নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

আপনার ছেলে কারো জামাই, আপনার মেয়েও কারো বউ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

●মেয়ের জামাই যদি বিদেশে থাকে এবং সেই মেয়ে শশুর-শাশুড়িকে গ্রামে রেখে বাচ্চাদের উন্নত লেখাপড়া করার অজুহাতে শহরে যায়, আনন্দে হিয়া দোলে।
(অনুভূতি) "আহা!কী সুখকর সিদ্ধান্ত"!!

সেই একই মানুষের ছেলের বউ যদি এভাবে বাচ্চাদের মানুষ করার জন্য শহরে যায়, ব্যথায় কুঁকড়ে যান।
(অনুভূতি) "ডাইনি বউটা শেষতক ছেলেটাকে মা-বাবা থেকে বিচ্ছিন্ন করে দিল"!!

●যখন মেয়ের জামাই বিদেশ থেকে তাকে টাকা পাঠায়, কী আনন্দ আর প্রশংসা!
(অনুভূতি) "জামাইবাবু আসলে অনেক ভাল মানুষ। সবদিক খেয়াল রাখে"!!

সেই লোকেরই ছেলে যদি তার শশুরবাড়ি কালেভদ্রে কিছু টাকা দিয়ে দেয়, ওরে কী বদদোয়া আর গালমন্দ!!
(অনুভূতি) ছেলেটাকে শশুরবাড়ির লোক তাবিজ করেছে!!

●বোনের জামাই যদি বিদেশ থেকে শালা-শালীকে দামী মোবাইল পাঠায়, কী আনন্দ আকাশে বাতাসে!
(অনুভূতি) "দুলাভাই যেন আত্মার আত্মীয়'!!

সেই তাদেরই ভাই যদি তার শালা-শালীর সাথে একটু কথা বলে, পাঁজরে চিনচিন করে!
(অনুভূতি) "বিয়ে করে ভাইটা আমাদের ধ্বংস হয়ে গেল"!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

আস্তিক এলিয়েন বলেছেন: কালো বউ নাকি কারো বউ.।?? স্পেলিং মিসটেক

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

ফাহিম বদরুল হাসান বলেছেন: অনেক ধন্যবাদ!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

ধমনী বলেছেন: শিরোনাম ঠিক করে দেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

ফাহিম বদরুল হাসান বলেছেন: সিউর। করে ফেললাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.