![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের নির্দেশিত টাস্ক ছাড়া সেনাবাহিনী কোন কাজ করবে না এটাই কি স্বাভাবিক নয় ?
সেনাবাহিনী কে নামানো হয়েছে নির্বাচনকালীন শান্তি রক্ষার্থে, আইন শৃঙ্খলা রক্ষার্থে বিরোধী জোটের আন্দোলন দমাতে নয়। সেই কাজের জন্য পুলিশ-বিজিবি-র্যাবের যৌথ বাহিনী কাজ করছে।
সুতরাং "সেনাবাহিনী হস্তক্ষেপ কেনো করলো না, কেনো বাধা দিচ্ছে না ?" এমন উদ্ভট প্রশ্ন মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই না। যারা এমনটা করছে তারা নিজেদের দূর্বলতার কথা ভালো ভাবেই বুঝতে পারছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
ফাহীম দেওয়ান বলেছেন: জ্বী এটুকু মনে আছে, বিগত দিনের সব নির্বাচনেই সেনাবাহিনীকে চাচ্ছিল ১৮ দল, আবার খালেদা জিয়া একটা জনসভায় এও বলেছিলো " সেনাবাহিনী সময় মতো মাঠে নামবে" ------------ বাড়ি উচ্ছেদের পর সেনাবাহিনী কে অকৃতজ্ঞ কুকুর বলে সম্বোধন করা নেত্রীর এমন অদ্ভুত সেনা প্রেমের কারন টা কি ?
যাকে মাঠ থেকে ব্যারাকে ফেরানো যায় না তাকে নিয়ে এতো টানটানি কেন বিরোধী দলের ??
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেছেন: ভাই আপনিও মাথা খাটান। বিগত পাচ বছর আওয়ামেলিগী রাজনীতি দেখছি আর সাথে গত একমাসও। কোনটা হাছা কোনটা মিছা বুঝা হয়ে গেছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
ফাহীম দেওয়ান বলেছেন: জ্বী দেখতেই থাকেন । বয়ষ কতো ভাই ? স্বাবালক হয়েছেন কবে ঠিক ৫ বছর আগেই নাকি আরো আগে। তাইলে একটু পেছনের দিকটা ঘেটে দেইখেন। আর অতীত নিয়ে না ঘাটাদের দলে হলে এটুকুই বলবো, অতীতের উপরই বর্তমান দাঁড়িয়ে। তাই অতীত কে বাদ দিয়ে নিজের অস্তিত্বকে দাঁড় করানো যায় না। ধন্যবাদ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
মেনন আহমেদ বলেছেন: @ লেখক
"আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!"
কিন্তু তাল গাছটাই আপনার আগে দরকার।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
ফাহীম দেওয়ান বলেছেন: তাল গাছ নিয়া টানা টানি করলাম কই ?
আপনি নিজে কি কইলেন আর কি চান বুঝেন তো ?
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২
৭১বাংলা বলেছেন: বাকশাল নিপাত যাক গনতন্ত্র মুক্তি পা্ক
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
ফাহীম দেওয়ান বলেছেন: গনতন্ত্র এই দেশে ছিলোটা কবে ? বাকশালের ইতিহাসটা ভালো মতো জেনে আসেন। আর তার পর সামরিক শাসন, আর স্বাধীনতা বিরোধীদের নিয়া বহহুদলীয় (গন) তন্ত্র !!! টা কেমনে সেইটাও হাতাইয়া দেখেন মিয়া।
তয় শুনেছি ২১ শে আগষ্ট নাকি একবার গনতন্ত্র আনার এটেমপ্ট নেয়া হইছিলো !!! আপনি কি কিছু জানেন ?
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সেনা বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে রাজপথে নেমে যারা প্রতিবাদ জানাবেন তারা কোন সন্ত্রাসী বা জঙ্গী গোষ্ঠি নয়। তারা এ দেশের নাগরিক এবং সরকারের অন্যায়ের প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। বিপুলসংখ্যক লোক যদি নিজের অধিকার আদায় করতে রাজপথে নেমে আন্দোলন করেন সেটাকে রাষ্ট্রবিরোধী কাজ বলার সুযোগ নেই। মানুষ নিজের অধিকার আদায় করতে রাজপথে নামলে সেখানে সেনাবাহিনী সরকারের পক্ষে কোন ভূমিকার রাখলে সেটি গণতন্ত্রের বিপক্ষে সেনাবাহিনীর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের সম্পদ। দেশ রক্ষায় সেনাবাহিনীর জওয়ান ও কর্মকর্তারা কখনোই ভুল সিদ্ধান্ত নেবে না বলে সেনা বিশেষজ্ঞরা মনে করেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬
ফাহীম দেওয়ান বলেছেন: আমার বলা কথার সাথে আপনার কমেন্টের তেমন অমিল পাচ্ছি না। যদি না সেনা বাহিনীর কাছ থেকে কোন পক্ষ্যের হয়ে বিশেষ কন সুবিধা প্রত্যাশী হয়ে থাকেন।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১
রেন বলেছেন: ব্লগার ফাহীম দেওয়ান@ ভাই খালি প্যাচাইলেন, আমার ১নং কমেন্টে প্রশ্নের উত্তরটা দিলেননা।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭
ফাহীম দেওয়ান বলেছেন: ভাই আওয়ামীলিগ যদি গিয়ে থাকে আর সেখান থেকে কোন সমর্থন না পায়, তাহলে তো কথা একই হলো যে সেনাবাহিনী দেয়া টাস্ক এর বাহিরে কিছু করতে যাবেনা, তাদের টাস্ক দেয়া হয়েছে নির্বাচন কালীন আইন শৃঙ্খলা রক্ষা করা আর তাদের উপর কোন আঘাত এলে প্রতিহত করা। তাদের কে তো বিরোধি দলের আন্দোলন ঠেকাতে বলা হয় নাই !!! তাহলে এইখানে বিরোধি দলএর কর্মসুচিতে সেনাবাহিনী কোথাও কোথাও সমর্থন দিচ্ছে বলে যারা ম্যা ম্যা করছে তাদের এসব ম্যা ম্যা কতটুকু যুক্তি সঙ্গত ????
আর দয়া করে আওয়ামীলিগের ইসির কাছে গিয়ে ২৯ তারিখের আন্দোলন প্রতিহত করার আবেদনের খবরের লিঙ্কটা একটু দিবেন কি ?
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: এ দেশের মালিক এখন আওমীলীগ। তাই কোন কথাই বলার কারো কোন অধিকার নাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩
ফাহীম দেওয়ান বলেছেন: ঠিক বলছেন।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: সেনা বাহিনী কারও গোলাম নয়
তারা দেশ রক্ষা ও সেবার ব্রত লয়ে
কাজ করে
আর দেশ আওমির না
জনতার , কে কারে ছাড়ে ।।
উস্কানি আর সহিংসতা নয়
গণতন্ত্র থাকলে বাক স্বাধীনতা সবার
এক্য চাই , আমি বেশ কয়েকজন সুশীল সমাজের ব্যাক্তির সাথে আলাপন করেছি তাদের মত সহিংস নয় সমাবেশ ।।
সরকার যদি সমাবেশ করার অধিকার দেয় তাহলে তারা নাশকতা
করবেনা । আর যদি ধর পাকর করে ১/১১ রমত যে কোন ঘটনার
আশংকা যে ঘটবেনা তার নিশ্চয়তা কে দেবে ।।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪
ফাহীম দেওয়ান বলেছেন: সরকার যদি সমাবেশ করার অধিকার দেয় তাহলে তারা নাশকতা
করবেনা ---এই কথাটি ভেবে বসে থাকার অবস্থা এখন নাই, বিগত বছরের প্রত্যেক্টা আন্দোলন (!!!), সহিংসতা পর্যবেক্ষন করলে সহজেই অনুমেয় কি কি ঘটতে পারে। বিশেষজ্ঞরা ঘটনা ঘটার আগে বলে একরকম আর ঘটে যাবার পর বলে আর এক রকম, তারা ইদানিং সব জায়গাতেই "আগেই বলছিলাম" ভাব নিয়ে রাখে।
আর সরকার প্রতিকার নাকি প্রতিরোধ কোনটা নেবে মনে হয় ???
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৩
আহ্নিক অনমিত্র বলেছেন: সেনা বাহিনীকে কারা বিতর্কিত করছে, তা আসলে আপনার মনে হয়না বোঝা হয়ে উঠবে। নাকি বুঝেও, শিউর হবার জন্যে আপনার এই পোস্ট প্রয়াস !!! কে জানে !!!
সময়ই বলে দেবে !!!
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭
ফাহীম দেওয়ান বলেছেন: আপনি কি মনে করছেন ? লেটস সি
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
যারা স্বপ্ন দেখছে সেনাবাহিনী জনতার সাথে ইটাইটি করবে এরা ছাগল।
সেনাবাহিনী কিভাবে চলবে বা কোথায় ডিউটি থাকবে তা নির্ধারন করে সরকারের।
সরকার যে ভাবে সেনাবাহিনীকে পরিচালিত করবে সেনাবাহিনী সেভাবেই পরিচালিত হবে।
সব সভ্য দেশে এটাই নিয়ম।
সেনাবাহিনীকে নির্ধারিত সময়ের বেশ আগেই নামানো হয়েছিল শীতকালিন মহড়ার নামে। তারা মুলত মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে ছিল। এখন দায়িত্ব রিটার্নিং অফিসার বা ম্যাজিষ্ট্রটের পরামর্শ মত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা।
যেসব হিজবুতি ছাগল স্বপ্ন দেখছে - সেনাবাহিনী কেন জনতার সাথে ইটাইটি করছেনা, তাই জামাতি+হিজবুতিদের সাথে একাত্বতা পোষন করেছে!
একটু পরেই বিদ্রোহ করবে!
হিজবুতি ছাগলে ফেবু ভরে গেছে! হাসেন
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০
ফাহীম দেওয়ান বলেছেন: এইগুলা যে কেন বালেরকেল্লা টাইপ পেইজের কথায় দৌড়ায় বুঝিনা ??? নিজেদের আক্কেল জ্ঞ্যান থাকলে আগে মাথা টারে কাজে লাগাইতো।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
রেন বলেছেন: লেখক@ এই লন আপনার লিংকhttp://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzEyXzI2LTc3LTY5Mzc5
কোন দলের প্রতি অন্ধ সমর্থন থাকলে কোন নিরপেক্ষ মতামত দিতে পারবেন না বা পছন্দের দলের বিপক্ষে যায় এমন নিউজ চোখেঁ পড়বেনা, এটাই স্বাভাবিক।
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই লিঙ্কটা দেবার জন্য। আমার পোষ্টে একজন সচেতন সাধারন হিসেবে আমার দৃষ্টীভঙ্গী দিয়ে যেইটা স্বাভাবিক সেই কথাটাই ব্যাক্ত করেছি। সেখানে অন্ধ ভক্তের কি দেখলেন জানিনা।
এবার আসি আপনার অন্ধত্বের প্রমান টা দেই। ভালো মতো পইড়া দেখলাম লিঙ্কের সংবাদ। সেখানে কোথাও নেই যে ইসি সেনাবাহিনীর সাথে আলাপ করে বিফল হয়ে আওয়ামিলীগ কে না করে দিয়েছে, বরং এটাই আছে যে তিনি সেনাবাহিনীকে তাদের নির্বাচনকালীন আইন শৃংখলা রক্ষ্যার নিয়মিত কাজ ছাড়া আর কোন কাজে ব্যাবহার না করতে বদ্ধ পরিকর। --
একটা ভালো চশমা লাগিয়ে আবার পড়ে দেখুন-
=========================================
আগামী ২৯ ডিসেম্বরের সমাবেশ বন্ধ করতে আওয়ামী লীগের অনুরোধ ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপির ঢাকামুখী অভিযাত্রা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কোনো নির্বাচনী সমাবেশ নয়। একারণে নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না।’
বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে বিকেল সোয়া ৩টার দিকে নির্বাচন কমিশনে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীর। এসময় বিএনপি ঢাকামুখী অভিযাত্রা প্রচলিত আইনে সম্পূর্ণ অবৈধ তাই তাদের ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।
সন্ধ্যায় এ প্রসঙ্গে সিইসি সাংবাদিকদের বলেন, ‘এটা কোনো নির্বাচনী সমাবেশ না। তাই ইসি কোনো ব্যবস্থা নিবে না। এটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার।’
এসময় ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়াও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানান সিইসি রকিবউদ্দিন আহমদ।
বাংলামেইল২৪ডটকম/ ডিসি/ জেএ
===========================
ভাই এইবার বলেন দলীয় অন্ধত্বকে ভালোবেসে আবেগে নিজেই কিছু কাল্পনিক তথ্য জুড়ে দিয়েছেন আপনি।
তাই আপনার কথাতেই থাকলাম-
কোন দলের প্রতি অন্ধ সমর্থন থাকলে কোন নিরপেক্ষ মতামত দিতে পারবেন না বা পছন্দের দলের বিপক্ষে যায় এমন নিউজ চোখেঁ পড়বেনা, এটাই স্বাভাবিক।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
রেন বলেছেন: লেখক@ এই লন আপনার লিংক Click This Link
কোন দলের প্রতি অন্ধ সমর্থন থাকলে কোন নিরপেক্ষ মতামত দিতে পারবেন না বা পছন্দের দলের বিপক্ষে যায় এমন নিউজ চোখেঁ পড়বেনা, এটাই স্বাভাবিক।
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
ফাহীম দেওয়ান বলেছেন: সময় ই সব বইলা দিছে, সেনাবাহিনীর ব্যাপক সমর্থন নিয়া বিরোধী জোট গনতন্ত্রের গুষ্ঠী উদ্ধার করছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬
রেন বলেছেন: আওয়ামীলীগ কি ইসিতে যায়নি ২৯ তারিখের সমাবেশ সেনাবাহিনী দিয়ে প্রতিহত করতে?
রকিবুল সাহেব সেনাপ্রধানের সাথে আলাপ করেই নিরাশ হয়ে আওয়ামীলীগ নেতাদের ফিরিয়ে দিয়েছে।
মনে রাখবেন, সেনাবাহিনী মাঠে নামানো যত সহজ তাদেরকে ব্যারাকে ফেরৎ নেওয়া ততটাই কঠিন।