নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

টুইন টাওয়ার কি কিছুই দেয় নি!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩


●2001 সালের 11ই সেপ্টেম্বর। আমেরিকার টুইন টাওয়ারে কে বা কারা প্লেন হামলা করেছিল জানা নেই। কিন্তু এই ছোট্ট হামলার ফলাফল যে কত ব্যাপক এবং বিস্তৃত হবে, হয়তো পরিকল্পনাকারীদেরও ধারণা ছিল না!
এটা ঠিক যে, এই অজুহাতে পৃথিবীজুড়ে কয়েক লক্ষ প্রদীপ নিভে গেছে বা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে কতেক মুসলিম-ভূমিতে। ইসলাম ও মুসলিমদের ক্ষতির যেন মহা উৎসব হচ্ছে। এজন্য অবশ্য আমাদের মোনাফিক শাসকদের ভূমিকাও কম নয়।
●কিন্তু ইসলামের যে বিজয়টা হয়তো বা কয়েক যুগেও আসতো না, সেটি এসেছে মাত্র এই একটি বিমান হামলায়।
এই হামলার পর মাত্র এক যুগে ইউরোপ-আমেরিকায় এতো পরিমাণ অমুসলিমরা কনভার্ট হয়ে মুসলিম হয়েছে যে, এখন অনেক দেশই নিজেদের খৃস্টান দেশ পরিচয় দিতে হিমশিম খায়। শ্বেতবর্ণের মুসলমানের অবস্থান এমন পর্যায়ে যাচ্ছে যে, বলতে পারে না "ইসলাম বিদেশীদের ধর্ম"।
দেখলে বলতে হয়, ইসলামকে দমিয়ে রাখা আর ফুটবলকে পানির তলে ডুবিয়ে রাখা একই কথা। একদিকে চাপ দিয়ে তলে দিলে অন্যদিকে আরো দ্বিগুণ গতিতে লাফ দিয়ে উঠে।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১০

ম্যাড ম্যান আকাশ বলেছেন: সত্য কথা।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

আরব বেদুঈন বলেছেন: প্রথম যুক্তির সাথে একমত তবে দ্বীতিয়টা নিয়ে কনফিউজড

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

ফাহিম বদরুল হাসান বলেছেন: কোন বিষয়ে কনফিউজড, ইসলামের প্রসার বিষয়ে? ভাই, আমি আমার পার্টিসিপেট অবজারভেশন শেয়ার করলাম। এই ক'বছর আগে আমাদের পাড়ায় (প্যারিসের অদূরে) একটা মসজিদ ছিল, এখন পাঁচটা। তাও সংকুলান হয় না। আলহামদুলিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.