নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just simple

ফাহিম বদরুল হাসান

just simple

ফাহিম বদরুল হাসান › বিস্তারিত পোস্টঃ

পাশ্চাত্যে ইসলামের গোপন অস্ত্র

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০


ইউরোপের মানুষকে কে/কী এরকম হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ইসলামের দিকে খেদিয়ে নিয়ে যাচ্ছে, অথচ মুসলিম বিশ্বের অমুসলিমরা ইসলামে তেমন আকর্ষিত হয় না উল্টো বিকর্ষিত হয়- খুব কাছে থেকে না দেখলে হয়তো এর উত্তরে ম্যানুফ্যাকচার্ড মিডিয়ার উপর ঈমান আনতে হতো।
সংযুক্ত ছবিটি ফ্রান্সের দুজন মানুষের। কাজে যেতে যেতে কেপচার করা। এরকম চিত্র প্রায়ই দেখা যায়। এই সংস্কৃতিতে যেন ইউরোপ অভ্যস্ত হয়ে পড়েছে।
ছবিতে (ডানে) মহিলার বয়স কত হবে? মিনিমাম ষাট? সন্ধায় বাসে করে বাসায় ফিরছেন। বাসের সিটে বসেই কোর'আনুল কারীম বের করে তেলাওয়াত শুরু করলেন। আর (বামে) কৃষ্ণাঙ্গ লোকটা? ট্রেনের অপেক্ষা করছেন, হাতে কোর'আনুল কারীম। দুজনেই নিজ নিজ স্টপিজে নামলেন। কারো দিকে তাকালেন না, কাউকে বিরক্ত করলেন না। চেহারায় ক্লান্তি নেই, নেই দুশ্চিন্তার চাপ!
যে দেশগুলোতে পথে পথে কমেডি ক্লাব করা হয়েছে মানুষকে আনন্দ দেয়ার জন্য। যে দেশের মানুষ weekend এ পাগলের মতো বের হয় একটু চিত্তরঞ্জনের জন্য, রিফ্রেশ হওয়ার জন্য- সেখানে কে না খুঁজবে মুসলিমদের এই সুখের রহস্য কী, তাদের এরকম চোখ ধাঁধানো আলাদা চালচলনের কারণ কী!
যখনই খুঁজে পায় ইসলামিক লাইফ স্টাইল এবং রেগুলেশন এসব মুসলিমদের সুখের মূল রহস্য। সাথে সাথে অমুসলিমরা ইসলামের ছায়াতলে চলে আসে। (বিভিন্ন নওমুসলিমের সাক্ষাৎকার থেকে)
আবার অনেক সময় দেখা যায়, অমুসলিমদের সাথে মুসলিম একজন চাকরি করছে, কিংবা স্কুল-কলেজে একসাথে পড়ছে অথবা বন্ধুত্ব হয়েছে। তো মুসলিমদের (অধিকাংশের) কাজকর্মে, চালচলনে ব্যতিক্রমী কিছু চমৎকার বৈশিষ্ট্য অমুসলিমদের চোখে স্পষ্ট ভাসে, যা তাদেরকে ইসলামের প্রতি সহজেই আকৃষ্ট করে। কিছুদিন যেতে না যেতেই অমুসলিম লোকটি মুসলিম হয়ে যাচ্ছে। (অবশ্য হিদায়াত আল্লাহই দিয়ে থাকেন।)
বই পড়ে কিংবা লেকচার শুনে যত মানুষ মুসলমান হয়েছে, তার চেয়ে কয়েক শ গুণ বেশি লোক ইসলাম গ্রহণ করেছে মুসলমানদের আখলাক-আচরণ এবং জীবনপ্রণালী দেখে। যুগে যুগে। ইউরোপে যে ইসলাম গ্রহণের হার রকেট গতিতে বাড়ছে, সেটা কি টিভিতে ইসলামি প্রোগ্রাম দেখে কিংবা নিউজ পেপার পড়ে আর ইসলামি বই/আর্টিকেল পড়ে?! অবশ্যই না। যেখানে টিভি/রেডিও কিংবা পত্রিকার খবর শুরু হয় ট্যাররিস্টের অমানুষিক নির্যাতনের ভিডিও দিয়ে এবং শেষ হয় অমুসলিম কারো রক্তের লালিমার সাথে করুণ সুরে শ্রদ্ধা নিবেদন করে।
হ্যাঁ; ইসলামের জন্য, দাওয়াতী মিশনের জন্য মিডিয়ার প্রয়োজন। কিন্তু, একমাত্র মিডিয়া দিয়েই যদি কেল্লা ফতেহ হতো তাহলে শুধু USA ভিত্তিক খৃস্টান ধর্মপ্রচারক চ্যানেল রয়েছে কতশত, পুরো বিশ্বকে খৃস্টান বানিয়ে ফেলতো।

অন্তে বলা চলে, মুসলিম বিশ্বে মুসলিমদের আখলাক-আচরণে ইসলাম-বিদ্বেষীর সংখ্যা বাড়ছে এবং পশ্চিম বিশ্বে মুসলিমদের আখলাক-আচরণ তথা সাংস্কৃতিক প্রভাবে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে।
আপনি কোর’আন পর্যন্ত কাউকে আনতে হলে অবশ্যই আপনার মাঝে কোর'আনে বাতলানো আকর্ষণীয় আচরণ থাকতে হবে। দুনিয়ার সকল খারাপ কাজ করে শুধু “শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম” বলে খামাখা চিৎকার করে কোনো লাভ নেই।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

নিমগ্ন বলেছেন: পশ্চিমে আসলেই ইসলাম গ্রহণের হার বেশি যেটা চিন্তাই করা যায় না।

০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৩

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ। পরিস্থিতিটাকে অদেখাদের কল্পনাতীত বলা যায়।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

গোধুলী রঙ বলেছেন: পশচিমের লোকজন ইসলামের দিকে ঝুকছে পশ্চিমা সমাজের প্রতি বিতৃষ্ণ হয়ে, আর মুসলিম দেশে অমুসলিমরা ইসলামে আকৃষ্ট হয়না, ঐসব মুসলিমদের জীবনাচরন দেখে, এইসব মুসলিমরা মনে করে মুসলমান যখন হইছে বেহেশত একেবারে কনফার্ম, তাই যত খুশি আকাম কুকাম করে নেয়।

০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৫

ফাহিম বদরুল হাসান বলেছেন: মুসলিম দেশে মুসলিমদের শুধু সংখ্যা আছে, ইসলামের সংজ্ঞা নেই।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

বিপরীত বাক বলেছেন: অন্তে বলা চলে, মুসলিম বিশ্বে
মুসলিমদের আখলাক-আচরণে ইসলাম-
বিদ্বেষীর সংখ্যা বাড়ছে এবং পশ্চিম
বিশ্বে মুসলিমদের আখলাক-আচরণ তথা
সাংস্কৃতিক প্রভাবে ইসলাম গ্রহণের
হিড়িক পড়েছে।



এটা পশ্চিমা বিশ্বের ক্রেডিট। পশ্চিমা দের যোগ্যতা। অন্য কিছু নয়। খালি এদেশে এসে বসবাস করতে বলেন। তারপর দেখবেন ইসলাম, আখিরাত,,,,, সব একলাফে লাটে উঠে যাবে।

০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: ইসলামিক সাংস্কৃতিক প্রভাব। কারণ, অধিকাংশ লোক অন্যদের দেখে মুসলিম হচ্ছে, কিতাব পড়ে নয়।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

পিচ্চি হুজুর বলেছেন: কারণ একটাই তার বস্তুবাদী ভেল্যুর শেষ পরিণতি টা দেখছে। অথচ আমরা ইসলাম থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছি। এবং সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয়, যখন দেখি আমাদের দেশের ছেলেমেয়েরা নিজেদের রিলিজিওন এর ডিসিপ্লিন কে একরকম হাওয়ায় উড়াইয়া দেয় এইখানে এসে। একবার এফ ওয়ানে আসতে পারলেই নিজেরে আইন্সটান আর Bertrand Russel মনে করে নিজেরে। একবার কথা হইছিল একটা সিনিয়র আপুর সাথে, বিয়ার প্রয়োজনীয়তা নিয়ে। তার মতে বিয়া বাদেও ত একসাথে ভালভাবে থাকা যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশন খারাপ কী। হো সবই ভাল শুধু তোমারে সাথে শোয়ার পালা ভালভাবে শেষ হইলে তোমারে ছাইড়া আর একজনের কাছে যাবে। মন চাইছিল মুখের উপর বলি, পরে দেখলাম ভাল এর চেয়ে খারাপই বেশি হবে তাই বলি নাই।

আপনার দেয়া ছবিকে অনেকেই বিচ্ছিন্ন ঘটনা বলতে পারে, তবে আমি এইখানে একজন সাদার সাথে কথা বলছি, তার একটাই কথা ছিল "আই ডিড নট ওয়ান্ট দ্যাট মিজারেবল লাইফ এনিমোর"। আমি এক শ্রীলংকান কে চিনি যে কিনা দীর্ঘ দশ বছর কিংবা তার বেশি হবে, স্টাডি করে মুসলিম এ কনভার্ট হইছে। প্রচুর কালোরাও রিভার্টেড হয়। বুড়া না, ইয়াং লোকজন। অবশ্য আল্লাহ ত কোরআন এ বলে দিয়েছেন, If you turn away, Allah will replace you by another people, and they will not be like you. (47:38)
এইটাই হইতেছে। আজকাল ত লোকজন শুধু বিয়া আর মরার বেলায় ইসলাম খুজে, এদেরকে আল্লাহ রিপ্লেইস করবে না ত কারে করবে!!!

০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৯

ফাহিম বদরুল হাসান বলেছেন: ধন্যবাদ, হুজুর। খুব ভাল বলেছেন। ঐ আপু সম্ভবতঃ অবাধ যৌনাচারেরও চূড়ান্ত দেখেন নি। পশ্চিমে এই কালচারের যাতাকলে মেয়েরা শুধুই ইলিমেন্টস হয়ে আছে। কয়দিন রঙরসে রিলেশন চলল, দুএকটা বাচ্চাও হল। তারপর সেপারেশন হলে পুরুষের কোনো ক্ষতি হয় না কিন্তু নারী? বয়সের ছাপ, মাতৃত্বের দাগ সহ নানা প্রেশারে পড়ে একেবারে বেহুঁশের মতো ঘুরে। বলছি না, সবাই। তবে যারাই জীবনকে এভাবে বাঁধাহীন নীতিহীন রাখতে চেয়েছে, অধিকাংশের এই অবস্থা।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯

অলওয়েজ ড্রিম বলেছেন: অবশ্যই ভাববার মতো একটা বিষয়।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৬

ফাহিম বদরুল হাসান বলেছেন: ভাবনার অভাবে আমরা আজ অভাগী।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

তট রেখা বলেছেন: ইসলাম হচ্ছে সত্য, আর সত্যের একটা অন্তর্গত শক্তি আছে, যার সংস্পর্শে মিথ্যা অপসৃত হয়। কিন্তু ইসলামের এই রূপটাকে ঠেকিয়ে রাখতে ১৪শত বছর ধরে আপ্রান চেষ্টা চলছে। " They plan, ALLAH also plan and ALLAH is the best planner"

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৭

ফাহিম বদরুল হাসান বলেছেন: একেবারে সঠিক কথা বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.