নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
■আচ্ছা হুজুর, মিলাদুন্নবী অর্থ তো "নবীর জন্মদিন"? নিজেদের বাচ্চাদের জন্মদিন পালন করলে ''বিদ'আত বিদ'আত" বলে কেউ চিৎকার দেয় না অথচ নবীর জন্মদিন! নবীর মুহাব্বাতে এটা পালন করলে সমস্যাটা কী?
●12ই রবিউল আউয়ালে না হয় নবীর প্রেমে আনন্দ করেন। বাকি সারা বছর কার আনন্দে "মিলাদ" করেন?! কেউ মরলে মিলাদ কেউ বাঁচলে মিলাদ, কেউ মোটা হলে মিলাদ কেউ চিকন হলে মিলাদ, কারো দশে মিলাদ কারো চল্লিশে মিলাদ, কারো আনন্দে মিলাদ কারো বেদনায় মিলাদ!
■এই মিলাদ আর সেই মিলাদ এক নয় তো!
● ঠিক আছে। সেই মিলাদ ছেড়ে দেন, হুজুররা এই মিলাদে আপনাদের পিছু ছেড়ে দেবে।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১০
ফাহিম বদরুল হাসান বলেছেন: তারা তো বিভিন্ন মৃত্যু দিবসে শোক দিবসে দেখি মিলাদ করেন। তারা জানেনই না, মিলাদ অর্থ জন্মদিন। আর আটরশি/নয়রশি- এদের ব্যাপারে কেমনে বলবো! মানি ইজ হানি। বিনোদন আর টেকা একলগে!!!
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
নতুন বলেছেন: কারুর মৃত্যু দিবসে ঈদপালন করে কিভাবে?
আর এই মিলাদুন্নবী উপলক্ষে যে মুরিদানের কাছ থেকে কোটি কোটি টাকা চাদা উঠে সেটা নিয়ে কিছু বলেন?
রাজারবাগী/দেওয়ানবাগী/আটরশি.... এই রকমের সবাই যারা ধম`ব্যবসা করছে তারাই কিন্তু নতুন নতুন ধমী`য় দিবশ নিয়ে আসছে...
কারন কি???
একটাই<<<< টেকা আর টেকা...