নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

>> আপনি আলেমদের সান্নিধ্যে ছাড়া পান্ডুলিপি দিয়ে জ্ঞান অর্জন করতে চান? এই নেন তার ভয়াবহতার রূপ !

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২


“সহীহ হাদিস” নামক বিশাল ফেসবুক পেইজটিতে শেয়ার করা ছবিটি হয়তো শত শত ভ্রাতা-ভগিনী শেয়ার করেছেন ইসলামের খেদমত করবার তরে। কিন্তু কতজন ধরতে পেরেছেন কিংবা পারবেন এটি আসলে জামি’ঈ তিরমিযীর 935 নম্বর হাদিসই নয়। আন্দাজি নাম্বার বসানো হয়েছে!
অবশ্য তিরমিযীর শরীফে অন্যস্হানে এই ধরণের একটা হাদিস রয়েছে। যদি ধরে নেয়া হয়, সেই হাদিসই দেয়া হয়েছে, নাম্বার ভুল হয়েছে। তাহলেও প্রশ্ন আছে। আলেম ছাড়া কে বুঝবে, সেটারও অর্থ বিকৃত করা হয়েছে!

দেখুন সেই হাদিসের মূল পাঠ এবং তার অনুবাদঃ
لا تلجوا على المغيبـات فإن الشيطان أحدكم يجرى كمجرى الدم-

অর্থ ‘’তোমরা এমন নারীদের নিকট যেওনা, যাদের স্বামী বাহিরে থাকে। কেননা শয়তান তোমাদের শিরায় রক্তের মত প্রবাহিত হয়।”
(অধ্যায়ঃ كتاب الطلاق والرضاعة, হাদিস নং 1172)

এখানে “المغيبـات” শব্দের অর্থ “বাহিরে থাকা/অনুপস্থিত’’। কিন্তু “বিদেশ” বললে স্বাভাবিক ভাবে তেমন পার্থক্য না দেখা গেলে অনেক অনেক পার্থক্য আছে। ‘’অনুপস্থিত’’ এবং “বিদেশ” দ্বয়ের পার্থক্য বুঝতে কারো তেমন বেগ পাওয়ার কথা নয়। এগুলোকে হালকা ভাবে নেয়া খুবই ঝুঁকিপূর্ণ। এভাবেই মূলতঃ হাদিসের বিকৃতি ঘটেছে বলে ইতিহাসে বহু নজির মিলে।

●এখন প্রশ্ন আসতেই পারে, “আমরা সাধারণ মানুষ! কেমনে বুঝবো কে ঠিক বলছেন আর কে বেঠিক, কোন জন সত্য বলছেন আর কে মিথ্যা?”

এর উত্তরে শুধু এটুকু বলা যায়, আপনার বিবেককে জিজ্ঞেস করুন, কে সঠিক আর কে না খুঁজে পাবেন।
একজন ডাক্তারের প্রেসক্রিপশন মানার পূর্বে আপনি তার সাইনবোর্ড পড়েন, কোথা থেকে ডিগ্রী এনেছে তা দেখেন, এখন কোন হাসপাতালে চাকরিরত আছে তা খুঁজেন। রাস্তায় দাঁড়ানো ক্যানভাসার যদি হাসপাতালে কর্মরত ডাক্তারের ভুল ধরে ফাজলামি করে, আপনি ক্যানভাসারকে উন্মাদ বলবেন।

অথচ ইসলাম বিষয়ে কারো কথা শুনার আগে তার ব্যাকগ্রাউন্ড দেখতে মন চায় না! অনলাইনের সত্য মিথ্যা মিশ্রিত আল হাদিসের নামে জাল হাদিস শুনে যুগ যুগ হাদিস গবেষণায় ন্যস্ত আলেমদেরকে গালাগালি করতে একবারও কি ভাবতে ইচ্ছে করে না!!!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩

অন্ধকারের নক্ষত্র বলেছেন: ভালো পোস্ট!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

ফাহিম বদরুল হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

নতুন বলেছেন: দেশের জনগন বেশিরভাগই ধমের` অন্ধভক্ত...তাই তাদের বোকা বানানো সহজ...

এটাতো সাধারন একটা পরিবত`ন...কিন্তু অনেকেই তো আরো বড়বড় বিষয় নিয়েও প্রতারনা করে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: ঠিকই বলেছেন ভাই। "এগুলো তেমন কিছু নয়" বলে ছেড়ে দিলে একসময় "একলাস" থেকে "এক লাশ" হয়ে যায়।
বিকৃতি ধীরে ধীরে হয়।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

আবু শাকিল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাইয়া।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

গেম চেঞ্জার বলেছেন: এজন্যই অন্ধভাবে যেকোনকিছু গ্রহণ করা ঠিক না। অনলাইনে সহজেই সত্যায়ন করে নেয়া যায়। আলেমের নিকট যেতে হবে তাদের যাদের নিজেদের মষ্তিষ্কের উপযোগীতা কম।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: খুব ভাল বলেছেন। মস্তিষ্ক যাদের উর্বর এবং ভর্তি, তারা তো আলেমই।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

পিচ্চি হুজুর বলেছেন: এই দেশে সবাই গুগল কইরা মাওলানা - দুই ঘন্টা নাকি গুগল করলে মুফতী লেভেল এর জ্ঞান অর্জন করা যায় কোন ইস্যুতে - কী যে বলেন না দাদা দেশের চিপায় চাপায় এত এত জ্ঞানী আর আপনি কিনা কোথাকার কে না কে আলেম এর কাছে যেতে বলছেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬

ফাহিম বদরুল হাসান বলেছেন: হুজুর, তাইলে কি আমি ডাহা মিথ্যে কথা বললাম! হুজুরদের গোষ্ঠী কিলাইতে ইউটিউবও আমাদের এখন অনেক বড় বড় মুফাসসির দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.