![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজা রমজানের দিন এক্সাম দিতে দিতে অবস্থা কাহিল । কাল সকাল দশটায়ও এক্সাম আছে । আর ঠিক এই সময়ই কিছু লিখার ভূতটা মাথায় ভালো করেই চাপলো । আর তাই কবিগুরুর লুকোচুরি দিয়ে সামুতে আমার লিখার যাত্রা শুরু করলাম । আমার খুব প্রিয় মিষ্টি একটা কবিতা । আশা করি ভালো লাগবে ।
লুকোচুরি
আমি যদি দুষ্টুমি করে
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা মা গো, ডালের ‘পরে
কচি পাতায় করি লুটোপুটি,
তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো।
তুমি ডাক, ‘খোকা কোথায় ওরে। ‘
আমি শুধু হাসি চুপটি করে।
যখন তুমি থাকবে যে কাজ নিয়ে
সবই আমি দেখব নয়ন মেলে।
স্নানটি করে চাঁপার তলা দিয়ে
আসবে তুমি পিঠেতে চুল ফেলে;
এখান দিয়ে পুজোর ঘরে যাবে,
দূরের থেকে ফুলের গন্ধ পাবে—
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার খোকার গায়ের গন্ধ আসে।
দুপুর বেলা মহাভারত-হাতে
বসবে তুমি সবার খাওয়া হলে,
গাছের ছায়া ঘরের জানালাতে
পড়বে এসে তোমার পিঠে কোলে,
আমি আমার ছোট্ট ছায়াখানি
দোলাব তোর বইয়ের ‘পরে আনি—
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার চোখে খোকার ছায়া ভাসে।
সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে
যখন তুমি যাবে গোয়ালঘরে
তখন আমি ফুলের খেলা খেলে
টুপ্ করে মা , পড়ব ভুঁয়ে ঝরে।
আবার আমি তোমার খোকা হব,
‘গল্প বলো’ তোমায় গিয়ে কব।
তুমি বলবে, ‘দুষ্টু, ছিলি কোথা।
আমি বলব, ‘ বলব না সে কথা
এক্সাম শেষ হইতে আর কত কত দেরি পাঞ্জেরী ?? :/
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩০
ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
শুভ ব্লগিং।
পরীক্ষার জন্য পড়লে ভালো হতো।
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩৫
ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন:
এক্সাম এর বদলে পরীক্ষা চালু করলে ভালো হতো হয়তো, এক্সামে পড়তে হয় না, সমস্যা
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩৯
ফাহিম সাদি বলেছেন: ঠিক আছে ভাইয়া , মনে থাকবে ।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১০:২১
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! পরীক্ষার পরে কিছুদিন জোরেশোরে লেখা শুরু করবেন বলে আশা করি।
এখানে আপনার পদচারণা সুখের হোক, দীর্ঘস্থায়ী হোক, স্বচ্ছন্দ হোক আর নির্বিঘ্ন হোক!
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৩৬
ফাহিম সাদি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকবেন ।
৫| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৯
পুলক ঢালী বলেছেন: হ্যাপী ব্লগিং, তবে সবার আগে পড়াশুনা তারপর অন্যকিছু,'থ্রী, কোশ্চেনের প্রেজেন্ট টাইম ইজ দা মোষ্ট ইমপোর্টেন্ট টাইম এটা আপ্ত বাক্যের মত মাথায় রাখতে হবে । কাল কি হবে ওটা কাল দেখা যাবে, গতকাল যা হয়েছে হয়েছ, আজ যা হচ্ছে ওটাই হাতের মুঠোয় আছে । ভাল থাকুন।
১১ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৯
ফাহিম সাদি বলেছেন: অনেক ধন্যবাদ পুলক ভাই । দোয়া করবেন আমার জন্য
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং....