![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানের পাশে কার যেন স্মৃতি ফাটা বিলাপের করুন সুর।
বৃষ্টি যদিও কাজের অনেক ব্যঘাত ঘটায়,,,অথবা অনেকের কাছে বিরক্ত ও
মনে হয়। কিন্তু বৃষ্টি আমাকে আনন্দ, অন্য রকম অনুভূতি মনে জাগায় ,
বৃষ্টির রিমঝিম শব্দ আনন্দ যেন আরো বাড়িয়ে দেয়।
পুলাডা কি ভাবে বৃষ্টির পানি খাচ্ছে... আহ্ এ যেন শান্তির ছড়াছড়ি
পিচ্ছিটা যেন ফড়িংয়ের মত আকাশে উড়তে চায়,,,,মন মাতানো দৌড়
অন্যরকম এক অনুভূতি ,,,, এ যেন শান্তির পরশ.......
মেঘের রূপটা কতইনা সৌন্দর্য্য খালি দেখতে মুনঞ্চায়, তাহলে দেখতেই যাই।
আনন্দ
উফ্... আনন্দটা আরো বাড়িয়ে দিল,,,,,,,
কচু পাতা......ভাল লাগছে,,,,,
ভাইয়েরা দুঃখ নিয়েন না একটি ব্যঝাইল্যা পোষ্ট শেয়ার করলাম,
ভাল লাগলে প্রীত হমু এই আর্কি।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০০
ফাহিম আহমদ বলেছেন: কেন বৃষ্টি হচ্ছে নাকি ?
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৫
ফাহিম আহমদ বলেছেন:
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: মেঘের রুপটাই সৌন্দর্য্য হইসে।
তবে বৃষ্টিভেজা দিন ভালো লাগেনা। বিরকক্ত লাগে বেশী বৃষ্টি। বড়জোর আধা ঘন্টা তারপর অসহ্য।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৪
ফাহিম আহমদ বলেছেন: সায়মাপু আমি এর বিপরীত সারাদিন বৃষ্টি হলেও
আমি মহা খুশি...।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৪
প্যাঁচনাই বলেছেন: জব্বর অইচে !!!
২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৫
ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ প্যাঁচনাই ।
প্রীত হলাম।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১০
ডেইফ বলেছেন: ছবিগুলো বেশ চমৎকার। বৃষ্টিতে ভেজার মত আনন্দের কাজ কি আর আছে?মনে হয় সব দু:খ ধুয়ে মুছে নিয়ে যায়।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৪
ফাহিম আহমদ বলেছেন: আমার সাথে একমত হওয়াতে অসংখ্য ধন্যবাদ, আপনাকে।
মনে হয় সব দু:খ ধুয়ে মুছে নিয়ে যায়।
বাহ্ চমৎকার কথা গুলো।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১২
সায়েম মুন বলেছেন: কাম কাজের সময় বৃষ্টি ভালা পাইনা। বৃষ্টি হউক রাইতের বেলা ঘুমানোর সময়। তাইলে আমি আছি। পোষ্টখান সোন্দর হৈছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩০
ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ।
কাজে ব্যঘাত ঘটে অস্বীকার করিনা,,,,,,,,তবে বৃষ্টি ভাল লাগে
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৪
রিমঝিম বর্ষা বলেছেন: শায়মাপ্পির কমেন্টে মাইনাশ। বৃষ্টি ভালো লাগেনা??
হোক কাদা, নষ্ট হোক শাড়ি-জামা.....তবু বৃষ্টি ঝরুক সারা দিনমান।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
ফাহিম আহমদ বলেছেন:
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৬
শরীফ হোসাইন মৌন বলেছেন: পৃথিবীর কোন ভাল লাগাই ভাল লাগা বস্তুটির কৃতিত্ব নয়। মনের পরিধির সবকটি অংশ যদি গমনযোগ্য বা দুর্গম প্রত্যাশায় পূর্ন থাকে তো দুর আকাশের মিটি মিটি জ্বলা তারকাটি ধরেও হাসতে পারি।বৃষ্টিতে ভিজেও বাচতে পারি। পৃথিবীকে সত্যি ই মধুর লাগে। আমার আজ বৃষ্টি ভাল লাগছে।তা বৃষ্টির দোষ নয়,ভাল লাগার জন্য যে চেতনাকে হৃদয় থেকে বৃষ্টির কাছে পাঠাবো সে চেতনা হারিয়ে গেছে সবার অগোছরে। সে শুধু বলেছিল,:শরীফ ফিরে যাও:
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১৭
ফাহিম আহমদ বলেছেন: বাহ্ দারুন বলেছেন তো।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮
শরীফ হোসাইন মৌন বলেছেন: পৃথিবীর কোন ভাল লাগাই ভাল লাগা বস্তুটির কৃতিত্ব নয়। মনের পরিধির সবকটি অংশ যদি গমনযোগ্য বা দুর্গম প্রত্যাশায় পূর্ন থাকে তো দুর আকাশের মিটি মিটি জ্বলা তারকাটি ধরেও হাসতে পারি।বৃষ্টিতে ভিজেও বাচতে পারি। পৃথিবীকে সত্যি ই মধুর লাগে। আমার আজ বৃষ্টি ভাল লাগছে না। তা বৃষ্টির দোষ নয়,ভাল লাগার জন্য যে চেতনাকে হৃদয় থেকে বৃষ্টির কাছে পাঠাবো সে চেতনা হারিয়ে গেছে সবার অগোছরে। সে শুধু বলেছিল,:শরীফ ফিরে যাও:
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১৯
ফাহিম আহমদ বলেছেন: দুঃখ লাগলো..। সান্তনা দেবার কোন উপায় দেখছিনা। ধন্যবাদ আপনাকে।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৬
মাহবু১৫৪ বলেছেন:
+++
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২০
ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন: লেখক বলেছেন: সায়মাপু আমি এর বিপরীত সারাদিন বৃষ্টি হলেও
আমি মহা খুশি...।
আগেই বুঝেছিলাম তুমি এক নং আলসে।
আলসেদের এমন দিনরাত ভর বৃষ্টি ভালো লাগে। কোন কাজনাই কাম নাই। বসে বসে ঘুমানো বা ঝিমানো।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২১
ফাহিম আহমদ বলেছেন: আপুঊঊঊঊঊউ বললেন টা কি :-< :-< :-< :-<
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: রিমঝিম বর্ষা বলেছেন: শায়মাপ্পির কমেন্টে মাইনাশ। বৃষ্টি ভালো লাগেনা??
হোক কাদা, নষ্ট হোক শাড়ি-জামা.....তবু বৃষ্টি ঝরুক সারা দিনমান।
ইয়াক ইয়াক সেটাও আরেকটা কারণ
শাড়ি জামা ভিজে যায় , কাদা লেগে সাধের জামা নষ্ট কয়।:
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২১
ফাহিম আহমদ বলেছেন:
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: কিন্তু তোমাকে ভালো লাগে বর্ষামনি।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২২
ফাহিম আহমদ বলেছেন:
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩২
গুরুজী বলেছেন: +
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৩
ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ গুরুজী
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: আহ্ বৃষ্টি। বৃষ্টি ঝরলেই মনটা কোথায় যেন হারিয়ে যায়.....
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৩
ফাহিম আহমদ বলেছেন: ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: আহ্ বৃষ্টি। বৃষ্টি ঝরলেই মনটা কোথায় যেন হারিয়ে যায়
একমত ধন্যবাদ
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৪
রবিনহুড বলেছেন: আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি
তোমাকে দিলাম....
শুধু শ্রাবন সন্ধ্যাটুকু
তোমার কাছে চেয়ে নিলাম...
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৬
ফাহিম আহমদ বলেছেন: বারি সুন্দর কইছেন তো। + দিলাম
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৫
নিমা বলেছেন: হুমম
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩০
ফাহিম আহমদ বলেছেন:
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++
রিমঝিম
রিমঝিম
রিমঝিম
২৩ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৬
ফাহিম আহমদ বলেছেন: রিমঝিম
রিমঝিম
রিমঝিম
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
রাজসোহান বলেছেন: সোজা বিছানায় ঘুম :-<