নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

পরিবেশ পরিচিতি সমাজ

২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২২

ভাই-বোন মিলে কার "কোন নায়ক/নায়িকা পছন্দ" রসিয়ে আড্ডা দেয়। এমনকি সেলিব্রিটিদের অংগালোচনাও করে। কার চোখ,কার মুখ ইত্যাদি সহ কী কী কেমন আকর্ষনীয়!!

কিন্তু;
জীবনসংগী হিসেবে কীরকম মানুষ পছন্দ, বলতে পারে না! লজ্জা পায়। পাছে লোকে বেহায়া বলবে!!!

দুইভাই একসাথে বসে সেমি-পর্ন হিন্দি ফিল্ম দেখে। এমনকি একজন আরেকজনকে নায়িকার ডান্স-কোয়ালিটি বুঝিয়ে দেয়!!!

কিন্তু;
একসাথে বসে খাওয়া-দাওয়া করে না। পাশাপাশি দাঁড়িয়ে নামায পড়ে না। লজ্জা পায়। পাছে লোকে বেয়াদব বলবে!!!

সামান্য কয়েকটা টাকা উপার্জনের কারণে, বিদেশ থেকে বাবাকে ডিরেকশন দেয়, কেমনে ঘর বানাতে হবে, কোথা হতে রড-সিমেন্ট আনতে হব। এমনকি কয়টা দরজা-জানালা হবে, তাও টেলিফোনে অর্ডার দেয়!!!

কিন্তু;
ইসলামের বিশাল জ্ঞান অর্জনের পরও বাবাকে জিজ্ঞাসা করতে পারে না, "দেখি আব্বা, আপনার সুরাগুলো কি শুদ্ধরূপে মনে আছে, দোয়ায়ে কুনুত মনে আছে তো"! লজ্জা পায়। পাছে বেয়াদবি হয়ে যায়!!!

ডাক্তার যখন বলেন, 'আপনার মায়ের ডায়াবেটিক', বাবা মাকে তখন কড়া ভাষায় "মিষ্টি/চিনি" নিষেধ করে!!!
কিন্তু;
হুজুর যখন বলেন, 'জর্দা/সিগারেট হারাম', নিষেধ তো দুরে থাক, বাবা মাকে কৌশলে মানা করতেও লজ্জা পায়। পাছে বেয়াদবি হয়ে যায়!!!!

>>শয়তান যে আমাদের সমাজটাকে কীভাবে প্যাঁচিয়ে রেখেছে, আমাদের সামাজিক আচরণ দেখলে পরিস্কার বুঝা যায়!!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

তদন্তকারী বলেছেন: কোন আচরন বেয়াদবি, সেটি কে নির্ধারন করে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: সমাজ নির্ধারণ করে। যেমনঃ ফ্রান্সে বাবা মা সহ আপন জনকে সবাই "তুই" সম্বোধন করে। এটা এখানে বেয়াদবি নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.