নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য ,

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

ফাহিম আহমদ

কানের পাশে কার যেন স্মৃতি ফাটা বিলাপের করুন সুর।

ফাহিম আহমদ › বিস্তারিত পোস্টঃ

সময়ের সেরা কৌতুক পর্ব (২)

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

ক্রেতা-বিক্রেতা



ক্রেতা : তাড়াতাড়ি একটা পলিথিন ব্যাগ দিন তো, এক্ষুনি আমাকে ট্রেন ধরতে হবে। বিক্রেতা : মাফ করবেন, ট্রেন ধরার মতো এত বড় পলিথিন ব্যাগ আমার কাছে নেই।;)





গরম চা



১ম চাপাবাজঃ আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!

২য় চাপাবাজঃ কি বলিস! আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি!:|







ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে?



টিচার বললেন, তোমার আম্মুর বয়স কত সোনা?



পিচ্চি বললো, চল্লিশ।



টিচার বললেন, হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।



পিচ্চি এবার বললো, আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?



টিচার বললেন, তোমার আপুর বয়স কত সোনা?



পিচ্চি বললো, আঠারো।



টিচার বললেন, হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।



পিচ্চি এবার বললো, আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?



টিচার হেসে বললেন, তোমার বয়স কত সোনা?



পিচ্চি বললো, আট।



টিচার বললেন, না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না।



এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।





অংকের ক্লাস চলছে

শিক্ষক : বল তো, আমাদের অংক ক্লাসে সবচেয়ে ফাঁকিবাজ কে?

ছাত্র : আপনি স্যার।

শিক্ষক : কী বলছিস?

ছাত্র : আমরা যখন অংক করি তখন তো আপনি হাত গুটিয়ে বসে থাকেন।





শিক্ষক : বাতাস, নদী এবং পানি এই তিনটির যে কোন একটি ওপর ২০ লাইন রচনা লিখ।

ছাত্র : এসব কি বলছেন স্যার? আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কারও ওপর লিখতে পারি না, স্যার!!!





শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন.....



শিক্ষকঃ আচ্ছা, বলতো Grammar কাকে বলে?



ছাত্রঃ যারা গ্রামে থাকে তাদেরকে Grammar বলে। বাংলাদেশের গ্রামে

যারা থাকে তাদেরকে বাংলা Grammar এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ Grammar বলে, স্যার।



ম্যাডাম ,রাজুকে প্রথম প্রশ্ন করলেন-আচ্ছা রাজু বলতো,গাভীর চারটা আছে,কিন্ত আমার আছে দুটো। সে টা কি?

রাজু চুপচাপ চিন্তা করছে,আর মিটিমিটি হাসছে।

ম্যাডাম বললেন,লজ্জা পাবার দরকার নেই রাজু। তুমি সঠিক জবাব দিও।

রাজু বললো, ম্যাডাম,এটা হলো-আপনার দুই পা।



ডাক্তার : আপনাকে কতবার বলেছি চর্বিজাতীয় খাবার খাবেন না।

রোগী : খেতে চাই না, কিন্তু জিহ্বা যে মানে না।

ডাক্তার : এত বড় শরীর ছোট এক জিহ্বার সঙ্গে পারেন না, এ কেমন কথা?

রোগী : জিহ্বা তো আর একা নয় পেটও যে তাকে সাপোর্ট করে।



প্রেমিকাঃ তুমি কি আমায় ভালোবাস?

প্রেমিকঃ বিশ্বাস না হলে পরীক্ষা করো?

প্রেমিকাঃ ধরো তোমার সার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে?



জরুরি টাকাটায় প্রেমিকা চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেনো পারবো না, একশবার পারবো | তবে পরীক্ষা তারিখটা একটু পিছানো যায় না |

(সংগ্রহ)





মন্তব্য ১৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৯

সোনারবাংলা বলেছেন: কমন পড়েছে তারপরেও পেলাস।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫

ফাহিম আহমদ বলেছেন: ঠ্যাংকু

২| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪

হেমায়েতপুরী বলেছেন: এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।

ইডার লিগাই পিলাচ।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬

ফাহিম আহমদ বলেছেন: ঠ্যাংকু।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯

নাযীর আহমদ বলেছেন: ৩ নং জোকস টা দারুন

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০

ম্যাক্স পেইন বলেছেন: :) :) :)

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

নীল ভোমরা বলেছেন: মজাক!

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪

জয় সরকার বলেছেন: ্মজা পাইলাম।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৭

আমি পালোয়ান বলেছেন: ব্যাফক গাভী :)

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০১

মানুষ বলেছেন: শ্রদ্ধেয় নূরে আলম ভাইয়ের কথা মনে পড়ে গেল। স্মৃতী তুমি বদনা।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৭

ঘাসফুল বলেছেন: খিকজ্...

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

আবিরে রাঙ্গানো বলেছেন: শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।
রাজু চুপচাপ চিন্তা করছে,আর মিটিমিটি হাসছে। হে হে হে হে ম্যাডামের ২ টা আছে।

পিলাচ দিসি..........

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৭

রাজামশাই বলেছেন: খিকজ্...

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

আহমেদ রাকিব বলেছেন: :)

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৬

সাইডবেঞ্চার বলেছেন: শিক্ষক : বাতাস, নদী এবং পানি এই তিনটির যে কোন একটি ওপর ২০ লাইন রচনা লিখ।
ছাত্র : এসব কি বলছেন স্যার? আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কারও ওপর লিখতে পারি না, স্যার!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই। :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.