্থক নই"

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

ফাহীম দেওয়ান বলেছেন: একজন সত্যিকারের দেশপ্রেমিক বঙ্গবন্ধুর এমন হত্যাকান্ড মেনে নিতে পারে না। তখন শুধু তারাই এই হত্যাকান্ডকে সমর্থন করতে পারে যারা এর থেকে বেনিফিটেড হয়েছে হত্যাকারীদের দ্বারা। যারা সংখ্যায় অতি নগন্য।

আর আজকে সেই বেনিফিটেডদের ছানা পোনারাই এই হত্যাকান্ডকে সমর্থন এবং অপরিহার্য ছিলো বলে নোংরা ইতিহাস বিকৃতি চালাচ্ছে। বংবন্ধুকে ভালোবাসতে শেখ হাছিনার সমর্থক হওয়ার অপরিহার্যতা নেই। বংগবন্ধু দেশ, জাতি, আপামর জনগনের সম্পদ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১০

এ হেলাল খান বলেছেন: পোষ্টে +++

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ !!

আমি কেবল ভালো লাগাকে ছড়িয়ে দিতে কপি পেষ্ট করেছি নিজের বিবেকের দায়ে।

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩২

লিঙ্কনহুসাইন বলেছেন: “আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি।তাঁর ব্যক্তিত্ব ও নির্ভীকতা হিমালয়ের মতো। এভাবেই তার মাধ্যমে আমি হিমালয়কে দেখেছি।” – ফিদেল ক্যাস্ট্রো।

বিশ্বের প্রভাবশালী মিডিয়া বঙ্গবন্ধুকে বর্ণনা করেন এভাবে- ‘তিনি এমন এক বিশাল ব্যক্তিত্ব যার সামনে সহসা মাথা নুয়ে আসে।’

প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের মতে, ‘শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব।’

ফিনান্সিয়াল টাইমস বলেছে, ‘মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিতনা।’

ভারতীয় বেতার ‘আকাশ বাণী’ ১৯৭৫ সালের ১৬ আগস্ট তাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে বলে, ‘যিশুমারা গেছেন। এখন লক্ষ লক্ষ লোক ক্রস ধারণ করে তাকে স্মরণ করছে। মূলত একদিন মুজিবই হবেন যিশুর মতো।’

একই দিনে লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লক্ষ লক্ষ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’

নিউজ উইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেয়া হয়, “পয়েট অফ পলিটিক্স বলে”।

বৃটিশ লর্ড ফেন্যার ব্রোকওয়ে বলেছিলেন, “শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দ্যা ভ্যালেরার থেকেও মহান নেতা”।

জাপানি মুক্তি ফুকিউরা আজও বাঙালি দেখলে বলে বেড়ান,”তুমি বাংলার লোক? আমি কিন্তু তোমাদের জয় বাংলা দেখেছি। শেখ মুজিব দেখেছি। জানো এশিয়ায় তোমাদের শেখ মুজিবের মতো সিংহ হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল.

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬

ফাহীম দেওয়ান বলেছেন: নিজ জাতিকে নিয়ে গর্ব করতে গিয়ে বার বার থেমে যাই নিজেদের অকৃতজ্ঞতার, কৃতঘ্নতার কথা ভেবে।

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো। ধন্যবাদ শেয়ারের জন্যে।

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯

ফাহীম দেওয়ান বলেছেন: হাসান ভাই আপনাকেও ধন্যবাদ।
আপনারা এলে নিজেকে অনেক ধন্য মনে হয়। সাহস পাই।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পোস্ট প্রিয়তে

৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:

পোস্টটা শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯

ফাহীম দেওয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!

৯| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

জেনারেল আলাদিন বলেছেন: " *শেখ মুজিবকে চতুর্দশ লুই এর সাথে তুলনা করা যায়, জনগণ তার কাছে এতই প্রিয় ছিল যে লুই এর মত তিনিও বলতে পারতেন আমিই রাষ্ট্র ।
-পশ্চিম জার্মানি পত্রিকা ।"


রেফারেন্স ছাড়া কিছু উক্তি একেবারে ভূয়া ।

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ।

রেফারেন্স ছাড়া উক্তি গুলার "ভুয়া" প্রমানাদির রেফারেন্স দিলে আরো উপকৃত হতাম।

১০| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০

সাদা পাখি বলেছেন: প্রিয়তে ...

১১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯

ভুক্তভোগী বলেছেন: গ্রামের সচ্ছল পরিবারের সন্তান হয়েও আমার বাবাকে তার ৬২ বছরের জীবনে যে কয়েক দিন ভাতের বদলে রুটি খেতে হয়েছিল তা শেখ মজিবর রহমানের আমলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.