নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিম সাদি

ফাহিম সাদি › বিস্তারিত পোস্টঃ

কলা বাঁকা হয় কেন ?? :P

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

কলা পৃথিবী জুড়ে জনপ্রিয় একটি ফল। কখনো কি প্রশ্ন জাগে কলা বাঁকা হয় কেন ?


বিশ্বব্যাপী কলা সরবরাহকারী কোম্পানী ডোল, এই মজার প্রশ্নের খুব সহজ ও সুন্দর একটি উত্তর খুজে পেয়েছে ।



অন্যান্য ফুলের মত কলার ফুলও (থোর) প্রথমে মহাকর্ষের টানে নিচের দিকেই মুখ করে থাকে ।


একটু বড় হওয়ার পরই কলাতে বিশেষ এক ধরনের বৃদ্ধি দেখা দেয় । যা Negative geotropism নামে পরিচিত ।



এই পর্যায়ে এসে কলা মহাকর্ষকে কাঁচকলা দেখাতে শুরু করে। রীতিনীতির বিরুদ্ধের গিয়ে সে সূর্যের প্রেমে পড়ে । আর তাকে কাছে পাওয়ার জন্য আকাশের দিকে মুখ করে বাড়তে থাকে ।




আসলে খাদ্য সংগ্রহের সুবিধার জন্য কলা সূর্যমূখী হয় ( প্রেম ভালবাসা কিচ্ছু না :P )



আর তাই কলা চাঁদের মত জনম বাঁকা না হলেও , একটু বড় হয়েই বেঁকে যায়।

সূত্রঃ view this link

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

Biniamin Piash বলেছেন: মজাচ্ছলে জ্ঞানের পোস্ট।
ভাল লাগলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এটি কী বৈজ্ঞানিকভাবে প্রমানিত?

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১

ফাহিম সাদি বলেছেন: জি, হেনা ভাই ।

view this link

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

শুভ_ঢাকা বলেছেন: কিড ব্রো'র মজার পোস্টের জন্য ++++ রইলো। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ শুভ ভাই । ভাল থাকবেন ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেভাবেই হোক বিজ্ঞান ক্ছিু একটা কারণ তো খুঁজে পেল...

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

ফাহিম সাদি বলেছেন: :)

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ভালো করে খান কলা,
নইলে স্যারে দিবে কানমলা।

মজার পোস্টে মজারপেলাম

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

ফাহিম সাদি বলেছেন: হা হা হা । মজা পেলাম ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



বেশ মজার পোস্ট।
চমৎকার লেখা।
উপস্থাপনাও চমৎকার।
পড়ে বেশ ভাল লাগল।
ভবিষ্যতে আরো মজার মজার লেখা পড়তে পারব এই আশায় রইলাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

ফাহিম সাদি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে । ভাল থাকবেন ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজারতো ফাহিম সাহেব! এমন কথাতো প্রথমবার শুনলাম। ধন্যবাদ কী এখন দিবো নাকি আড্ডায়?

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

ফাহিম সাদি বলেছেন: হা হা হা । ধন্যবাদ দেয়ার কি আছে ভাই । আমরা আমারাই তো !!!

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সব্জি কলার যে দাম ভাই! ২৫০ টাকা করে কেজি ,চিন্তা করেন কলার কী দাম!

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

ফাহিম সাদি বলেছেন: এখনেও অনেক দাম ভাই ।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৭

সুমন কর বলেছেন: মজার তথ্য তো !!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

ফাহিম সাদি বলেছেন: জি ,আমিও প্রথম জেনে মজা পেয়েছিলাম । :)

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৪

নূর-ই-হাফসা বলেছেন: মজার ছলে মজার তথ্য টা ভালো লাগলো

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন :)

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মজার তথ্য।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ :)

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার এই পোস্টটির কল্যাণে অনেক জ্ঞান অর্জনের সুযোগ হলো। আন্তরিক ধন্যবাদ।

আচ্ছা আপনি কি জানেন, কখনো কখনো মানুষ হয়ে জন্মানো প্রাণী গাভী হয় কেন? ;) :D এই প্রশ্নের জবাব নিয়ে আরেকটি পর্ব পাব আশা করছি। ;)

শুভেচ্ছা রইল!

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

ফাহিম সাদি বলেছেন: বলেছেন: আজকাল মনে হয় , কাঁঠাল পাতাতে লবণ না দিয়েই খাচ্ছেন ? বেশী করে আয়ুডিনযুক্ত লবণ দিয়ে খেলেই দেখবেন সব পানিতর মত পরিষ্কার বুঝতে পারছেন । তখন এমন আরো ১০০ টা পর্ব আপনি নিজেই লিখতে পারবেন :P =p~


আপনাকেও শুভেচ্ছা ।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

হারানোপ্রেম বলেছেন: কলা সর্বময় খাদ্য।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ফাহিম সাদি বলেছেন: তাই নাকি ?! জানতাম নাতো !

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাদি ভাই কোথায়????
কলার পরে আর কোন কিছু নিয়ে এক্সপ্রিমেন্ট করবেন না?

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

ফাহিম সাদি বলেছেন: জি ভাই , করব বটে । B-)

১৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সৈয়দ তাজুল বলেছেন:
মনে হল প্রেমের কাহিনী বর্ণনা করলেন।

ভালোলাগলো।

কলা বেশি করে খান, কলায় প্রচুর ক্যালরি আছে। :P

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

ফাহিম সাদি বলেছেন: প্রিয় ফল !!!

১৬| ০১ লা মে, ২০১৮ ভোর ৬:০৬

জাহিদ অনিক বলেছেন:



এই পর্যায়ে এসে কলা মহাকর্ষকে কাঁচকলা দেখাতে শুরু করে।
হা হা হা

০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৭

ফাহিম সাদি বলেছেন: হা হা হা । লিখলাম আর কি :প

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৭| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:০২

নীহার দত্ত বলেছেন: বলেন তো চাঁদ কেন বাকা ?

২০ শে মে, ২০১৮ রাত ১০:১৫

ফাহিম সাদি বলেছেন: ওর কথা আর বলবেন না ভাই, ওটা জনম বাঁকা ;)

১৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:২১

রাকু হাসান বলেছেন: নতুন জানলাম ভাই.... :|| ...।ধন্যবাদ ধন্যবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:২১

ফাহিম সাদি বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৯| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: অতি তুচ্ছ কিন্তু সুন্দর তথ্য।

আমি প্রতিদিন বাসায় ফেরার পথে এক ডজন কলা কিনে বাসায় ফিরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.