নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের মেয়ের জামাই বিদেশ থেকে মেয়েকে আলাদা টাকা পাঠালে আপনি রসিয়ে গল্প করেন- "বুঝলেন, আমার মেয়ের জামাইটা খুব ভাল। সবসময় বউ-বাচ্চার খোঁজ-খবর রাখে"!
অথচ,
নিজের ছেলে তার স্ত্রীকে টাকা দিলে আপনি জনে জনে কত কী বলেন!! " আর বইলেন না, বউটার কারণেই ছেলেটা কোনো উন্নতি করতে পারছে না। রক্তচোষা এক ডাইনিকে ঘরে এনেছি, রাজরানীর খরচ জোগাতেই ছেলে আমার রসাতলে"।
নিজের মেয়ে যখন শশুড়-শাশুড়ি সবাইকে ছেড়ে স্বামীকে নিয়ে আলাদা হতে চায়, আপনি বলেন- "এতো বড় সংসার, মেয়েটা আর কত টানবে! আমার মেয়ে বিধায় এতোদিন যৌথ-সংসার করেছে, অন্য কেউ হলে কবে যে আলাদা হয়ে যেত"!
অথচ,
নিজের ছেলে যখন বউকে নিয়ে আলাদা হয়ে যায়, আপনি কত খারাপ ভাষায় না বলে বেড়ান- "শেষপর্যন্ত রাক্ষসীটা আমার ছেলেকে যাদু করে ফেললো। রক্তের বাঁধন ছিঁড়ে ছেলেকে আলাদা করে ফেললো মেয়েটা"!!
সমাজে দেখা যায়, মেয়ে ধ্বংস হওয়ার জন্য প্রার্থনাও করেন অনেকে! ভাবতে অবাক লাগে, জাগতিক সকল বিষয়ে কত সচেতন এবং বিবেকবান মানুষরাও এহেন হীন আচরণ খুবই স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছে। ধর্মীয় বিষয়ে কত সচেতন এবং পরহেজগার ব্যাক্তিরাও দেখা যায়, এব্যাপারে বড়ই অবিচারক। অন্য কথায়, জালিম।
আফসোস, সেই সকল পিতামাতার জন্য। যারা তাদের হৃদয়টা এতটুকু প্রসারিত না করার কারণে একদিন লজ্জাবনত হয়ে কাঠগড়ায় দাঁড়াবেন, তাদেরই কন্যাসম কারো সম্মুখে......
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
ফাহিম বদরুল হাসান বলেছেন: ঠিক আছে কিন্তু তা সংখ্যায় কত??
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২১
রাফা বলেছেন: দিন পাল্টাইতে একটু সময়তো লাগবে ।নেক্সট জেনারেশনে দেখবেন এই সমস্যা অনেকটাই কেটে যাবে।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২
ফাহিম বদরুল হাসান বলেছেন: হতে পারে।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
জনি চৌধুরী বলেছেন: লিখাটা ভালো লেগেছে, সবাইকে মানা উচিত আমার মেয়ে, বোন অন্য কারো ঘরে স্ত্রী, অন্য কারো মেয়ে, বোন আমার ঘরেও তাই। যদি আমরা অন্য মেয়েকে নিজ মেয়ের চোখে দেখি তাহলে আমাদের সমাজ এবং সাংসারিক জীবনের অনেক অশান্তি কমে আসবে, তবে কিছু ডাইনি যে এই সমাজে নেই তা কিন্তু ঠিক না। আমি একটা কথা বলবো আজ যে স্ত্রী কাল সেই শাশুড়ি, তাই খেয়াল রাখা প্রয়োজন।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫
ফাহিম বদরুল হাসান বলেছেন: সহমতের জন্যে ধন্যবাদ।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
মহসিন৭১ বলেছেন: http://www.bbarta24.net/blog/2015/12/17/12392 লেখাটা শেয়ার করলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
ফাহিম বদরুল হাসান বলেছেন: অকে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৬
ফেরদৌসা রুহী বলেছেন: এখন এই অবস্থার অনেকটাই পাল্টেছে।
এই যুগে ছেলের বিয়ের পর মা বাবাই ইচ্ছে করে ছেলেকে আলাদা থাকতে বলে, যারা সচেতন মা বাবা তারা।