নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
●ফ্রান্সে আমার পরিচিত একজন হিন্দু দাদা আছেন। প্রায় পাঁচ বছর ধরে চিনি। পেশায় নরসুন্দর। যে সেলুনে চুল কাটেন, অধিকাংশ কাস্টমারই মুসলিম। বিশেষতঃ মিডল-ইস্টের আরবি লোক। এই আরবিরা ধারণা করে, বাংলাদেশী মানেই মুসলমান। আর তাদের এই ধারণার সুযোগটা ঐ দাদা খুব ভাল করে utilize করছেন। যখন কোনো আরবি কাস্টমার আসে, তিনি সুন্দর করে বলেন- Assalamu alaikum, ça va (ফরাসি "কেমন আছ" অর্থে) habibi"। তার এই সালামের কারণ হল, ওরা মুসলিম জানলে একটু বেশি টিপস দিতে পারে।
এরকম আরো কত উদাহরণ পাওয়া যায়। যেমনঃ রেস্টুরেন্টে মদ বিক্রি করা হয়, অথচ সামনে বেশ বড় করে “হালাল” লিখা সাইনবোর্ড সাঁটানো। এমনও অনেক অমুসলিম আছেন যারা “হালাল” এর সংজ্ঞা জানেন না, অথচ “হালাল” লিখে রাখছেন। মুসলমানের আধিক্যের কারণে এই ইসলামাইজেশনের প্রবণতাটা ইউরোপের মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি।
●যাই হোক, তাদের সামান্য অর্থনৈতিক লোভে ইসলামের এই misuse হয়তো সামগ্রিক কোনো ক্ষতি করছে না। কিন্তু বিশ্বজুড়ে এমনও অনেক brand-logo বিক্রি হচ্ছে, যার কারণে একটি জাতি কিংবা ধর্মের ব্যাপক ক্ষতি হচ্ছে। যেমন, "মাদানী"। কারো নামের সাথে এই উপাধিটা দেখার পর সাধারণ মানুষের মনে আলাদা একটা সম্মান,গ্রহণযোগ্যতা, মুহব্বাত জন্ম নেয়। কারণ, মাদানী'র সাথে জড়িয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনা মুনাওয়ারা, আছে মদিনা ইউনিভারসিটি। কিন্তু আজকাল কিছু কিছু "মাদানী" লক্ববধারী মানুষের আচরণে,কথায়,ফাতওয়াবাজিতে সেই "মাদানী" গ্রহণযোগ্যতা হারাচ্ছে।
•থলেতে একটু হাত দিলেই দেখা যায়, এই মাদানীদের কেউ কেউ মদিনা ইউনিভারসিটি থেকে শুধু আরবি ভাষার উপর একটা "ল্যাংগুয়েজ ডিপ্লোমা" করেছেন। কেউ তো আবার মদিনা ইউনিভারসিটিতেই পড়েন নি, শুধু সৌদি আরবে বসবাস করছেন, কোনো পান্জেগানায় নামায পড়ান। অথচ তাদের কথায় বুঝা যায়, এই মাত্র স্বয়ং নবিজি এসে তাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে গেছেন। তিনিই সঠিক জেনেছেন। বাকি, ভুল সবই ভুল! অত্যন্ত দুঃখজনকভাবে তারা সাহাবি, তাবেঈ, তাবে তাবেঈ নিয়ে ঢং করেন। সুবহানাল্লাহ।
●এভাবে চলতে থাকলে একসময় "মাদানী" শুনলে হয়তো মানুষ বলবে, "ওও বুচ্ছি। উনি ঐ গ্রুপ"। কেননা মানুষ কখনো চুন খেয়ে মুখ পুড়লে যে দুধ দেখলেও ভয় পায়।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০
ফাহিম বদরুল হাসান বলেছেন: হাহাহা। গাজী ভাই, দিন অনেকটা বদলেছে। এরকম জাতিভেদ ধীরে ধীরে কমছে। একসময় হিন্দু কারো ঘরে মুসলিম ঢুকলে পুরো ঘর মাটি দিয়ে লেপে দিত। যা কিছুতে মুসলিম হাত দিত, সব ধৌত করত। আর এখন? সব সার্বজনীন হয়ে গেছে।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
মহসীন আহমেদ ওহী বলেছেন: ধন্যবাদ ৷ অ্যারাবিয়ান মদের দোকানে "হালাল" লেখা নিয়ে মনে বেশ খটকা লেগেছিলো, সেই খটকা দূরীকরণে আপনার পোস্ট সম্পুর্নরুপেই সফল ৷
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
ফাহিম বদরুল হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
হিন্দু নাপিতের হাতে চুল কাটাচ্ছে আরবী মুসলমান? তাদের চুলের কি হবে কে জানে!