নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

>>কোথায় মুসলিম-আচার আর কোথায় পশ্চিম-কালচার

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪

(প্রসঙ্গ: হাঁচির দোয়া ও আশির্বাদ)
●বেশ ক'বছর আগের কথা। ফ্রান্সে সবে এসেছি। এদেশের রীতিনীতি তেমন জানি না। একদিন ট্রেনে যাচ্ছিলাম কোথাও। হঠাৎ করে হাঁচি এলে মনে মনে আলহামদু লিললাহ বললেও সামনের লোকের দিকে তাকিয়ে ফরাসী কালচার অনুযায়ী "pardon"(দুঃখিত) বললাম। লোকটি প্রত্যুত্তরে একটু মুচকি হেসে বলল, "à vos souhaits"।
-কী বলল এবং এর মানে কী, আমি কিছুই বুঝলাম না। তবে এটুকু বুঝেছিলাম যে, এদেশে কেউ হাঁচি দিলে উপস্থিত লোকেরা কিছু একটা বলে।
বিষয়টার প্রতি প্রবল আগ্রহের কারণে নেটে সার্চ দিলাম। খুঁজ নিয়ে দেখি, ফরাসিরা "হাঁচি" কে "শুভ লক্ষণ" মনে করে। তাই কেউ হাঁচি দিলে আশির্বাদস্বরূপ বলে, "à tes/vos souhaits (God bless you) কিন্তু তারা জানেও না, এই কাজটা শুভ হল কেন!
অথচ কী আশ্চর্য!! ইসলাম চৌদ্দশত বছর পূর্বে বলে গিয়েছে, হাঁচি আসলেই মানুষের জন্য শুভ। এর কারণও বলে দিয়েছে। হাঁচির মাধ্যমে শয়তান দূরীভূত হয়। তাই যে হাঁচি দেবে সে বলবে, :আলহামদু লিললাহ" আর প্রত্যুত্তরে সামনে থাকা লোক বলবে,"ইয়ারহামু কাল্লাহ"।
একটু ভাবলে দেখা যায়, পাশ্চাত্য বর্তমানে যে সভ্যতার প্র্যাকটিস করে আধুনিকতার দাবী করে,ইসলাম নিজ সভ্যতাকে সেই কবে থেকে আধুনিকতার উৎকর্ষে উপনীত করে রেখেছে।
কী অনুপম এবং আধুনিক আমাদের এই ইসলাম! অথচ আমাদের অজ্ঞতা আর অচেতনতার কারণে আজ ইসলামকে বলা হয় "ব্যাকওয়ার্ড, সনাতন, অচল"। ইসলামের সকল সৌন্দর্য তারা নিয়ে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে আর যত পঁচা-নষ্ট রয়েছে, দিয়ে দিচ্ছে ইসলামের ঘাড়ে।
●ইসলামের ইউনিক পয়েন্টের উদাহরণ হিসেবে যদি চ্যালেঞ্জ করা হয় পুরো বিশ্বকে যে, কুশল বিনিময়ে ইসলামের "আসসালামু আলাইকুম" এর চেয়ে উন্নত এবং সারগর্ভ আরেকটা ধর্মীয় কিংবা সভ্যতার রীতি দেখাতে। কিয়ামত এসে যাবে, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারবে না।
●আফসুস হয়, আমাদের ধর্ম সম্পর্কে নিজেরা এতোটা অন্ধ যে, কেউ ইসলামকে "অন্ধকার জগত" বললে আমরা আলো দেখানো তো দূরে থাক, "ইসলাম আলো দেয়" এটাই বলতে পারি না। উল্টো নিজেদের এমনভাবে লুকানোর চেষ্টা করি যেন, মুসলিম হয়ে ঠেকে গেছি!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:২৩

শাহাদাত হোসেন বলেছেন: আমরাই আমাদের ধর্মকে ধ্বংশ করতে উঠে পড়ে লেগেছি ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

ফাহিম বদরুল হাসান বলেছেন: ঠিক তাই। পড়ে মন্তব্য করার জন্যে ধন্যবাদ অশেষ!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

মানবী বলেছেন: প্রতিটি ধর্ম শেষ পর্যন্ত এক আল্লাহ্'র ইবাদত করে বলেই বিশ্ব জুড়ে মানুষের ভাষা, বর্ণ, গোত্রের ভিন্নতা সত্ত্বেই বিশ্বাসে এমন মিল। অপরকে হাঁচি দিতে শুনলে "Bless You" বলাটা আমেরিকানদের অভ্যাস।

আমার কথোপকথনের মাঝে প্রায়ই "ইনশাহ্আল্লাহ্ ব্যবহৃত হতে শুনে এক পোর্টেরিকান বান্ধবি জানতে চায় এর অর্থ কি, অর্থ বললে সে খুব উৎসাহ নিয়ে জানায় এমনটাই সে ভেবেছিলো, কারন তাঁরাও এমনই শব্দ ব্যবহার করে।

পোস্টের জন্য ধন্যবাদ ফাহিম বদরুল হাসান।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: আপ্নাকেও অশেষ ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

ধমনী বলেছেন: সুন্দর পোস্ট।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: অশেষ ধন্যবাদ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

উচ্ছল বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ ফাহিম বদরুল হাসান।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

ফাহিম বদরুল হাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়ার জন্য।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

নিমগ্ন বলেছেন: হাঁচির মাধ্যমে শয়তান দূরীভূত হয়। < শয়তানটা কি? বলবেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: শয়তান হচ্ছে জ্বীন জাতির মধ্যে অভিশপ্ত দল। জীন হচ্ছে, একপ্রকার প্রাণী।
আর যারা জ্বীনে অবিশ্বাসী, তাদেরকে শয়তানের কুমন্ত্রণা না বলে কুপ্রবৃত্তি বললে সহজ হয়। ধন্যবাদ।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

সুখী পৃথিবীর পথে বলেছেন: একমত।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর পোস্ট , পড়তে খুব ভালো লেগেছে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: শুনে ভালো লাগলো। আপনাকেও সুন্দর কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

মামুন রেজওয়ান বলেছেন: সত্যি আমরাই আমাদের ধর্মের ঐতিহ্য নষ্ট করছি।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১২

ফাহিম বদরুল হাসান বলেছেন: অন্যঅর্থে, এখনো ধর্মের সমৃদ্ধি সম্পর্কে ধারণাই নেই আমাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.