নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য ,

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

ফাহিম আহমদ

কানের পাশে কার যেন স্মৃতি ফাটা বিলাপের করুন সুর।

ফাহিম আহমদ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় মাতৃভাষা শুধুই বাংলা ভাষা। উর্দ নয়, ফার্সী নয়, ইংরেজী নয়, বাংলা আমার ভাষা।

৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৯





শৈশবে যে ভাষায় মাকে 'মা' ডাকতে শিখেছি, দাদ্-দা বলতে বলতে দাদার

স্নেহ কুঁড়িয়েছি, আর আব্বু ডেকে বাবার পেয়েছি বুকভরা ভালবাসা-সে ভাষার নাম বাংলা ভাষা। বাংলা আমার আবেগ-অনুভূতির ভাষা। আমার মনে ও মননে, পেশী ও শোনিতে মিশে যাওয়া ভাষা। এ ভাষাকেই ঘিরে আবর্তিত হচ্ছে আমার সকল আশা, আমার স্বপ্ন ও কল্পনা।

এ ভাষার সুর আমার হৃদয়তন্ত্রীতে আলোড়ণ সৃষ্টি করে, আমার ভাবনাগুলোকে সুবিন্যস্ত করে, আমাকে পরিপাটি করে তৈরী করে উজ্জ্বল

ভবিষ্যতের অফুরন্ত সম্ভাবনায়। তাই গর্ব করে বলতে ইচ্ছে হয়-বাংলা আমার ভাষা। বাংলা আমার মায়ের মুখের প্রিয় ভাষা।

এভাষা দাদীর মুখের কিসসা-রূপ কথার গল্প-দৈত্যপুর-পরীরদেশ-আর

পঙ্খিরাজের গল্প' শোনা স্মৃতিমধুর ভাষা।

আমার বাংলা ভাষা সকাল বেলার প্রার্থনাতে আর্তনাদের ভাষা, দুপুর বেলায়

কর্মক্ষেত্রে ব্যবহারের ভাষা, অপরাহ্নে শ্রান্তিতে আর সন্ধ্যা বেলায় ঘুমের

ঘোরে স্বপ্নবিঁধুর ভাষা। এ ভাষা বিশ্বের ২২ কোটি মানুষে মানুষের' বুকের

ঘরের রত্নাগার কোণায় কোণায় ঠাসা। পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনগোষ্ঠীর

চিরযৌবনা শতরূপী ভাষা।

এ ভাষা ' তিব্বতের গুহাচারী, মনসার দর্পচূর্ণকারী ভাষা। আরকানের রাজসভায় কাব্য চর্চার ভাষা, কায়কোবাদ, নজরুল ইসলাম, ফররুখ

আহমদের ভাষা। লালন ফকির, হাসন রাজা, আব্বাস উদ্দিনের ভাষা।

এ ভাষা বায়ান্ন সালে জার পথে জীবন দেয়া সালাম-বরকত-রফিকের

রক্তে লেখা হার না মানা ভাষা। সেই সুত্রে একুশে ফেব্রুয়ারীতে আন্তজাতিক

মাতৃভাষা দিবসে বিশ্ববাসীর সম্মান আর শ্রদ্ধা নিবেদনের ভাষা। এ ভাষা

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি; জাতীয় চেতনা ও দেশপ্রেমের ঝংকার তোলা শিহরণ জাগানো ভাষা।

এ ভাষা আদর করে পোষ মানানো ময়না-শালিক টিয়ার মুখে প্রস্ফুটিত

ভাষা। আমার বুকের ভেতর জন্ম নেয়া,জিবের ডগায় খেলা করা শ্রুতিমধুর

ভাষা। সবার সাথে, সব সভাতে, অফিস কিংবা আদালতে, সংসদ ভবন-

সংবিধানে, রাষ্ট্রের সকল কার্যক্রমে ব্যভারের ভাষা।

আমার বাংলা ভাষা আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হয়ে টকনাফ থেকে

তেঁতুলিয়া , পশ্চিমবঙ্গ থেকে কলকাতা, লন্ডন থেকে সিয়েরালিওন পর্যন্ত

প্রাসারিত বিশ্বজয়ী ভাষা। আমার প্রিয় মাতৃভাষা শুধুই বাংলা ভাষা।

উর্দ নয়, ফার্সী নয়, ইংরেজী নয়, বাংলা আমার ভাষা। আমি তোমায় ভালবাসি।







একটি কবিতা।



কারো সাথে দেখা হলে

বলি হ্যালো-হাই

বিদায়ের সময় বলি আমরা

টা-টা গুড বাই।

মা হলেন মাম্মী আর

বাবা হলেন ডেড

খারাপ কিছু দেখলে বলি

ইট ইজ ভেরী বেড।

ইএ কি হলো আমাদের

বাঙ্গালী কাচার

বাংলার সাথে করি

ইংরেজী মিক্সার।:DB-)B-)



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৮

সিটিজি৪বিডি বলেছেন: আমরা প্রবাসে ও বাংলা ভাষা চর্চা করে চলেছি। বাংলা আমার মায়ের ভাষা আমার প্রাণের ভাষা, আমি বাংলাদেশী জাতি হিসেবে গর্বিত..

৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩০

ফাহিম আহমদ বলেছেন: আনন্দিত হলাম ভাই।

২| ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৫

টিপূ সুলতান বলেছেন: এক্সিলেন্ট ভাষা রচনা।

মাতৃভাষা বাংলা ভাষা
খোদার সেরা দান,
বিশ্ব সভায় তোমার
রূপ আনির্বাণ।

ধন্যবাদ ফাহিম ভাই।

৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ আপানাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.