নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
●যে দেশের ইমামের/খতীবের বেতন কাজের বুয়ার চেয়ে কম (সেটাও বকেয়া!), সে দেশের ইমাম/খতীব তো জুম্মার নামাযের পরে সুপারি,পেঁপে,নারিকেল নিলাম করবেই।
●যে দেশের মুয়াযযিনের বেতন গৃহস্থীর চাকরের চেয়ে কম(সেটাও বকেয়া!), সে দেশের মুয়াযযিন তো ফজরের নামাযের পরে পুকুরঘাটে বসে মাছকে ধানের গুড়া খাওয়াবেই।
●যে দেশের মসজিদ বানাতে সারাজীবন রাস্তার পাশে দানবক্স রাখতে হয়, সে দেশের মসজিদের মুসল্লিরা তো আজীবন মসজিদ নিয়ে রাজনীতি করবেই।
☆বাংলাদেশে শতকরা নব্বই জন মুসলমান হতে পারে, কিন্তু ঈমানের নব্বই শতাংশ শতকরা নয়জনের আছে কি না, সন্দেহ।
কীভাবে সম্ভব হয়, একটি মহল্লার পাঁচ হাজার মানুষ মিলে ইমামের মাত্র দুই/চার হাজার টাকা বেতন দিতে সামর্থ্য হয় না!
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
ফাহিম বদরুল হাসান বলেছেন: জী, এটাই কথা। মসজিদের ইমাম হওয়া উচিত ছিল, যে সমাজের ইমাম। আমরা ইমাম নিয়োগ দেই এমন লোককে, যিনি নিজেই জানেন না, "ইমাম" মানে নেতা। তিনি কী বা নেতৃত্ব দেবেন, তাই বেতনভুক্ত চাকর।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
বাংলার জামিনদার বলেছেন: দরকার নাই, বইসা বইসা খাওয়ানোর। যা দেওয়া হয় তাই তো বেশি। সবই বাজার দর। বুয়া যেহেতু উনার চেয়ে বেশি পরিশ্রম করে তাই তার উপার্জন বেশি।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
ফাহিম বদরুল হাসান বলেছেন: হ্যাঁ। সর্বদা কায়িক শ্রমকে মূল্যায়ন করা উচিত। যোগাযোগ মন্ত্রীর চেয়ে রাস্তা নির্মাণকারী শ্রমিকের বেতন বেশি হওয়া উচিত। মন্ত্রী তো শুধু এসি গাড়িতে ঘুরাঘুরি করেন। অট্টালিকা, হাইক্লাস গাড়িসহ যাবতীয় সুবিধা দিয়েও কেন এতো বেতন দেয়া হয়? ইনজাসটিজ, টোটাল ইনজাসটিজ।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক বলেছেন । ভন্ড পীরদের মাজার বানাতে কারো কাছে যেতে হয় না।
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৪
ফাহিম বদরুল হাসান বলেছেন: ঠিকই বলেছেন। সহমতের জন্য ধন্যবাদ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
আজাদ মোল্লা বলেছেন: একটি সত্য তুলে এনেছেন , এ সমাজের লোক গুলি যার পিছনে নামাজ পড়বে তার পেটে ভাত আছে কি নাই তাহা জানার দরকার মনে করে না ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৯
ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ। ইমাম যে একজন নেতা, যার নামাজ না হলে কারো নামাজ হবে না- ইটা ভাবতেই পারি না। মne হয়, একজন চাকর রেখে দিয়েছি।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৮
Jahirul Sarker বলেছেন: আমি নিজে দেখেছি অনেক মসজিদে ঈমাম সাহেবকে কমিটির লোকেরা ডাকে ধমক দিয়ে ।
তারা ঈমাম সাহেবকে দূর থেকে ডাকে, ঐ হুজুর এদিক আহেন তো।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
Hasan Tareque বলেছেন: আহ, গুনির কদর না থাকলে গুনি জন্মাবে কিভাবে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
আহমেদ_১৯৭০ বলেছেন: বেতনভুক ইমাম না রেখে সমাজপতি ইমামতি করলেই তো হয়।