নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুয়ারে আরেকটি ঈসায়ী বর্ষ। কেউ বর্ষকে বরণে ডাক দিচ্ছেন; কেউ বরণ বারণে হাঁক দিচ্ছেন। কেউ ভাসতে চান, কেউ বাঁচতে চান। কারো জন্য এটা celebrating time; কারো জন্য disgusting time। কেউ বলেন- let's masty, কেউ ভাবেন- that's nasty।
এই দুখানা মতের মধ্যখানে দাঁড়িয়ে নিজেকে কয়েকটা প্রশ্ন করলেই নববর্ষে করণীয় এবং বর্জনীয় বিষয়ে ফাতওয়ার কিতাব ঘাটতে হবে না।
(এক)
যারা সেলিব্রেশনের নামে সকল প্রকার কুকীর্তিকে প্রায় জায়েযের পর্যায়ে নিয়ে গেছেন, তারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন-
“থার্টিফার্স্ট নাইট” একটি বছর আগমনের সুখ নাকি আরেকটি বছর গমনে দুঃখ। একটি বছর এলো- এটা আনন্দের নাকি আরেকটি বছর গেল-সেটা আক্ষেপের?
এর উত্তর পেয়ে যাবেন যখন একটি বছরের মূল্য কষতে পারনে।
একটি বছর কী? একটি বছরের যোগ বিয়োগে কী আসে যায়?
পাবলিক সেক্টরে চাকরি-প্রত্যাশী একজন গ্রেজুয়েশন সমাপ্ত করা যুবককে জিজ্ঞাসা করুন, একটা বছরের বিয়োগ তার উপর কত ভাগ টেনশন আর হুতাশন বাড়িয়ে দিয়েছে। কিংবা বিবাহ উপযুক্ত একটি মেয়ের জীবনে একটা বছরের যোগ, তার পরিবারের উপর কতগুণ মানসিক চাপ বাড়িয়ে দিয়েছে, তার পিতা/ভাইকে জিজ্ঞাসা করুন।
আপনার জীবনের একটি বছর সেই চাকরি প্রত্যাশী যুবক কিংবা বিবাহ উপযুক্ত মেয়ের চেয়ে কোন অংশে কম গুরুত্বের? আপনাকে কি থার্টিফার্স্ট নাইট স্মরণ করিয়ে দিচ্ছে না, মহাকালের অতল গহ্বরে একটি মহামূল্যবান সনের বিলীন হয়ে যাওয়া! পাশাপাশি পহেলা জানুয়ারী ধাক্কা দিয়ে জানাচ্ছে না, মহাবিচারের দিনে মহানের সম্মুখে দাঁড়াবার দিকে আরেকটু অগ্রসর হওয়া!
তাহলে বিশ্বাস-সম্মৃদ্ধ অন্তর আর মগজ-সম্মৃদ্ধ মস্তকধারীদের জন্য কি উচিত নয় যে, এই নববর্ষে আগ-পিছ নিয়ে ভেবে, বিগত একটি বছরের নিয়ামতের জন্য প্রতিপালকের কৃতজ্ঞতা প্রকাশ করতঃ গত বছরের পাপের জন্য ক্ষমা এবং আগত বছরে হিদায়াত-সমেত সুস্থ জীবন কামনা করা!
(অবিশ্বাসীদের কাছে ক্ষমা চাই।)
(দুই)
যাঁরা “কুল্লু হারাম” বলে ফাতওয়া দিচ্ছেন, দয়া করে বলুন-
আপনারা তো সবকিছুই ঈসায়ী সনের সাথে করেন। জন্ম কিংবা মৃত্যু, বিবাহ কিংবা চাকরি-সবই ঈসায়ী সনে গুনেন, তাহলে কেন আপনি একটি বছরের গমনে আর আগমনে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না?
নববর্ষ উপলক্ষে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা এগুলো কি হারাম?? হলে, কারণ কী এবং না হলে, বারণ কি?
☆যা কিছু অবৈধ, তা ঈদে করলে যেমন অবৈধ, নববর্ষে করলেও তেমন অবৈধ।]
©somewhere in net ltd.