নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিম সাদি

ফাহিম সাদি › বিস্তারিত পোস্টঃ

অনুশোচনা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮




ইন্টারনেটে ঘুরাঘুরি করতে করতে এই সুন্দর ছবিটা চোখে পড়ে মন খারাপ হয়ে গেলো । কেন মন খারাপ হলো, বলছি । তখনও স্কুলে ভর্তি হয়নি, বয়স আর কতোইবা হবে, চার কিংবা পাঁচ । সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ির শেষ নেই। আমাদের বাসায় তখন হোসেনা নামের একজন আপু কাজ করতো। তো একদিন দেখলাম হোসেনা আপু ঘুরেফিরে বাসার পেছনে কি জানি দেখতে যায়, ওনার বন্ধুদের সাথে কানাকানি করে কিন্তু আমি জানতে চাইলে আর কিছুই বলে না। আমিও কম কিসে ? ঠিকই গোয়েন্দাগিরি করে বের করে ফেললাম বাসার পেছনে ছোট একটা ডুমুর গাছে পাখি বাচ্চা ফুটিয়েছে ।

কী পাখি মনে নেই তবে দেখতে এই রকমই ছিল। তখনো চোখ ফোটে নি । কাছে গেলেই হা করে থাকতো খাবারের জন্য। পাখির কিউট কিউট বাচ্চা,তাও আবার আমার উচ্চতার নাগালের মধ্যে, আমি যেন আকাশের চাঁদ পেয়ে গেলাম। আমার খুশি আর দেখে কে ? নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন পাখির বাচ্চা দেখতে যাই। আর সবাইকে বলে বলে বেড়াই।

দু,তিন দিনের জন্য সবই ঠিক ছিল, কিন্তু কাছে গেলেই ওরা হা করে খাবারের জন্য কিচিরমিচির করতো বলে আমার খুব মায়া হয়। ইচ্ছে হলো কিছু খেতে দেই। কি খেতে দেয়া যায় চিন্তা করতে করতে কেন যেন বাসা থেকে ঘামাচির ট্যালকম পাউডারের কৌটা এনে অল্প করে ওদের মুখে ছিটিয়ে দেই। পরদিন সকালে এসে দেখি একটা বাচ্চাও বেঁচে নেই, যা আমি স্বপ্নেও ভাবিনি । কেন বেঁচে নেই তার কারণটাও বুঝতে পারলাম না। মন খারাপ হলো , তারপর আস্তে আস্তে একদিন ভুলে গেলাম।

কিন্তু আজ প্রায় দুই দশক পর ছবিটা দেখে আবার সব মনে পড়লো। আর এখন যখন বুঝতে পারলাম, ইচ্ছা করছে টেনে নিজের মাথার সব চুল ছিঁড়ে ফেলতে। না বুঝে যে ভুল আমি করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করতে পারছি না :(

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমার বলার কিছু নেই, ৩/৪ বছরের বাচ্ছাও জানে পাখী কি খেতে পারে!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

ফাহিম সাদি বলেছেন: :(

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

সামিয়া বলেছেন: আপু তোমার অনুশোচনা দেখে ভালো লাগলো, তবে অভিজ্ঞতাটা বিষাদ ছিল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

ফাহিম সাদি বলেছেন: :( আল্লাহ্‌ মাফ করুক ।

আর আপু , আপু না ভাইয়া হবে।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

সামিয়া বলেছেন: ওপস!!!!!! সরি সরি ভাইয়া।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

ফাহিম সাদি বলেছেন: :)

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

রসায়ন বলেছেন: হুর মিয়া ! পাউডার ! যাক গে. হেডিং এ অনুশোচনা হবে !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

ফাহিম সাদি বলেছেন: বুঝতে পারি নি :(

ওপস!!!!!! ধন্যবাদ। আপডেটেড ।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

ওমেরা বলেছেন: মায়া মমতার বন্ধনে ঘেরা ছবিটা অপূর্ব সুন্দর। আপনি তো না বুঝে করেছেন,আল্লাহ নিশ্চয় আপনাকে ক্ষমা করবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ আপু :)

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর পোস্ট, সুন্দর স্মৃতিচারণ
ভালো লাগলো

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই ।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

রাকু হাসান বলেছেন: খারাপ লাগলো । বুঝলে নিশ্চয় করতেন না । তবে আপনি পাখির প্রতি ভালবাসা থেকেই করেছেন । করুণ দৃশ্য ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

ফাহিম সাদি বলেছেন: :(
ধন্যবাদ ভাই ।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

সনেট কবি বলেছেন: সুন্দর পোস্ট

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

ফাহিম সাদি বলেছেন: :)

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:


ধরণীর বুকে মায়া রাখতে নেই.....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

ফাহিম সাদি বলেছেন: :(

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: অনেকে বাসায় খাচার মধ্যে পাখি পুষে এটা আমার খুব অপছন্দ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

ফাহিম সাদি বলেছেন: মানুষ বোঝে না ভাই :(

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: আপনার মনে যে অনুশোচনা এসেছে এটাই বড় কথা । আপনিও এখন থেকে এ ধরনের ঘটনা দেখলে তা প্রতিরোধ করবেন । একবার সুনামগন্জে বেড়াতে গিয়ে এক কিশোরকে গুলতি দিয়ে পাখি মারতে দেখে রিকশা থেকে লাফিয়ে নেমেছিলাম । বেশ কিছু খন কথা বলার পর ছেলেটা পরে বুঝেছিল তার ভুল ।
ছবিটা সুন্দর । ভালোলাগা রইলো ।
@ রাজীব নুর আপনার সাথে একমত । আমার পাশের ফ্ল্যটে এক ভারতীয় ভদ্রলোক পুরো একটি ঘর ভরে ছোট ছোট খাচা ভরতি পাখি রেখেছে । আমি যখন আমার শিকলি কাটা পাখিগুলোকে খাবার দিতে চাই তখন ওরা যে কি চেচামেচি করতে থাকে শুনলেও মায়া লাগে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

ফাহিম সাদি বলেছেন: পাখিদের প্রতি আপনার ভালবাসার কাথা জানতে পেরে ভাল লাগছে । পাঠ্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ । অনেক অনেক ভাল থাকুন ।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

পুলক ঢালী বলেছেন: অবুঝ শিশুর অন্যায় বলতে কিছু নেই। ওদের ভাগ্য ওভাবেই লেখা হয়েছিল।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ পুলক ভাই :)

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪০

আখেনাটেন বলেছেন: বেশ কষ্টের স্মৃতি হয়ে গেছে। তবে অাপনি অনুত্প্ত এটা বড় ব্যাপার। ছোটকালে আমরা না বুঝেই অনেক কিছু করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.