![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলা পৃথিবী জুড়ে জনপ্রিয় একটি ফল। কখনো কি প্রশ্ন জাগে কলা বাঁকা হয় কেন ?
বিশ্বব্যাপী কলা সরবরাহকারী কোম্পানী ডোল, এই মজার প্রশ্নের খুব সহজ ও সুন্দর একটি উত্তর খুজে পেয়েছে ।
অন্যান্য ফুলের মত কলার ফুলও (থোর) প্রথমে মহাকর্ষের টানে নিচের দিকেই মুখ করে থাকে ।
একটু বড় হওয়ার পরই কলাতে বিশেষ এক ধরনের বৃদ্ধি দেখা দেয় । যা Negative geotropism নামে পরিচিত ।
এই পর্যায়ে এসে কলা মহাকর্ষকে কাঁচকলা দেখাতে শুরু করে। রীতিনীতির বিরুদ্ধের গিয়ে সে সূর্যের প্রেমে পড়ে । আর তাকে কাছে পাওয়ার জন্য আকাশের দিকে মুখ করে বাড়তে থাকে ।
আসলে খাদ্য সংগ্রহের সুবিধার জন্য কলা সূর্যমূখী হয় ( প্রেম ভালবাসা কিচ্ছু না )
আর তাই কলা চাঁদের মত জনম বাঁকা না হলেও , একটু বড় হয়েই বেঁকে যায়।
সূত্রঃ view this link
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১
ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এটি কী বৈজ্ঞানিকভাবে প্রমানিত?
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১
ফাহিম সাদি বলেছেন: জি, হেনা ভাই ।
view this link
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
শুভ_ঢাকা বলেছেন: কিড ব্রো'র মজার পোস্টের জন্য ++++ রইলো।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮
ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ শুভ ভাই । ভাল থাকবেন ।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেভাবেই হোক বিজ্ঞান ক্ছিু একটা কারণ তো খুঁজে পেল...
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯
ফাহিম সাদি বলেছেন:
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ভালো করে খান কলা,
নইলে স্যারে দিবে কানমলা।
মজার পোস্টে মজারপেলাম
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
ফাহিম সাদি বলেছেন: হা হা হা । মজা পেলাম ।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
বেশ মজার পোস্ট।
চমৎকার লেখা।
উপস্থাপনাও চমৎকার।
পড়ে বেশ ভাল লাগল।
ভবিষ্যতে আরো মজার মজার লেখা পড়তে পারব এই আশায় রইলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০
ফাহিম সাদি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে । ভাল থাকবেন ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজারতো ফাহিম সাহেব! এমন কথাতো প্রথমবার শুনলাম। ধন্যবাদ কী এখন দিবো নাকি আড্ডায়?
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
ফাহিম সাদি বলেছেন: হা হা হা । ধন্যবাদ দেয়ার কি আছে ভাই । আমরা আমারাই তো !!!
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সব্জি কলার যে দাম ভাই! ২৫০ টাকা করে কেজি ,চিন্তা করেন কলার কী দাম!
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮
ফাহিম সাদি বলেছেন: এখনেও অনেক দাম ভাই ।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৭
সুমন কর বলেছেন: মজার তথ্য তো !!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫
ফাহিম সাদি বলেছেন: জি ,আমিও প্রথম জেনে মজা পেয়েছিলাম ।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৪
নূর-ই-হাফসা বলেছেন: মজার ছলে মজার তথ্য টা ভালো লাগলো
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৬
ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মজার তথ্য।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২
ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৫
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার এই পোস্টটির কল্যাণে অনেক জ্ঞান অর্জনের সুযোগ হলো। আন্তরিক ধন্যবাদ।
আচ্ছা আপনি কি জানেন, কখনো কখনো মানুষ হয়ে জন্মানো প্রাণী গাভী হয় কেন?
এই প্রশ্নের জবাব নিয়ে আরেকটি পর্ব পাব আশা করছি।
শুভেচ্ছা রইল!
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
ফাহিম সাদি বলেছেন: বলেছেন: আজকাল মনে হয় , কাঁঠাল পাতাতে লবণ না দিয়েই খাচ্ছেন ? বেশী করে আয়ুডিনযুক্ত লবণ দিয়ে খেলেই দেখবেন সব পানিতর মত পরিষ্কার বুঝতে পারছেন । তখন এমন আরো ১০০ টা পর্ব আপনি নিজেই লিখতে পারবেন
আপনাকেও শুভেচ্ছা ।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
হারানোপ্রেম বলেছেন: কলা সর্বময় খাদ্য।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
ফাহিম সাদি বলেছেন: তাই নাকি ?! জানতাম নাতো !
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাদি ভাই কোথায়????
কলার পরে আর কোন কিছু নিয়ে এক্সপ্রিমেন্ট করবেন না?
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০০
ফাহিম সাদি বলেছেন: জি ভাই , করব বটে ।
১৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সৈয়দ তাজুল বলেছেন:
মনে হল প্রেমের কাহিনী বর্ণনা করলেন।
ভালোলাগলো।
কলা বেশি করে খান, কলায় প্রচুর ক্যালরি আছে।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯
ফাহিম সাদি বলেছেন: প্রিয় ফল !!!
১৬| ০১ লা মে, ২০১৮ ভোর ৬:০৬
জাহিদ অনিক বলেছেন:
এই পর্যায়ে এসে কলা মহাকর্ষকে কাঁচকলা দেখাতে শুরু করে। হা হা হা
০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৭
ফাহিম সাদি বলেছেন: হা হা হা । লিখলাম আর কি :প
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১৭| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:০২
নীহার দত্ত বলেছেন: বলেন তো চাঁদ কেন বাকা ?
২০ শে মে, ২০১৮ রাত ১০:১৫
ফাহিম সাদি বলেছেন: ওর কথা আর বলবেন না ভাই, ওটা জনম বাঁকা
১৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:২১
রাকু হাসান বলেছেন: নতুন জানলাম ভাই.... ...।ধন্যবাদ ধন্যবাদ
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:২১
ফাহিম সাদি বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
১৯| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: অতি তুচ্ছ কিন্তু সুন্দর তথ্য।
আমি প্রতিদিন বাসায় ফেরার পথে এক ডজন কলা কিনে বাসায় ফিরি।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
Biniamin Piash বলেছেন: মজাচ্ছলে জ্ঞানের পোস্ট।
ভাল লাগলো।