নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

পরিবেশ পরিচিতি সমাজ (২)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

(এক)
2015 সালঃ
আসসালামু আলাইকুম, মাস্টার সাব! কোথায় যাচ্ছেন, সাথে কে?
•ওয়া লাইকুম সালাম। হুজুর, মেয়েকে নিয়ে কলেজে যাচ্ছি। মেয়ের অনেক আশা উচ্চশিক্ষার। দোয়া করবেন।
শুনেন মাস্টার সাব! মেয়েদের এতো লেখাপড়া দিয়ে কী হবে? ভাল পাত্র দেখে বিয়ে দেন। আমার মেয়েকে তো আলহামদুলিল্লাহ এবছর বিয়ে দিলাম।
•জী, ইনশাআল্লাহ।
2020 সালঃ
স্লামালিকুম, হুজুর! কোথায় যাচ্ছেন, সাথে কে?
•ওয়ালাইকুমুস সালাম। মাষ্টার সাব, মেয়েকে ডাক্তার দেখাতে শহরে নিয়ে। আচ্ছা, আপনার কি পরিচিত কোনো মহিলা গাইনী ডাক্তার আছেন?
জী হুজুর। আমার মেয়েই তো এখন ডাক্তার। দাঁড়ান, এখনি বলে দিচ্ছি। কোনো চিন্তা করবেন না।
•আলহামদুলিল্লাহ। অনেক টেনশন থেকে বাঁচালেন মাস্টার সাব।

■ (দুই)
2015 সালঃ
কী মিয়া কলিমুদ্দীন! ছেলেকে নিয়ে কই যাও?
•স্যার, ছেলেকে শহরে ভাল একটি মাদরাসায় নিয়ে যাচ্ছি।
শোনো মিয়া! ছেলেক মাদরাসায় দিয়ে জীবন নষ্ট করো না। সারাজীবন মানুষের দিকে তাকিয়ে থাকবে। তার চেয়ে স্কুল-কলেজে পড়াও। নিজে সুখি হবা, ছেলেরও একটি ভবিষ্যত হবে।
•ওকে যাই, স্যার। দোয়া করবেন।
2020 সালঃ
স্লামালিকুম স্যার। এরকম বেহুঁশের মতো কোথায় যাচ্ছেন?!
•আর বলো না কলিমুদ্দীন। আমাদের জমিজমা নিয়ে ভাইদের মধ্যে ঝগড়া হয়ে আজ রক্তারক্তি হয়ে গেছে। এখন ফরাইযের মাস’আলা জানতে মাদরাসায় মুফতি সাহেবের কাছে যাচ্ছি।
স্যার, একটু দাঁড়ান।আমাদের মাদরাসার মুফতি তো আমার ছেলে। আপনি বাড়ি যান, আমি ছেলেকে আপনাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি।
•আহ কলিমুদ্দীন। অনেক টেনশন থেকে বাঁচালে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

আম আদমি বলেছেন: খুব ভালো লাগলো। আজকে যে বীজটা বোনা হবে কাল তো ফল দেবেই।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ। সুস্থ দেহের জন্য বহুজাতিক ফল প্রয়োজন।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

আরণ্যক রাখাল বলেছেন: সবাই খালি ডাক্তার আর মুফতি হৈতে চায়| আমি চারিদিকে খালি ডাক্তার দেখি

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

ফাহিম বদরুল হাসান বলেছেন: হাহাহা। সবাই একদিকে দৌড় দিলে এদিকে প্রতিযোগিতায় পড়ে অনেকে ঝরে যাবে। আবার অন্যদিকে অন্ধকার রয়ে যাবে।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

মিউজিক রাসেল বলেছেন: +++ ভালো পোষ্ট

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: এটা কি সংগৃহীত ??

২য়টি তেমন গ্রহণযোগ্য নয়...

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

ফাহিম বদরুল হাসান বলেছেন: জী না, পরিবেশ থেকে কল্পিত। দ্বিতীয়টিরও চিত্রও প্রায়ই প্রস্ফুটিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.