নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিম সাদি

ফাহিম সাদি › বিস্তারিত পোস্টঃ

কুবুদ্ধির ব্লগ-১ভিডিও লুপ ব্যবহার করে অনলাইন ক্লাস/মিটিং পালানোর সহজ পদ্ধতি :-B

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২২




কুবুদ্ধির ব্লগ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টপিক ভিডিও লুপ ব্যবহার করে অনলাইন ক্লাস/মিটিং পালানোর সহজ পদ্ধতি। যে মতলব ব্যবহার করে সকাল ৮টার ক্লাসেও পেয়ে যেতে পারেন উপস্থিতে দশে দশ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

মাত্র চারটি সহজ ধাপ:
১। প্রথমেই নতুন একটি জুম মিটিং তৈরি করুন যে মিটিংয়ে একমাত্র অংশগ্রহণকারী আপনি নিজে।
২। এবার নিজেকে ক্যামেরা ফ্রেমের ঠিক মাঝামাঝি এনে ALT+R চেপে মিটিং রেকর্ড শুরু করুন। আর এমন একটা ভান করুন যেন খুব মনোযোগ দিয়ে ক্লাস করছেন। কয়েক মিনিট রেকর্ডের পর আবার ALT+R চেপে রেকর্ড বন্ধ করুন।
৩। ধারণকৃত ক্লিপটিকে নিজের পছন্দমত এডিটর দিয়ে ফিল্টার,ঘষামাজা,কাটছাঁট করে নিন।
৪। সবশেষে মিটিং/ক্লাস/পরীক্ষা চলাকালীন সময়ে জুম সেটিংস থেকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিওটিকে সিলেক্ট করে ক্যামেরার সামনে থেকে আস্তে করে কেটে পড়ুন।

এতে করে ক্লাসের পুরো সময় ধরে অন্যান্য সকল অংশগ্রহণকারী আপনার রেকর্ড করা ভিডিওটি লুপ আকারে বারবার দেখতে থাকবেন

সংবিধিবদ্ধ সতর্কীকরণ:
১। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা!
২। ভিডিও এডিটের সময় স্বভাব দোষে বিলাই ফিল্টার ব্যবহার করা কোর্স রিটেকের সামিল।

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩২

এস এম মামুন অর রশীদ বলেছেন: টেকনিক্যাল একটি টিপস দিলেন, এটি ভালো।
খারাপ কাজে ব্যবহারের জন্য টিপসটি দিলেন, এটি জঘন্য।

উপসংহার: একটি জঘন্য পোস্ট।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ মামুন অর রশীদ ভাই। বড় বড় কোম্পানিগুলা অনেক টাকা বেতন দিয়ে হ্যাকার রাখে কোথাও কোন বাগ আছে কিনা খুঁজে বের করার জন্য। আপনি যদি জানেন কোথায় ঝামেলা আছে তবে সেটা বন্ধ করা যায়।

২| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

মন থেকে বলি বলেছেন: কপাল ভালো যে আমার দুই ছেলে ব্লগ দেখে না। বাইচ্যান্স এটা দেখে ফেললে খবর ছিলো।
আপনার হ্যাকারের উদাহরণটা ভালো লেগেছে। আমি জিনিসটা ইতিবাচকভাবেই দেখবো।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ ভাই। ক্লাস যদি ইন্টারেক্টিভ হয়। শিক্ষক যদি ছাত্ররা সবকিছু বুঝতে পারছে কিনা জানতে চায়। ওদের ফিডব্যাক নেয় তাহলে নিশ্চয়ই এই পদ্ধতি কাজ করবে না । আর যদি এমন হয় আমি আমার মত পড়িয়ে গেলাম ওরা বুঝলে বুঝলো না বুঝলে নাই। এমন ক্লাসে এসব দুই একটা ঘটনাতো ঘটতেই পারে।

৩| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: এথিক্যাল হ্যাকিং আমারও পছন্দের বিষয়। কিন্তু আপনি ভালো উদ্দেশ্য না বলে খারাপটিকে শিরোনাম করলেন, এ জন্য বলা। :)

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

ফাহিম সাদি বলেছেন: ইয়ে মানে...

৪| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্টে ধন্যবাদ। না জানলে ফাকিবাজি ধরা যাবেনা।

তাই সচেতনতার জন্য জানা জরুরী।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

ফাহিম সাদি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাইদুল ভাই।

৫| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমাকে ই-মেইলে যে জুম ভিডিও লিংক দিয়েছে তা ডাউনলোড করতে পারছি না; পারলে হেল্প করেন।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৫

ফাহিম সাদি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ রিফাত ভাই।
এখান থেকে ডাউনলোড করে ইন্সটল দিয়ে নিন। view this link
তারপর আপনার ইমেইলে দেয়া লিংকে ক্লিক করলে জুম দিয়ে অপেন হবে।

৬| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: আর যারা ক্লাস নেবে তারা কেমনে পালাবে ভাইয়া!!! :(

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯

ফাহিম সাদি বলেছেন: আমি একজন প্রফেসরের কথা জানি যিনি জুম ক্লাসে এসে কিছু ভিডিওর লিংক দিয়ে বলেন এই ভিডিওগুলো তোমরা বাসায় দেখে নিও। আর কারো যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে তা নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করবো। যথারিতী কারো কোনকিছু বুঝতে অসুবিধা হয় না আর আলোচনাও হয় না।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩০

ফাহিম সাদি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ শায়মা আপা!

৭| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চুরি করতে যে জ্ঞান দরকার
তা আমার নাই। তাই কিছুই
হবেনা আমার দ্বারা।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৭

ফাহিম সাদি বলেছেন: গাইতে গাইতেই গায়েন।
মন্তব্যের জন্য ধন্যবাদ নূরু ভাই।

৮| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: গুড গুড !!! যদি এমন করা যেত!!!

৯| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩২

অন্তরা রহমান বলেছেন: দারুণ বাটপারি বুদ্ধি। কাজে লাগতে পারে কখনো। জেনে রাখা ভালো।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৮

ফাহিম সাদি বলেছেন: এট ইয়োর ওন রিস্ক! ;)

১০| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

ঘরহীন বলেছেন: স্যার বুঝতে পারলে খবরই আছে!!!

১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৭

ফাহিম সাদি বলেছেন: জ্বী ভাই, তখন ঘরহীনের সাথে সাথে ইস্কুলহীন হয়ে যেতে হবে :-/
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আগে শুনতাম 'হুজ্জতে বাঙ্গাল হেকমতে চীন', এখন দেখছি পুরাই উল্টা। তো এসব হেকমত কোত্থেকে শিখলে দুষ্ট ফাহিম? একজন টিচার হয়ে তুমি চিটার এনসাইক্লোপেডিয়া পড়াচ্ছো নাকি আমাদেরকে? হাঃ হাঃ হাঃ।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:০৯

ফাহিম সাদি বলেছেন: এখন কী মনে হচ্ছে ভাই? হেকমতে বাঙ্গাল হুজ্জতে চীন!! ;)

১২| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৪

নেওয়াজ আলি বলেছেন: পোষ্ট যেমন ভালো তেমনি খারাপও । চুরির বুদ্ধি ।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৭

ফাহিম সাদি বলেছেন: নিঃসন্দেহে চুরির বুদ্ধি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

প্রেক্ষা বলেছেন: আহ!!! এই আকাম তো অলরেডি করে ফেলসি :#) :P

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৮

ফাহিম সাদি বলেছেন:

১৪| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০২

পুলক ঢালী বলেছেন: হা হা হা হেনাভাই আপনি দুষ্ট ফাহিম বলেই ফেললেন !!! ;)
হে হে হে সে ঠিকই এনসাইক্লো-- পড়াইতেছে এই প্রসঙ্গে মনে পড়িলো আমিও আপনার টিচার ছিলাম তাহা ভুলিবেন না কিন্তু। ;)

জনাব, মাননীয়, শ্রদ্ধেয় ফাহিম স্যার,
আশা করি ভাল আছেন। হাজার হাজার বৎসর পর একটা পোষ্ট দিলেন বড়ই আপ্লুত হইলাম। আপনার ফানপোষ্টের মাঝে কিছু সত্যতা আছে বিধায় পাঠকেরা কেউ ভয় পাইয়াছেন কোন কোন ফাঁকি দিতে ইচ্ছুক শিক্ষিকা (শায়মা ম্যাডাম) সহায়তা খুঁজিয়াছেন।
আপনার এই ঠুনকো বুদ্ধি যে সহজেই ছাকনিতে আটকাইয়া যাইবে তাহা উল্লেখ করিয়া সততার পরিচয় দিয়াছেন সেজন্য ধন্যবাদ।
শায়মা ম্যাডামকে আপনার প্রফেসারের ট্রিক্সটা শিখিয়ে দিন তাতে ফাঁকি দেওয়া গেলেও ছাত্ররা আসলে বঞ্চিত হইবে না।
আপনি এইরকম সত্যমিথ্যার মিশ্রনের ফানপোষ্ট চালাইয়া যান।

এস এম মামুন অর রশীদ ভাই স্বনামধন্য ব্লগার ম্যাভেরিক ভাই। তিনি যে দয়া করে আপনার ব্লগে এসেছেন এবং মন্তব্য করেছেন তাতে আপনার ধন্য হয়ে যাওয়া উচিৎ। :D

আমার যদি কোন ভুল ভ্রান্তি হইয়া থাকে তাহা হইলে তাহা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবার জন্য অনুরোধ রহিলো।
পরবর্তী কু-বুদ্ধির অপেক্ষায় রহিলাম ভাল থাকুন সহি সালামতে থাকুন এই প্রত্যাশা রাখিলাম সৃশ্টি চরনে।
ইতি
আপনার পরিচিত
অর্বাচীন ব্লগ সহযাত্রী
পুলক ঢালী। :D ;) =p~

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১২

ফাহিম সাদি বলেছেন: প্রিয় পুলক ভাই,
শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ্‌ আমি ভালো আছি। আশা করি আপনিও স্ত্রী ছেলেপিলে নিয়ে সুখে শান্তিতেই আছেন। হেনা ভাই আগেই
দুষ্ট ফাহিম বলিয়া ফেলায় আপনি আর বলিতে পারিতেছেন না, ইহা চিন্তা করিয়া মনে মনে বেশ পুলক অনুভব করিতেছি। আর আমার পোস্ট পড়িয়া পাঠক বিচলিত হইলেইও ইহার আবিষ্কারক আমি নই, এই পদ্ধতি বহুদিন ধরিয়াই চলিয়া আসিতেছে। আমি কেবলমাত্র পোস্ট আকারে প্রকাশ করিয়া দিলাম :p

শায়মা আপা একান্তই নিজেদের লোক, ওনার জন্য যেকোনো কিছু।

এস এম মামুন অর রশীদ ভাই স্বনামধন্য ব্লগার ম্যাভেরিক ভাই।

ম্যাভেরিক ভাই!!!
হায় হায় কন কী!! আমার তো আসলেই ধন্য হওয়া উচিত। আমি ধন্য!

আমার যদি কোন ভুল ভ্রান্তি হইয়া থাকে তাহা হইলে তাহা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবার জন্য অনুরোধ রহিলো।

হা হা হা । হাসিতে হাসিতে পেট ব্যথা হইয়া যাইতেছে। ভুল আর পুলক ভাই দুইজন দুই মেরুতে বসবাস করিয়া থাকেন। দাওয়াত দিয়া ডাকিয়া আনিলে সচরাচর একজন অন্যজনের বাড়ি যায় না।

আপনিও সর্বদা সুখে শান্তিতে থাকুন।
অর্বাচীন কথাটা পড়িয়া আবারও হাসিয়া ফেলিয়াছি।এখন হাসি বন্ধ হইলেই কেবল কমেন্টের বাকি অংশ লিখা সম্ভব।
ইতি
আপনার
দুষ্ট পোলা!







১৫| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৫

পুলক ঢালী বলেছেন: কারেকশন= সৃষ্টিকর্তার চরনে। :)

১৬| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: না না আমি মন্দ কিছুর মধ্যে থাকিতে চাই না।

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩

ফাহিম সাদি বলেছেন: এই বুদ্ধি কিন্তু ভাই ভালো কাজেও ব্যবহার করা যায়। ধরুন একজনের দজ্জাল প্রেমিকা (কার? সেটা নাম বললে চাকরি থাকবেনা।) । যে কিনা বেচারাকে ঘুমাইতে গেলেও ভিডিও কলে পাহারা দেয়। বন্ধুদের সাথে যে একটু মন খুলে আড্ডা দিবে সে উপায় নাই।
ওই ভাই কিন্তু চাইলেই সহজে ঘুমের রেকর্ডেড ভিডিও সেট করে ছু মন্তর হতে পারে।

১৭| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইস্সিরে আমি যদি ছাত হইতাম। কাজে দিতো।
তবে জনাব কেমন আছেন?
পুলুক ঢালীর ভাইয়ের পত্রের জবাব পড়ে জেনে যাবো কৌশলবাদ।

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৬

ফাহিম সাদি বলেছেন: সুজন ভাই!! ভালো আছি আলহামদুলিল্লাহ্‌। আপনি কেমন আছেন? ভাবী আর রোহান কেমন আছে?
এই মাত্র খবর পেলাম আর দাদী খুব অসুস্থ। দোয়া করবেন সুজন ভাই।

১৮| ১৭ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্দ বলা যাবেনা । ভালো কিছু খুঁজলে হয়তো পাওয়া যাবে; ৫ নং কমেন্টস এর উত্তরের লিংকটা আমার কাছে দিয়েছে।

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৭

ফাহিম সাদি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাঙালী ভাই। ভালো থাকুন সবসময়।

১৯| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ রিফাত ভাই।
এখান থেকে ডাউনলোড করে ইন্সটল দিয়ে নিন। view this link
তারপর আপনার ইমেইলে দেয়া লিংকে ক্লিক করলে জুম দিয়ে অপেন হবে।


আমি ডেস্কটপে জুম ডাউনলোড করলাম- কিন্তু ই-মেইলের লিংক ক্লিক করলে এটি ওপেন হয় কিন্ত ডাউনলোডের কোন অপশন নাই!!
----রেকডিং ভিডিও লিংক থেকে কিভাবে ডাউনলোড করবো দয়া করে জানাবেন।

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪২

ফাহিম সাদি বলেছেন: ও আচ্ছা। আপনি যদি মিটিং এর হোস্ট হয়ে থাকেন কিংবা হোস্ট আপনাকে পারমিশন দেয় তবে আপনি মিটিং চলাকালীন সময়ে সেটা ALT+R চেপে রেকর্ড করতে পারেন। আর সেটা আপনার কম্পিউটারের এই লোকেশনে পাওয়া যাবে।

PC: C: UsersUser NameDocumentsZoom
Mac: /Users/ User Name/Documents/Zoom

আর আপনি যদি হোস্ট না হোন কিংবা হোস্টকে জানাতে না চান তবে যে কোন যে কোন স্ক্রিন রেকর্ডার দিয়ে মিটিং চলাকালীন সময়ে রেকর্ড করে রাখতে পারেন
view this link

তবে আগে হয়ে যাওয়া কোন মিটিং যদি কেউ রেকর্ড না করে থাকেন তবে সেটা শুধু লিংক থেকে ডাউনলোডের কোন উপায় আমার জানা নেই।

২০| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০০

পদ্মপুকুর বলেছেন: শালার আমেরিকানরা চলে ডালে ডালে, আর বাঙালিরা কোথায় চলে, একমাত্র আল্লাহই জানেন... :-P

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১:০৫

ফাহিম সাদি বলেছেন: হা হা হা। আমি হেকমত ভাই। থুক্কু একমত!
হা হা হা

২১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ২:১৭

আনমোনা বলেছেন: হয়নি। এতে শুধু ক্লাস ফাকি হয়, মিটিং ফাকি হবেনা।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৯

ফাহিম সাদি বলেছেন: আনমোনা দিদি! কেমন আছেন? আমার সৌভাগ্য হয়েছিলো এমন কিছু মিংটিং করার যেখানে হোমড়া-চোমড়া একজন আসেন। আর এসেই বলেন ১৯৯২ তে আমি এটা করেছিলাম। ১৯্৯৪ তে আমার ছেটা করেছিলাম। ২০২১ এ আমি এটা করছি।অনেক অনেক গুরুতপূর্ন কথা .... মিটিং শেষ

২২| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফাহিম সাদি ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রোহান ও আপনার ভাবী ভালো আছে।
আপনার দাদীর জন্য দোয়া করি আল্লাহ যেনো ওনাকে শেফা দান করেন।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:২০

ফাহিম সাদি বলেছেন: ধনবাদ সুজন ভাই। অনেক অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.